হেই হ্যালো সবাইকে। এই পোস্টে আমি আলোচনা করব Black Hat এসইও এবং White Hat এসইও কি, ও তার পার্থক্য গুলো সম্পর্কে। প্রথমেই একটু সহজ ভাবে জেনে নেওয়া যাক এসইও কি? বা এসইও বলতে কি বুঝায়।
এসইও বলতে মুলত বুঝায় সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। অর্থাৎ গুগল এর মত যত সার্চ ইঞ্জিন রয়েছে উক্ত সার্চ ইঞ্জিন গুলোতে নিজের ব্লগ বা ওয়েবসাইট র্যাংক করিয়ে নিতে যে প্রক্রিয়া বা মাধ্যম ব্যাবহার করা হয়। উক্ত প্রক্রিয়াকেই এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বুঝায়।
সাধারণত এসইও বলতে আমরা জেনে থাকি অনপেজ এসইও এবং অফপেজ এসইও। তবে যদি এসইও এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হয়।
তবে তা হবে White Hat এসইও, ও Black Hat এসইও। এবং এখানে আমরা উক্ত দু প্রকার এসইও টাইপ নিয়ে জানার চেষ্টা করব।
প্রথমেই জানবো White Hat এসইও সম্পর্কে।
White Hat এসইও বলতে বুঝায় নির্দিষ্ট কোন ওয়েবসাইট বা ওয়েবপেজের মধ্য কাজ করে তা সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় রাংক পাওয়ার জন্য অপ্টিমাইজ করা কে।
এবং এই White Hat এসইও এর মাঝে আরও দুটি প্রকার রয়েছে যথা অন পেজ এসইও ও অফ পেজ এসইও।
আরও সহজ ভাবে বললে White Hat এসইও বলতে বুঝায় সার্চ ইঞ্জিন গুলোর যে নিতিমালা বা নিয়ম রয়েছে উক্ত ফর্মুলা গুলো ঠিক ভাবে নিজের ওয়েবপেজ বা ওয়েবসাইটে মধ্য করে তা দ্বারা সার্চ ইঞ্জিনে র্যাংক করা।
এই প্রক্রিয়া বা White Hat এসইও সঠিক ভাবে করতে পারলে সার্চ ইঞ্জিনে কিছু সময়ের মধ্যে র্যাংক পাওয়া যেতে পারে।
যদি আরও কিছুটা সহজ ভাবে বলার চেষ্টা করি White Hat এসইও কি তা সম্পর্কে? তবে তা বলতে হয়
White Hat এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনে র্যাংক পাওয়ার এমন এক মাধ্যম যা দ্বারা খুব সহজে সঠিক নিয়মে একটি ওয়েবসাইট, আর্টিকেল বা ওয়েবপেজ বিভিন্ন সার্চ ইঞ্জিনে র্যাংক করবার জন্য জন্য যে অপ্টিমাইজেশন প্রক্রিয়া করতে হয় উক্ত প্রক্রিয়াকেই White Hat এসইও বলা হয়, বা বুঝানো হয়।
Black Hat এসইও কি?
আচ্ছা শুরুতে Black Hat এসইও সম্পর্কে একটু ইন্ট্রো দেওয়া যাক। Black Hat এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনে র্যাংক পাওয়ার এমন এক প্রক্রিয়া যা অল্প কিছু সময়ের মাধ্যমে সার্চ ইঞ্জিনকে বিভ্রান্ত করে র্যাংক করে নেওয়ার একটি অসাধু মাধ্যম।
এই প্রক্রিয়া বা Black Hat এসইও করে কিছু সময় অনেক দ্রততার সাথে র্যাংক পাওয়া যায় ঠিকও, তবে তা খুবই অল্প সময়ের জন্য।
কেননা এখন সার্চ ইঞ্জিন গুলো প্রচণ্ড বুদ্ধিমত্তা, আপনি কোথাও কিভাবে কি উপায় অনুসরণ করে র্যাংক করেছেন তা খুব সহজেই ধরে ফেলতে পারে।
যদি আমি আরও সহজ ভাবে বলতে চাই, তবে বলতে হবে Black Hat এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন গুলোর সার্চ পেজে র্যাংক পাওয়ার জন্য যে নিয়ম বা নিতিমালা রয়েছে তা লজ্ঞন করে নিজের ব্লগ বা আর্টিকেল সার্চ ইঞ্জিনের জন্য র্যাংক করানো বা অপ্টিমাইজ করাকে বুঝায়।
যেমন, ডিরেক্টরি ব্যাকলিঙ্ক, পেইড ব্যাকলিংক, লিংক এক্সচেঞ্জ, ফেক ব্যাকলিংক তৈরির মত কর্মকাণ্ড করার মাধ্যমে সার্চ ইঞ্জিনে র্যাংক করা।
Black Hat এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনে র্যাংক পাওয়ার এমন এক প্রক্রিয়া যা দ্বারা হয়তবা কিছু সময়ের জন্য সার্চ ইঞ্জিনে র্যাংক পেতে পারবেন ঠিকই, একই সাথে অরগানিক ট্রাফিক বা ভিজিটর জেনেরেট করতে পারেবেন।
তবে তা খুব অল্প সময়ের জন্য। যখন সার্চ ইঞ্জিন গুলো আপনি যে পদ্ধতি অর্থাৎ Black Hat এসইও করে র্যাংক করেছেন তা বুজতে পারবে, তখন আপনার যত আর্টিকেল রয়েছে সম্পূর্ণ ভাবে র্যাংক হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা বলা চলে সম্পূর্ণ ওয়েবসাইটের র্যাংক হারিয়ে যাবে।
অর্থাৎ সঠিক ভাবে যদি নিজের ব্লগ বা ওয়েবসাইট গুগল এর মত সার্চ ইঞ্জিন গুলোতে র্যাংক করতে চান ও উক্ত সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পেতে চান, তবে অবশ্যই নিজের কনটেন্ট বা ওয়েবসাইটের মধ্য White Hat এসইও করে তা সার্চ ইঞ্জিনের জন্য তৈরি করুণ।
অপর দিকে, Black Hat এসইও করে নিজের কনটেন্ট বা ওয়েবসাইট র্যাংক করাতে চাইলে বা করিয়ে নিলে ঠিক কি হবে। তা আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।