ইউটিউব এর 21 টি চমকপ্রদ অজানা তথ্য যা আপনি আগে জানতেন না

বিশ্বের সর্ববৃহৎ বাংলা টেক ব্লগ টেকটিউন এর সম্মানিত পাঠকগন কেমন আছেন? আশা করি পরম করুণাময়ের কৃপায় ভালই আছেন। কথা দিয়েছিলাম ইউটিউব নিয়ে ধারাবাহিক ভাবে লিখব। আজকে একটু ভিন্ন টপিকস নিয়ে লিখব। এই গ্রুপে যারা আছেন  তারা অনেকেই ইউটিউবিং করেন অথবা ইউটিউব কে ভালোবাসেন। কিন্তু যাকে নিয়ে এত মাতামাতি করেন বা যাকে নিয়ে সারা দিন বেঁচে থাকেন তার সম্পর্কে আপনি কতটুকু জানেন। হ্যাঁ সম্মানিত পাঠক, আজ আমরা ইউটিউব সম্পর্কে 21 টি অজানা তথ্য জানবো যা হয়তো আপনি আগে জানতেন না। তো চলুন শুরু করিঃ

#ইউটিউব-১

আপনি জানেন কি প্রতিদিনে ইউটিউবের ভিডিও গুলো প্রায় 1 বিলিয়ন ঘণ্টা দেখা হয়

#ইউটিউব-২

এবার চোখ কপালে উঠবে এই কথা শুনে যে ইউটিউবে প্রতি মিনিটে যে পরিমাণ ভিডিও আপলোড করা হয় তা সময়ের হিসেবে 500 ঘণ্টারও বেশি দৈর্ঘ্যের।

#ইউটিউব-৩

ইউটিউব এর রয়েছে ২ বিলিয়নেরও বেশি ইউজার। যা এই পৃথিবীর সমগ্র ইন্টারনেট ব্যবহারকারী লোকসংখ্যার তিনভাগের একভাগ।

#ইউটিউব-৪

আপনি জানেন কি ইউটিউব এর প্রথম ভিডিওটি আপলোড দেয়া হয়েছিল 2005 সালের 23 এপ্রিল তারিখে? আর আর এই কাজটি যিনি করেছিলেন তিনি ছিলেন ইউটিউব এর সহ-প্রতিষ্ঠাতা জাভেদ করিম। ভিডিওটিতে দেখা যায় জাভেদ করিম সান ডিয়েগো  চিড়িয়াখানার সামনে 18 সেকেন্ডের একটি সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন।

#ইউটিউব-৫

আপনি জানেন কি ইউটিউব প্রথম যে তিনজন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন তারা তখন পেপালের কর্মচারী ছিলেন?

#ইউটিউব-৬

আপনি শুনে চমকে উঠবেন যে জনপ্রিয় মিউজিক ভিডিও”Gangnam Style” যখন ইউটিউবে প্রথম আপলোড দেয়া হয়েছিল তখন ইউটিউবের ভিউ কাউন্টার অকেজো হয়ে গিয়েছিল? পরবর্তীতে ইউটিউব সেটিকে ম্যানুয়ালি আপডেট করেছিল।

#ইউটিউব-৭

আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তবে একথা শুনে চমকে উঠবেন যে, আপনি ইউটিউব কে 80 টিরও বেশি ভাষায় নেভিগেট করতে পারবেন যেটা ইন্টারনেটে বিচরণকারী লোক সংখ্যার শতকরা 95 ভাগ মানুষের ভাষাকে কভার করে ফেলে।

#ইউটিউব-৮

শুনলে আপনার পিলে চমকে উঠবে 10,000 রিভিউয়ারের একটি দল 2018 সালে অক্লান্ত পরিশ্রম করে ইউটিউব থেকে প্রায় 32 মিলিয়নের মতো এপ্রোপ্রিয়েট অর্থাৎ মানহীন ভিডিও  রিমুভ করে দেয় ।

#ইউটিউব-৯

Susan Diane Wojkicki নামের ভদ্রমহিলা যিনি 2014 সালের ফেব্রুয়ারি থেকে ইউটিউব এর সিইও হিসেবে কর্মরত আছেন। তিনি এক সময় অর্থের জন্য নিজের গ্যাসটিকে ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন এর নিকট ভাড়া  দিয়েছিলেন। ঠিক পরেই ১৯৯৮ সালে তিনি সহ আরো কয়েকজন মিলে গুগল প্রতিষ্ঠা করেন।

