•আসলে কিঃ হয় লাইফ এ কমবেশি সবাইই কিন্তু কোনোকিছু কিংবা কোনো কাছের মানুষ এর কাছে ঠকে যায়।
•আমি এইরকম জীবন গুলোকে একটা বাংলা রচনা এর সাথে তুলনা করে দেখি
•একটি রচনার প্রধানত ৩টি অংশ থাকে। প্রথমত “ভূমিকা” , দ্বিতীয় “রচনার মধ্যম অংশ” এবং সর্বশেষ এ “উপসংহার”।
১. কিছু কিছু সম্পর্ক বা ইচ্ছাগুলো কীহ হয় শুরুতেই বিচ্ছেদ হয়ে যায়। এখন একদিক দিয়ে এই জিনিসগুলো ভালো হয়তো মহান আল্লাহ্ তাআলা তার জন্যে কোনো ভালো জিনিস রেখে দিয়েছে বাহ্ শুরুতে এমন হলে হয়তবা ভবিষ্যৎ এ গিয়ে কোনো প্রবলেম হতেই পারতো। যাইহোক শত সমস্যা গুলো দূরে ফেলে দিয়ে আমরা ধরে নিলাম যে আমরা প্রথম পর্যায় বা রচনার প্রথম অংশ সঠিক ভাবে পার করতে পেরেছি। এইবার নাহ্ হয় রচনার দ্বিতীয় ধাপে যাওয়া যাক।
২. আমরা এই সময় টাতে ভাববো যে, আমরা একটা সম্পর্কের মধ্যে আছি। তোহ এইবার রচনার দ্বিতীয় অংশ তহ লিখে যেতে হবে। এই সময় টাতে আমাদের সাথে কিঃ হয় ওপর পাশের মানুষ টার সাথে কথা বলার স্টাইল, তাকে নিয়ে ভাবনাগুলো অনেকটাই পরিবর্তন হয়ে যায়। এক অংশের মানুষ গুলোর এই পরিবর্তন অনেকটাই আরেকজন এর প্রতি ভালোবাসা গুলো বৃদ্ধি করে দেয় এবং আরেক অংশের মানুষগুলো তার প্রিয় মানুষ গুলোকে ভালোবাসা আগের তুলনায় কমিয়ে দেয়। ধরে নিলাম তাদের ভালোবাসা কমে গেছে তাহলে হয়তো এইটাও আল্লাহ্ ভালো মনে করেন বলেই করছেন। হয়তো তাদের একসাথে পরবর্তী জীবন সুখে যেতো নাহ যার জন্যই এমন হয়েছে। হয়তো তিনি এইটার মাধ্যমে আমাদেরকে নতুন কোনো কিছু শিখানোর চেষ্টা করতেসে। আচ্ছা যাইহোক ধরে নিলাম আমরা এই পর্যায় টাও সঠিক ভাবে পার করে নিলাম এখন তহ রচনার শেষ অংশ ভালোভাবে শেষ করতে হবে।
৩. আমরা এখন ভাবব যে, আমাদের ২জনের মধ্যে সবকিছু অনেক ভালো ২জনই খুশি। কিন্তু রচনার শেষ অংশে তহ সবথেকে বড় সমস্যা ফ্যামিলির সবাইকে বুঝাতে হবে ২টাহ পরিবারকে একসাথে মিলাতে হবে। আমার মতে আসলে প্রেমের বিয়ে গুলো নাহ্ অতটা বেশি ব্যার্থ হয় নাহ্ তাও অনেক ফ্যামিলি মেনে নিতে চায় নাহ্। যাইহোক আমরা যখন কোনো রচনা লিখি প্রথম এবং দ্বিতীয় অংশ যখন সুন্দর ভাবে হয়ে যায় বেশিরভাগ সময়ই শেষ অংশও অনেক ভালোভাবে সম্পূর্ণ করা যায়। হ্যা সবসময় সঠিক হয় নাহ্ কিন্তু যাই হোক নাহ্ কেন আল্লাহ্ সবকিছু ভালোর জন্যই করে।
যদি ভূমিকা তেই ঠকে যাও তাহলে ভেবে নিও সেই মানুষ টাহ তোমার জন্য উত্তম ছিলো নাহ।।।।। যদি মাঝ পথে এসে ঠকে যাও তাহলে ভেবে নিও কোনো নাহ্ কোন কিছু এসে অবশ্যই তোমাকে আবার তোমার সঠিক গন্তব্যে নিয়ে যাবে।।।।।। আর যদি উপসংহার এ এসে ঠকে যাও তাহলে ভেবে নিও তোমার থেকে হতভাগা আর কেউ নেই
৮ফেব্রুয়ারি, ২০২২
Written by Shoriful Islam