এসে গেল নতুন উপায়- Android app দিয়ে খুব সহজেই হ্যাক করুন আপনার আশেপাশের ওয়াইফাই পাসওয়ার্ড!

সবাই কেমন আছেন?  আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি, আজ আমার প্রথম টিউন সবাই দোয়া করবেন যাতে পরবর্তিতে আপনাদের নতুন কিছু শেখাতে পারি। চলুন এখন আসল কথায় যাওয়া যাক। আপনাদের শেখাবো কিভাবে আপনি আপনার আশেপাশের ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করবেন।

কিভাবে হ্যাক করবেন?

প্রথমে আপনি প্লে-স্টোর থেকে wifi-map: Get free internet passwords & hotsposts এই এপটা ইন্সটল করুন। নিচের স্ক্রিন শট লক্ষ করুন।

 

তারপর এটি ওপেন করুন এবং আপনার মোবাইলের লোকেশন অন করুন আপনার আশে পাশে যদি কোনো wifi network থাকে তাহলে সেটা নিচে দেখাবে এবং সেটাতে ক্লিক করলে আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন। এছাড়া আপনি কোনো নির্দিষ্ট জায়গার নাম সার্চ করে সেখানকার সব wifi এর পাসওয়ার্ড জানতে পারবেন।

নিচের স্ক্রিন শট লক্ষ করুন।

 

এটা আপনি ৩ দিন এর জন্য ফ্রী তে ব্যবহার করতে পারবেন। এরপর এটা ব্যবহার করতে হলে আপনাকে প্রিমিয়াম কিনে ব্যবহার করতে হবে।

নিচের ভিডিও থেকে দেখে নিতে পারেন এই অ্যাপ তি কিভাবে কাজ করে।

আশা করি বুঝতে পেরেছেন।

পোস্ট টি ভাল লাগলে শেয়ার করবেন। আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

Add Comment