কিভাবে আনলিমিটেড ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক একাউন্ট খুলে ইনকাম করবেন?

জনপ্রিয় সোস্যাল মিডিয়া সাইটগুলোর উপরে কম বেশি আমরা সবাই-ই দুর্বল। সোস্যাল মিডিয়ার ভিতরে অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট গুলো হলো ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং টিকটক।

আজকের পোস্টে আমরা জানবো কিভাবে আনলিমিটিড সোস্যাল মিডিয়া একাউন্ট ক্রেট করে নিজের ব্যক্তগত প্রফাইলে আনলিমিটেড ফলোয়ারস নেয়া যায়। এছাড়াও জানবো, কিভাবে আনলিমিটেড ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক একাউন্ট ক্রেট করে আমরা ইনকাম করতে পারি।

আমরা এটা জানি যে, ফেইসবুক-টুইটার-ইনস্টাগ্রাম সহ যেকোনো একাউন্ট খোলার জন্যই ইমেইল বা ফোন নাম্বার প্রয়োজন হয়। কিন্তু আমাদের কারোর কাছেই ব্যক্তিগত ১ টা, ২ টা বা সর্বাধিক ৩/৪ টার উপরে সিম থাকে না।

আবার ইমেইলের ক্ষেত্রেও ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয় ম্যাক্সিমাম সময়ে, তাই অনেকের একাধিক ইমেইল একাউন্ট ও থাকে। ফলাফল, আমরা চাইলেও একটা কিংবা দুটোর বেশি সোস্যাল মিডিয়া কোনো একাউন্ট খুলতে পারি না। তাই না?

কিন্তু একবার ভাবুন তো, আমাদের কাছে যদি আনলিমিটে পরিমানে ইমেইল একাউন্ট থাকে, তাহলে কি আনলিমিটেড পরিমাণে সোস্যাল মিডিয়া একাউন্ট খোলা সম্ভব কি না? জ্বি সম্ভব।

আমাদের কাছে যেহেতু এতো পরিমানে ফোন নাম্বার বা ইমেইল একাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা এই  ফ্রি ওয়েবসাইট-টি ব্যবহার করবো। যার  মাধ্যমে শুধু ওয়েবসাইটে ভিজিট করলেই আমরা একের পর এক আনলিমিটেড টেম্পরারি ইমেইল একাউন্ট পাবো। যার মেয়াদ থাকবে ৭ দিন।

প্রথম ধাপঃ
শুরুতে আমরা ব্রাউজারে টাইপ করে বা গুগোলে কোনো স্পেস না দিয়ে টাইপ করবো FreeTemporaryEmail অথবা চাইলে সরাসরি আমরা এই লিংক থেকেও Temporary Email ওয়েবসাইট টিতে প্রবেশ করতে পারি।

দ্বিতীয় ধাপঃ
এরপরে আমরা ওয়েবসাইট টিতে প্রবেশ করলেই Your Temporary Email নামে একটি বক্সের নিচেই একটি ফ্রি ইমেইল পাবো। আমরা স্বাভাবিকভাবে এড্রেসটিকে কপি করে নিবো।

তৃতীয় ধাপঃ
এরপরে আমরা যদি ফেইসবুক একাউন্ট খুলতে চাই, তবে ফেইসবুকের ওয়েবসাইটে প্রবেশ করবো। ক্রেট এ নিউ একাউন্ট এ ক্লিক করে, সব তথ্য দিবো আমরা। আমরা ফন নাম্বার ব্যবহার করবো না, আমরা ইমেইলের ঘরে আমাদের টেম্প মেইল টি বসাবো।

সবকিছু ঠিক ভাবে বসানোর পরে আমরা একটি কোড পাবো আমদের ফ্রি টেম্পোরারি ইমেইল ওয়বেসাইটে গেলে। কোডটি ফেইসবুকে বসালেই একাউন্ট খোলা শেষ।

এরপরে আমরা প্রফাইল পিকচার ও কভার ফটো এড করে নিবো। যাতে রিয়েল আইডি মনে হয়, সেজন্য আমরা ২-৩ টা পোস্ট ও করবো আইডি তে।

যেহেতু আমাদের কাছে এখন অসংখ্য ইমেইল এড্রেস আছে, ফ্রি টেম্পোরারি ইমেইল ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে, কাজেই আমরা চাইলেই যেকোনো সোস্যাল মিডিয়া একাউন্ট ই আনলিমিটেড খুলতে পারবো। তাই না?

