আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন, আজ আমি দেখাবো কিভাবে আপনি প্রতি মুহুর্তে আপনার ইন্টারনেট স্পিড মনিটর করতে পারবেন,
অর্থাৎ আপনার স্ক্রিনে প্রতিমুহুর্তে ইন্টারনেট এর download ও upload স্পিড শো করবে।
তাহলে চলুন আর বেশি কথা না বলে শুরু করে দেই।
প্রথমেই কম্পিউটারে স্পিড কিভাবে দেখবেন তা দেখিয়ে দেই, পরে মোবাইল স্পিড নিয়ে আলোচনা করা হবে।
কম্পিউটারে স্পিড শো করতে যে সকল সফট রয়েছে তার মধ্যে তিনটি সফট বেস্ট হিসেবে বিবেচিত। 👌
১। DU Meter: অনেকেই এই সফট এর ব্যাপারে হয়তো শুনে থাকবেন, এই সফটওয়্যারের লিংক এইখানে
এই সফটওয়্যার টা অন্য সাধারন সফট এর মতই ইনস্টল করতে হবে, ঠিকঠাক ভাবে করতে পারলে আপনার ট্যাস্ক বার এ এইরকম শো করবে।
ভায়া, এক মিনিট ওয়েট, DU Meter কিন্তু ফ্রি সফটওয়্যার না 😐😐, কিন্তু আমরা বাঙালী, পেইড সফট কিভাবে ব্যাবহার করতে হয় তা আমাদের ভালোই জানা আছে, 🤣🤣🤣
অর্থাৎ এখানে শুধুমাত্র ট্যাস্কবারে শো করবে তা নয়, এটি গ্রাফ আকারে কম্পিউটারের কোনায় শো করবে। এখনে লাল গ্রাফ দিয়ে আপলোড আর সবুজ গ্রাফ দিয়ে ডাউনলোড বোঝায়, এর নিচে আরো কয়েকটা অপশন থাকবে, যেমন: LAN, Programs ইত্যাদি। ল্যান এ ক্লিক করলে ল্যান লাইনের স্পিড দেখাবে আর প্রোগ্রামে ক্লিক করলে কোন প্রোগ্রাম কি পরিমান ইন্টারনেট ব্যাবহার করছে তা শো করবে।
এছাড়া DU Meter এর একটি সুবিধা হচ্ছে এটি ইন্টারনেট স্পিড অনুযায়ী এর একক(kbps, mbps) স্বয়ংকৃয় ভাবে পরিবর্তন হয়,
এছাড়াও এতে ইন্টারনেট লিমিট এলার্ট আছে যার ফলে আপনি সিমিত ইউজার হলে ইন্টারনেট প্যাকেজ শেষ হওয়ার আগেই এলার্ট দিয়ে দিবে।