আসসালামু আলাইকুম,
আমি ইউশা বিন হাবীব।
গ্রাফিক্স ডিজাইনার প্লাস CNC Router Machine অপারেটর ,
আমি প্রবাসে ছিলাম দীর্ঘ ৯ বছর যাবত, শুরুর দিকে একটা মালটি ন্যাশনাল কোম্পানি তে কাজ করতাম ভালই চলছিল , ২০১৭ সালে প্রবাসে বিজনেস করার প্ল্যান করি তাই ৪/৫ বছরে যা কামিয়ে ছিলাম তা নিয়ে মোটামুটি করে একটা দোকান দিই , দোকান টা বোধহয় আমার লাক ছিলনা , তারপর বুঝলাম আমার লাইফের মারাত্মক ভুল ডিসিশন এই দোকান টা দেয়া ছিলো , দশ মাসের মাঝেই সব শেষ , ওখানকার পরিস্থিতি খারাপ হয়ে গেলো আমার দোকান ও বন্ধ হয়ে গেলো, দোকান হারালাম এর সাথে ৭/৮ বছরে যা কামিয়ে ছিলাম সেটা ও হারালাম , তারপর একটা প্রিন্টিং প্রেস কম্পানিতে কাজ শুরু করি সেখান থেকেই আমার গ্রাফিক্স লাইনে আসা , Adobe Illustrator এ মোটামুটি ভালো দক্ষতা অর্জন হতে থাকে , ভিসা শেষ হয়ে যাবার কারনে দেশে এ চলে আসা লাগে , দেশে আসার পর মাথায় একটা ই চিন্তা হচ্ছিল যে এখন কি করবো , কি করে চালাবো সংসার , কারণ বাংলার মাটিতে হঠাত করে এসেই ভাল বেতনের চাকরি পাওয়া টা যেনো তেনো কথা নয় , মামা খালুর সাপোর্ট লাগে , বেশ কিছু দিন বাহিরে থাকার ফলে বাংলাদেশ এ ও মামা খালুর সাথে পরিচয় নেই , তাই ভালো বেতনের চাকরি তো দূরে থাক ছোট খাটো চাকরি আশা করাটাই বোকামি , তাই খুব ই মানসিক প্রেসারে থাকি, তো একদিন আমার বেস্ট ফ্রেন্ড আতিক এর সাথে কথা হচ্ছিলো এক পর্যায়ে ও আমাকে জিজ্ঞেস করলো কিরে তুই না গ্রাফিক্স এর কাজ করতি বাহিরে , আমি বললাম হে করতাম তো , ও বলল তাহলে আমাদের কোম্পানি তে যোগাযোগ কর , ওহ বলা হয়নি আতিক একটা কোম্পানি তে আছে সেলস ডিপার্টমেন্ট এ ওদের কোম্পানি দেশের বাহির থেকে CNC Router Machine Import করে এই মেশিনের অনেক ধরনের কাজ প্রধান কাজ হচ্ছে ফার্নিচার এ নকশা করা , দরজা , আলমারি , ড্রেসিং টেবিল , মানে সব ধরনের ফার্নিচারে নকশা করা হয় ,
তো আতিক বলল যে আমাদের কাজ তো গ্রাফিক্স ডিজাইন রিলেটেড আমি বললাম কিভাবে , ও বলল যে যারা মেশিন গুলা ক্রয় করে তাদের প্রত্তেকের একজন করে ডিজাইনার এর প্রয়োজন পরে তাদের ফার্নিচারের নকশা গুলো তৈরি করার জন্য , তো তুই ইচ্ছা করলে এই লাইনে ঢুকে দেখতে পারিস , ব্যাস হয়ে গেলো আমার নতুন জীবীকার সন্ধান , এবং শুরু করে দিলাম , এখন আল্লাহ রহমতে ভালই আছি , একটা ফার্নিচার কম্পানিতে জব করছি .
আপনাদের মধ্যে কেউ যদি থাকেন যে পড়াশুনা করে জব ট্রাই করে যাচ্ছেন তারা এই দিক টা তে আসতে পারেন আমি গ্যারান্টি সময়টা কাজে লাগবে
ইনশা আল্লাহ
এই কাজ টা করতে অটো ডেস্ক আর্টকেম ব্যাবহার করা হয় যারা শিখতে আগ্রহি তারা যোগাযোগ করতে পারেন ।
যোগাযোগ ঃ 01812544220