শোকের মাস উপলক্ষে আয়োজিত বিশেষ কুইজ কন্টেস্ট এ অংশগ্রহণ করে জিতে নিন মহামূল্যবান “বই”

শোকের মাস আগস্টে করোনার তৃতীয় ধাক্কা অতিক্রম করতে দেশ যখন হিমশিম খাচ্ছে ঠিক তখনই চাকরিপ্রার্থীদের অর্থনৈতিক মুক্তির এবং স্কিল ডেভলপমেন্টের লক্ষ্যে Kormo Jobs আয়োজন করলো যাচ্ছে ৫ দিন ব্যাপী Special Week August 2021।

৫দিন ব্যাপী অনলাইন এই ইভেন্টের কার্যক্রম: 

১ম দিনঃ প্রথমবারের মতো ফেসবুক লাইভে চাকরির পোস্টের বর্ণনা এবং কিভাবে আবেদন করবেন এই সকল বিষয়গুলো দেখানো হবে।

২য় দিনঃএকজন চাকরি প্রার্থীর জন্য ইন্টারভিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। আসলে কেমন হবে ইন্টারভিউ, কি কি প্রশ্ন করা  ইন্টারভিউ বোর্ডে। অনেকেই চাকরির ইন্টারভিউ নিয়ে অনেক ভীত এবং কনফিউসড থাকেন। 

এই সকল কনফিউশন দূর করতে এবং আপনি নিজেকে কিভাবে চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে “কিভাবে ইন্টারভিউতে সম্মুখীন হবো” তা নিয়ে ডেমো ইন্টারভিউ সেশন করা হয়।

৩য় দিনঃ ইন্টারভিউ কোনটি বলা সঠিক হবে আর কোনটা বলা ভুল হবে এটিও চাকরি প্রার্থীদের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয়। তাই এই বিষয়কে ঘিরে মার্কেট এক্সপার্টদের সাথে বিশেষ একটি লাইভ সেশন।

৪র্থ দিনঃ কর্মক্ষেত্রে নারীদের যে সকল চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হয় তা কিভাবে সফলতার সাথে অতিক্রম করা যায় তা নিয়ে বিশেষ একটি লাইভ সেশন।

৫ম দিনঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ একটি কুইজ প্রতিযোগিতা থাকবে। 

শোকের মাস উপলক্ষে আয়োজিত এই কুইজ কন্টেস্ট এ অংশগ্রহণ করে দেশের ইতিহাস জানার পাশাপাশি জিতে যেতে পারেন প্রকৃত বন্ধু “বই”! নিচের লিংক থেকে কুইজের সঠিক উত্তর দিয়ে আপনিও জিতে নিতে পারেন মহামূল্যবান উপহার “বই”। 

অংশগ্রহণ করার জন্য যা করতে হবে:

নিচের দেয়া ফর্মের লিংকে ক্লিক করে সঠিক উত্তর দিন।

https://forms.gle/bLCfython84YC27T8

Quiz এ অংশগ্রহণ করতে Kormo অ্যাপ ডাউনলোড করা থাকতে হবে। ডাউনলোড করা না থাকলে

 ডাউনলোড করুন এই লিংক থেকে

বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের Kormo By Google ফেইসবুক পেইজে।

Add Comment

Skip to toolbar