সকল সিমের নাম্বার চেক করুন মাত্র ১ মিনিটে

বর্তমানে বাংলাদেশে সক্রিয় মোবাইল সিম অপারেটরের সংখ্যা চারটি। আমরা প্রত্যেকেই বিভিন্ন অপারেটর এর সিম ব্যবহার করে থাকি। আর প্রতিটি অপারেটরের সিম নাম্বার চেক করা নির্দিষ্ট কোড রয়েছে। যদি আপনি নতুন কোন সিম ব্যবহার করে থাকেন,
আর আপনার নিজের সিম নাম্বার চেক করতে পারছেন না তাহলে অবশ্যই আপনাদের সিম নাম্বার চেক কোড গুলো সম্পর্কে জেনে রাখতে হবে আজকে নিবন্ধনে সকল সিমের নাম্বার চেক করার কোড গুলো সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
আমি আপনাদের সকল সিম নাম্বার চেক করার জন্য কি করবেন তা নিয়ে বিস্তারিত বলবো ।প্রতিটি সিম অপারেটর কোম্পানি সিম নাম্বার চেক করার কোড ভিন্ন হয়ে থাকে ।সেই কোডগুলো আপনার মোবাইলে টাইপ করলে আপনি আপনার নিজস্ব মোবাইল নাম্বারটি সাথে সাথে আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন ।তাহলে চলুন গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং টেলিটক সিম নাম্বার চেক করার নিয়ম জেনে নেই।

সকল সিমের নাম্বার চেক করুন মাত্র ১ মিনিটে 

বাংলাদেশের সর্বমোট বর্তমানে চারটি সিম অপারেটর রয়েছে। সেগুলো হলোঃ
  • গ্রামীণফোন (Grameenphone)
  • রবি আজিয়াটা (Robi Axiata)
  • বাংলালিংক (Banglalink)
  • টেলিটক (Teletalk)
এগুলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক অনুমোদিত এবং পরিচালিত। আপনারা উল্লেখিত সিম অপারেটরের সিম ব্যবহার করে থাকলে কোড ব্যবহার করে নিজের নাম্বার চেক করতে পারবেন। আমরা সকল সিমের নাম্বার চেক করার কোড নিয়ে আর্টিকেলে আলোচনা করব।

জিপি সিম নাম্বার চেক কোড

গ্রামীণফোন সিম নাম্বার চেক করার নিয়ম খুবই সহজ । আর বেশিরভাগ ক্ষেত্রে সকলেই এই সিমের নাম্বার চেক করার কোড জানে। জিপি সিমে গ্রাহক সংখ্যা অনেক বেশি এবং জিপি সিম অপারেটর গ্রাহকদেরকে বিভিন্ন ধরনের মিনিট- ইন্টারনেট সেবা প্রদান করে থাকে । আর এটি 4g নেটওয়ার্ক এর আওতাধীন।
জিপি সিম নাম্বার চেক করার কোড *2#, আপনার মোবাইলে ডায়াল প্যাডে গিয়ে *2# চাপ দিয়ে কল অপশনে ক্লিক করুন বলে আপনার সামনে আপনার নিজস্ব সিম নাম্বারটি প্রদর্শিত হবে।
  • জিপি ব্যালেন্স চেক করার কোড: *566#
  • জিপি মিনিট চেক করার কোড: *121*1*2#
  • জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড: *121*1*4#

বাংলালিংক সিম নাম্বার চেক কোড

বাংলালিংক সিম অপারেটর বাকি তিনটি অপারেটর এর মধ্যে ইন্টারনেট সুবিধা প্রদানের দিক থেকে একটু এগিয়ে ।কারণ তারা দাবি করে গ্রাহকদেরকে 4.5 জি নেটওয়ার্ক স্পিড প্রধান করে। এছাড়াও বিভিন্ন ধরনের মিনিট ,এসএমএস বান্ডেল প্যাকেজ কম মূল্যে প্রধানের মাধ্যমে গ্রাহকদের যোগাযোগ মাধ্যমকে সহজ করে তোলে।
 
বাংলালিংক সিম নাম্বার চেক করার কোড *511# ,অর্থাৎ ডায়াল প্যাড এ গিয়ে *511# চেপে কল দিলে আপনার মোবাইলে আপনার বাংলালিংক সিমের নাম্বারটি শো করবে।
  • বাংলালিংক ব্যালেন্স চেকঃ *124#
  • বাংলালিংক মিনিট চেকঃ *124*2#
  • বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেকঃ  *5000*500# or *124*3#
  • বাংলালিংক এসএমএস চেকঃ *124*2# 

টেলিটক সিম নাম্বার চেক করার কোড

আমরা অনেকেই জানি টেলিটক সিম অপারেটর হল সরকারি সিম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সরকারি কার্যক্রম এই সিমের মাধ্যমে হয়ে থাকে এবং যেহেতু এটি সরকারি সিম সুতরাং এটিতে ব্যাপক সুবিধা পাবেন। যেমন কম মূল্যে বিভিন্ন ধরনের ইন্টারনেট মিনিট ইত্যাদি প্যাকেজ।
 
