ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল (from w3 School) এইসটিএমএল৫ পর্ব–১৬

আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় টেকটিউনস এর বন্ধুরা। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওবে ডিজাইন এর বাংলা সিরিজ টিউটোরিয়ালের আজকের ১৫ তম পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্চি ইন্জিনিয়ার মোঃ মারুফ সিদ্দিকী। আজকের এই ক্লাসে আমরা আলোচানা করবো এইচ.টি.এম. এল এর computer code element নিয়ে। HTML এ বিভিন্ন ইলিমেন্ট আছে কম্পিউটারে ইনপুট এবং আউটপুট দেবাসর জন্য। নিচের কোডগুলো আপনার কোড এডিটরে লিখুন।

<h2>Computer Code</h2>

<p>Some programming code:</p>

<code>

x = 5;

y = 6;

z = x + y;

</code>

HTML এর computer কোড লেখার জন্য ট্যাগ হলো <code> Elements here </code>

<kbd> ইলিমেন্ট এর মাধ্যমে আমরা কম্পিটউটরের ইনপুট নিয়ে থাকি। নিচের কোডটি খেয়াল করুন।

<h2>The kbd Element</h2>

<p>The kbd element is used to define keyboard input:</p>

<p>Save the document by pressing <kbd>Ctrl + S</kbd></p>

আউটপুটটি রান করলে দেখতে পাবেন যে আমরা যে অংশ <kbd> </kbd> এর মাঝে ডিফাইন করেছি তা দেখাচ্ছে।

HTML <samp> element আমরা ব্যাবহার করে থাকি Sample output এর জন্য। <samp> Elements Here </samp> এর মাঝে আমরা লেভি তা ব্রাউজার এ monospace font এ দেখায়। নিচের কোডগুলো আপনার কোড এডিটরে রান করান ।

<h2>The samp Element</h2>

<p>The samp element is used to define sample output from a computer program.</p>

<p>Message from my computer:</p>

<p><samp>File not found.<br>Press F1 to continue</samp></p>

আর্টিকেলটির সাথে সংযুক্ত ভিডিওটি ভালোভাবে দেখুন। আমি এই আর্টিকেলটির বিস্তারিত নিচের ভিডিওটিতে practically দেখিয়েছি। যারা লেখাটি পরে পরির্পর্ণভাবে বুঝতে পারেননি, তারা নিচের ভিডিওটি দেখে নিবেন। তার পরও কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন।

Add Comment

Skip to toolbar