এভাবে করে একাউন্ট খুলে আমরা আমাদের প্রফাইলে লাইক, কমেন্টস, শেয়ার ও ফলোয়ারস নিতে পারি। যা ফেইসবুকে আমাদেরকে সেলিব্রেটি ভাব এনে দিবে। হাহা। ব্যাপার টা হাস্যকর মনে হলেও, আসলে অনেক ইফেক্টিভ বা কাজের।

তো আমরা শিখে ফেললাম কিভাবে টেম্পোরারি ইমেইল ব্যবহার করে আমরা আনলিমিটেড ফেইসবুক, টুইটার সহ অন্যান্য একাউন্ট খুলবো। ওকে?

নোটঃ কখনো প্রাইভেট বা ইনকোগনিটো ট্যাব ওপেন করে কিংবা ব্রাউজারের হিস্টোরি / কুকিজ ডিলেট করে তারপরে একাউন্ট খুলতে যাবেন না। তাহলে বিশেষ করে ফেইসবুক আপনার একাউন্ট লকে ফেলে দিবে। ভেরিফাই করার জন্য বলবে। কাজেই আমরা সতর্ক থাকবো।

একটা ব্রাউজার থেকে ৮-১০ টা একাউন্ট খোলা হয়ে গেলে অন্য একটি ব্রাউজার দিয়ে ট্রাই করবো। তবে অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করার আগে আমরা ঐ ব্রাউজারে কমপক্ষে ৫ মিনিট বিভিন্ন জিনিস ব্রাউজ করবো। তারপরে একাউন্ট খুলতে যাবো। তা না হলে, লক খাবার চান্স থাকবে।

এখন আমরা জানবো কিভাবে আমরা এই একাউন্ট খোলার মাধ্যমে ইনকাম ও করতে পারিঃ

অনেকেই আছে যারা ফলোয়ারস কিনে সেলিব্রেটি হতে চায়। আবার অনেকেই আছে যাদের আনলিমিটেড লাইক, কমেন্টস, শেয়ার চাই। কি আছে না? আছে।

আপনি যদি জানেন কিভাবে আনলিমিটেড একাউন্ট খুলতে হয়, আপনার কাছে যদি আনলিমিটেড একাউন্ট ই থাকে। আপনি সেল দিতে পারবেন না? জ্বি আপনিও পারবেন। আপনিও পারবেন ইনকাম করতে।

প্রথমে আপনি একটি ফেইসবুক বিজনেস পেইজ ক্রেট করবেন। আপনি যদি না জানেন কিভাবে প্রফেশনাল বিজনেস পেইজ খোলা হয়, ইউটিউব করলেই পেয়ে যাবেন। তো ধরে নিলাম খুলে ফেলেছেন ফেইসবুক পেইজ।

এরপরে কানভা ওয়েবসাইট ব্যবহার করে আপনি ফ্রি তে আপনার পেইজের জন্য নিয়মিত সুন্দর সুন্দর টেম্পেলেট ব্যবহার করে পোস্ট দিবেন।

এরপরে পেইজটিকে আরো ভাল ভাবে ফুটিয়ে তোলা বা রিপ্রেজেন্ট করার জন্য আপনি আপনার পেইজে কমপক্ষে ১ হাজার লাইক বানিয়ে নিবেন। এতে করে আপনার পেইজটি আরো প্রফেশনাল মনে হবে কাস্টমারদের কাছে। আপনি লাইক ফর লাইক বা এড মি ফাস্ট ওয়েবসাইট ব্যবহার করতে পারেন দ্রুত লাইক নেয়ার জন্য।

তো এখন ধরে নিলাম, আপনার পেইজ ১০০% ওকে, মানে প্রফেশনাল লেভেলের। এবার আপনি বিভিন্ন ফেইজবুক গ্রুপে জয়েন হবেন। যেখানে বাই সেল হয় লাইক, কমেন্টস, শেয়ার, ফলোয়ারস।

আপনি চাইলে ফাইবার, আপওয়ারক মার্কেট প্লেসেও জয়েন হতে পারেন ক্লায়েন্ট পাবার জন্য।

এরপরে আপনি বুলু বার্ড ইন্টারন্যাশনাল একটি কার্ড বানিয়ে নিবেন। সমস্যা হলে ইউটিউবে ভিডিও দেখতে পারেন। নিজে নিজেই পেয়ে যাবেন প্রমোট করার জন্য কার্ড। একটু ঘাটাঘাটি করে, শিখে ভালমতো, তারপরে ফেইসবুকে নিজে নিজে প্রমোট করে আপনি চাইলে মান্থলি ভাল একটা এমাউন্ট ইনকাম করতে পারেন এভাবে। যার জন্য কারো কাছেই যেতে হবেনা আপনার।

আশা করি আর্টিকেল টি পড়ে উপকৃত হবেন। ধন্যবাদ।

One Response

  1. aminul-24.blogspot.com October 7, 2022

Add Comment

Skip to toolbar