টেলিটক সিম নাম্বার চেক কোড  *551# ,অর্থাৎ নিজের নাম্বার চেক করার জন্য ডায়াল প্যাড এ গিয়ে *551# লিখে কল দিলে আপনার মোবাইলে আপনার টেলিটক সিমের নাম্বারটি দেখাবে।
  • টেলিটক ব্যালেন্স চেক কোডঃ *152#
  • টেলিটক মিনিট চেক কোডঃ *152#
  • টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক কোডঃ *152#
  • টেলিটক এসএমএস চেক কোডঃ *152#

উপরে উল্লেখিত সকল সিম অপারেটরের যদি আপনি গ্রাহক হয়ে থাকেন তাহলে উপরে উল্লেখিত সকল কোডের মাধ্যমে আপনি আপনার সিমের নাম্বার দেখতে পাবেন ।এছাড়াও আরো কিছু কোড দেওয়া হয়েছে যেমন ব্যালেন্স চেক, মিনিট চেক ,ইন্টারনেট ব্যালেন্স চেক ,এসএমএস চেক ইত্যাদি যা আপনাদের উপকারে আসবে।

রবি সিম নাম্বার চেক করার কোড

বর্তমানে ইন্টারনেট সেবার দিক দিয়ে রবি ও এয়ারটেল সিম খুবই জনপ্রিয়তা লাভ করেছে ।কারণ রবি সিম বিভিন্ন ধরনের কম দামে  ইন্টারনেট অফার, মিনিট অফার, বিভিন্ন ধরনের প্যাকেজের প্রদান করার মাধ্যমে গ্রাহকদের কে দেশের সারা জায়গায় খুব স্ট্রং নেটওয়ার্ক প্রদান করার মাধ্যমে গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
রবি সিম নাম্বার চেক করার কোড পূর্বে ভিন্ন ছিল তবে পরবর্তীতে গ্রামীণফোন এর মত রবি তাদের পূর্বের কোড পরিবর্তন করে *2# করে ।অর্থাৎ ডায়াল প্যাড এ গিয়ে *2# টাইপ করে কল দিলে আপনার মোবাইলে আপনার রবি সিমের নাম্বারটি দেখতে পাবেন ।
  • রবি ব্যালেন্স চেক কোডঃ *222#
  • রবি মিনিট চেক কোডঃ *222*2#
  • রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোডঃ *8444*88#
  • রবি এসএমএস চেক কোডঃ *222*10# বা *222*20#

এয়ারটেল সিম নাম্বার চেক করার কোড

আমরা যারা এয়ারটেল সিম নতুন ব্যবহারকারী রয়েছি তারা অনেকেই এয়ারটেল সিমের নাম্বার দেখতে পারি না। অর্থাৎ নিজের এয়ারটেল সিমের নাম্বার কত সে সম্পর্কে জানিনা। আপনার নিজের এয়ারটেল সিমের নাম্বার জানার জন্য এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড সম্পর্কে জানতে হবে। আমরা এখন এই অংশে এয়ারটেল সিমের নাম্বার দেখার উপায় তুলে ধরার চেষ্টা করব।

আপনার এয়ারটেল সিমের নাম্বার দেখার জন্য মোবাইল ফোনে ডায়াল প্যাডে গিয়ে *2# ইউএসডি কোডটি ডায়াল করুন। এই ইউএসডি কোড ডায়াল করলেই আপনি নিজের এয়ারটেল সিমের নাম্বার দেখতে পারবেন। তাছাড়াও *282# ইউএসডি কোড ডায়াল করার মাধ্যমেও মেসেজের মাধ্যমে এয়ারটেল সিমের নাম্বার দেখা যায়।

এর পাশাপাশি আপনার মোবাইল ফোনে যদি আগে থেকেই মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনে লগইন করা থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশনটিতে আপনি প্রবেশ করে airtel সিমের নাম্বার চেক করতে পারবেন। এভাবে তিনটি পদ্ধতিতে এয়ারটেল সিমের নাম্বার দেখা যায়।

শেষ কথা

কিভাবে সকল সিম নাম্বার চেক করবেন তার নিয়ম ও কোড সম্পর্কে আজকে নিবন্ধনে আলোচনা করেছি।সিম নাম্বার চেক কোড সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করছি আপনারা নিবন্ধনটি পড়ে এখন সিম নাম্বার চেক করার সকল কোড গুলো জেনে গেছেন। যদি আপনি নতুন কোন অপারেটরে সিম ব্যবহার করে থাকেন তাহলে সিম নাম্বার চেক করার কোড ব্যবহার করে নিজের নাম্বারটি দেখতে পারেন। আর নিয়মিত অনলাইন ইনকাম সম্পর্কে জানতে আমাদের সাইটে ভিজিট করতে পারেন।

Add Comment