#ইউটিউব-১০

আপনি জানেন কি ইউটিউব এর পূর্বের সদর দপ্তর কোথায় ছিল? এটি ছিল ক্যালিফর্নিয়ার সান মেটিও তে অবস্থিত পিজারি এবং জাপানিজ রেস্টুরেন্টের ঠিক ওপরে।

#ইউটিউব-১১

আপনি হয়তো জানেন না যে ইউটিউব হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন যার অবস্থান ঠিক গুগলের পরেই। যার সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলতে হয় এটি Bing, Yahoo এবং Ask এই তিনটি সার্চ ইঞ্জিনের সমন্বিত রূপ থেকেও বড়।

#ইউটিউব-১২

আপনি জানেন কি 2018 সালে শুধু খেলনার রিভিউ দিয়ে একটি চ্যানেল থেকে মাত্র 7 বছর বয়সী একজন ইউটিউব তারকা যার নাম রাইয়ান’ তিনি প্রায় 22 মিলিয়ন ইউএস ডলার ইনকাম করেছিলেন?

#ইউটিউব-১৩

এবার ইউটিউব কে নিয়ে একটু মজা করব। ইউটিউবে সার্চ বক্সে গিয়ে লিখুন “Do the Harlem shake” আর দেখুন মজা ইউটিউব এর সবকিছু নাচানাচি শুরু করবে মিউজিকের তালে তালে।

#ইউটিউব-১৪

Justin Bieber এর Baby নামক ইউটিউব ভিডিওটি সবথেকে Dislike পড়া ভিডিও যার Dislike এর সংখ্যা 44 লাখেরও বেশি।

#ইউটিউব-১৫

আপনি জানেন কি ইউটিউব এর সর্বাধিক জনপ্রিয় 1000 ইউটিউব ভিডিওর শতকরা 60 ভাগই জার্মানিতে সরকারিভাবে ব্লক করে দেওয়া হয়?

#ইউটিউব-১৬

আপনি জানেন কি ইউটিউবের 10 টি সর্বোচ্চ উপার্জনক্ষম চ্যানেল 2015 সালের কম করে 2.5 মিলিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ 12 মিলিয়ন ইউএস ডলার ইনকাম করেছিল?

#ইউটিউব-১৭

ইউটিউব সদরদপ্তরের কর্মীরা তাদের ইচ্ছেমতো এলিভেটর, সিঁড়ি অথবা স্লাইডে করে তাদের অফিসের এক ফ্লোরে থেকে অন্য ফ্লোরে যাতায়াত করে।

#ইউটিউব-১৮

ইউটিউবে সর্বাধিক সার্চ কৃত টিউটোরিয়াল কি আপনি জানেন? হ্যাঁ এটি হলো “how to kiss” বুঝেন ঠেলা……!!!!

#ইউটিউব-১৯

আমেরিকাতে যেকোনো টিভি নেটওয়ার্ক থেকেও ইউটিউব উঠতি বয়সী ছেলেমেয়েদের (18 থেকে 34 বছর বয়সী) কাছে বেশি জনপ্রিয়।

#ইউটিউব-২০

আপনি জানেন কি ইউটিউব প্রতিষ্ঠার মাত্র ১৮ মাসের মাথায় স্টক এক্সচেঞ্জ থেকে গুগোল এটিকে 1.65 বিলিয়ন ডলার মূল্যে ক্রয় করে নেয়?

#ইউটিউব-২১

আপনি জানেন কি লস এঞ্জেলেসে ইউটিউব এর নিজস্ব একটি প্রোডাকশন স্পেইস বা স্টুডিও রয়েছে যেটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন যদি আপনার 10 হাজার সাবস্ক্রাইবার হয়?

তো গ্রুপের সম্মানিত সদস্যগণ,  কেমন লাগলো আজকের এই  মজার তথ্যসমুহ? আজকে এই পর্যন্তই। ইউটিউব ও ইনফোটেক সম্পর্কিত যেকোন তথ্য সম্পর্কে জানতে। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আর ইউটিউবিং এবং অনলাইন সম্পর্কিত যে কোন প্রশ্ন করতে আমার ইউটিউব কমিউনিটতে আমন্ত্রন কমেন্ট করার অনুরোধ রইল।

এছাও আমার ব্লগ দুটিতে একবার ঢুঁ মেরে আসতে পারেন

বাংলা : ইনফোটেকলাইফ.কম

ইংরেজী: Patroblogger

Add Comment