বেসিক কম্পিউটার প্রশিক্ষণ [পর্ব-৩] : মাইক্রোসফট ওয়ার্ড (MS Word 2019)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করা যায় সবাই ভালো আছেন।

নতুন ভাবে লিখা শুরু করেছি এবং প্রতিটি নতুন টিউনের সাথে থাকবে ভিডিও টিউটোরিয়াল। ভিডিও দেখার পরে কোন সমস্যা বা জিজ্ঞাসা থাকলে টিউমেন্ট করুন।

ভিডিও টিউটোরিয়াল

নতুন ভাবে বেসিক কম্পিউটার থেকে এডভান্স লেভেল পর্যন্ত পর্যায়ক্রমে থাকবে আমার পর্ব। প্রতিটি পর্ব ভালোভাবে দেখুন, সিরিয়ালি দেখুন এবং আমার সাথে অনুশীলন করুন।

আজকের এই পর্ব থাকবে বেসিক কম্পিউটার নিয়ে। এই পর্বে মাইক্রোসফট ওয়ার্ড এর হোম মেনু এর টূলস নিয়ে আলোচনা করা হবে।

তো চলুন শুরু করা যাক।

আজকের সম্পুর্ণ ভিডিও  থাকবে ইনসার্ট মেন্যু নিয়ে আলোচনা।

মাইক্রোসফট অফিসে ইনসার্ট মেনুর ব্যবহার যদি কেউ ভালোভাবে জানতে পারে তাহলে এই ইনসার্ট মেনুর টুলস ব্যবহার করে অনেক সুন্দর ভাবে ডিজাইন, প্রেজেন্টেশন করা যায়।

নিউ পেজ, ব্লাংক পেজ, ইমেজ ইনসার্ট, চার্ট ইনসার্ট, শেপ ইনসার্ট আরো অনেক টূলস আছে এই ইনসার্ট মেনুতে।

এই মেনুতে থাকা টুলস এর ব্যবহার নিয়ে আলোচনা থাকবে আমার ভিডিও টিওটোরিয়াল এ।

এত টুলস এর ব্যবহার লিখে বোঝানো সম্ভব হয়না এবং লিখতে গেলে অনেক লিখতে হয়।

ভিডিও দেখুন, কোন সমস্যা মনে হলে টিউমেন্ট করুন অথবা টিউমেন্ট করুন আর সেই সাথে নিয়মিত অনুশীলন করুন।

নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দেয়ার জন্য শেয়ার করুন।

তো আজ এই পর্যন্তই।

পরবর্তী পর্বে আবার দেখা হবে।

ততদিন সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

https://youtu.be/-_8yWlvF1YY

Add Comment

Skip to toolbar