রবি সিমে ১ জিবি ফ্রি ইন্টারনেট

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালই আছেন।

এই করোনা পরিস্থিতির মধ্যে ঘরে বসে ফ্রি ইন্টারনেট চালাতে পারেন। রবি সিম দিচ্ছে বিশেষ সুবিধা।  শুধু নিচের স্টেপ গুলা ফলো করুন।

স্টেপ ১ঃ রবি সিমের এই দুর্দান্ত অফার টি লুফে নিতে সর্বপ্রথম আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে নিচের লিঙ্ক থেকে মাই রবি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

ডাউনলোড লিঙ্ক

স্টেপ ২ঃ তারপর আপনার রবি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলুন।

স্টেপ ৩ঃ উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা হয়ে গেলেই আপনি ১ জিবি বোনাস পাবেন। যার মেয়াদ ৪ দিন। এরপর মাত্র ২৫ টাকা রিচারজ করলেই পাবেন ১০০এমবি এবং ১ জিবি।

স্টেপ ৪ঃ আপনি আপনার রবি অ্যাপ রেফার করে প্রতি রেফারে ১জিবি করে পাবেন। যার মেয়াদ ৪ দিন।

যেভাবে রেফার করবেনঃ

অ্যাপ এ লগিন করুন। তারপর নিচের স্ক্রিনশট গুলো দেখলেই বুঝতে পারবেন কিভাবে রেফার করতে হবে।

robi app refer bonus internet

 

robi app refer bonus

 

স্ক্রিনশট এর মত আপনার অ্যাপ এর লিঙ্ক শেয়ার করুন এবং ফ্রি জিবি উপভোগ করুন।

আশা করি সবকিছু বুঝতে পেরেছেন।

Add Comment

Skip to toolbar