গুগল এডসেন্স থেকে যেভাবে আয় করবেন

গুগল এডসেন্স কি?

গুগল এডসেন্স হচ্ছে, গুগলের এমন একটা সার্ভিস যার মাধ্যমে অ্যাড দেওয়া হয়। একটু সহজ করে বলি, আপনি নিশ্চয় বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট অথবা ইউটিউব ভিডিও গুলোতে কিছু বিজ্ঞাপন দেখেছেন। এই বিজ্ঞাপন গুলো মূলত গুগল এডসেন্সের মাধ্যমে দেওয়া হয়। কেউ যখন এই বিজ্ঞাপন গুলোতে ক্লিক করে বিজ্ঞাপন দাতার সাইটে ভিজিট করেন, তাহলে বিজ্ঞাপন দাতা গুগলকে নির্দিষ্ট একটি টাকা দিয়ে দেন। সেই টাকা থেকে সামান্য কিছু গুগল রেখে দেয়। বাকি টাকা ব্লগ অথবা ইউটিউব ভিডিও এর এডমিন বা মালিক’কে দিয়ে দেন। 

বিজ্ঞাপনে যত বেশি ক্লিক পড়বে ব্লগ অথবা ইউটিউব ভিডিও এর মালিকের এডসেন্স একাউন্টে তত বেশি টাকা জমা হতে থাকবে। সর্বোচ্চ ১০০ ডলার জমা হলে গুগল এডসেন্স টাকা’টা ব্লগ বা ভিডিও এর মালিকের ব্যাংকের একান্টে জমা করে দেন। ব্লগ বা ইউটিউব থেকে ইনকামের এটাই সবচেয়ে বড় এবং বহুল ব্যাবহৃত উপায়।

এডসেন্স থেকে আয় করতে কি কি লাগবে?

গুগল এডসেন্স থেকে ইনকাম করতে চাইলে, প্রথমতঃ- আপনার একটি ওয়েবসাইট বা ব্লগ থাকতে হবে। অথবা একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে। আপনি যদি ওয়েব ডিজাইনের কাজ জানেন তাহলে তো ভাল কথা। আর যদি না জানেন তাহলে অন্য কাউকে দিয়ে একটি ওয়েবসাইট অথবা ব্লগ সাইট বানিয়ে নিতে পারেন। ওয়েবসাইট বানানোর পর একটি ডোমেইন হোস্টিং নিয়ে সেটাকে অনলাইন করতে হবে। 

অতঃপর ওয়েবসাইট স্পিড বাড়াতে হবে। ওয়েবসাইটের উন্নত SEO করতে হবে। প্রচুর আর্টিকেল লিখতে হবে। অন্য ওয়েবসাইটের কন্টেন্ট চুরি করে কপিপেষ্ট যাবে না। মানুষের কাজে আসে এমন আর্টিকেল শুদ্ধ করে লিখতে হবে। আপনার ওয়েবসাইটে সেই ওয়েবসাইট সম্পর্কিত পৃষ্টা অর্থাৎ About পেজ এবং Privacy Policy পেজ থাকতে হবে। ওয়েবসাইটে অন্য কারো এড থাকলে সেটা সরিয়ে নিতে হবে। আপনার ওয়েবসাইটে যখন কিছু ভিজিটর ভিজিট করবে তখন গুগল এডসেন্সের একটি একাউন্ট খোলার জন্য এপ্লাই করতে পারেন। আপনার একটি মেইল আইডি থাকলে সহজে এডসেন্স একাউন্ট খুলতে পারেন।

আর আপনি যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এডসেন্স থেকে ইনকাম করতে চান, তাহলে আপনার একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে। প্রচুর শিক্ষনীয় অর্থাৎ মানুষের উপকার হয় এমন ভিডিও বানিয়ে সেখানে আপলোড করতে হবে। প্রচুর সাবস্ক্রাইবার এবং ভিউ থাকতে হবে। অতঃপর চ্যানেল’টাকে গুগল এডসেন্সের সাথে সংযোগ করতে হবে। অনেকেই বলে, এডসেন্স পাওয়া খুবই কঠিন। আমি বলব- পৃথিবীতে সহজ বলে কিছুই নেই। চেষ্টা চালিয়ে যেতে হবে। এডসেন্স অবশ্যই পাবেন। একবার এডসেন্স পেলে সেটাকে রক্ষা করার জন্য তাদের নিয়ম নিতি গুলো মেনে চলতে হবে। এডসেন্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং প্রয়োজনীয় সহযোগিতা পেতে এই সাইটে Google AdSense Help Community ভিজিট করতে পারেন।

মোট কত’টি পোষ্ট থাকলে এডসেন্স পাওয়া যাবে?

আমার মতে যত বেশি ইউনিক পোষ্ট থাকবে তত সহজে এডসেন্স পাওয়া যাবে। তবে সর্বনিম্ন ৫০’টির উপরে পোষ্ট থাকতে হবে। কেউ বলে ১০০’টির উপরে থাকতে হবে। এক্ষেত্রে আমি বলব, আপনি নিয়মিত পোষ্ট লিখুন এবং এডসেন্সের জন্য এপ্লাই করতে থাকুন। শুধু খেয়াল রাখবেন লেখার শব্দগুলো যেন শুদ্ধ হয়। কারণ এই লেখা ইংরেজীতে অনুবাদ হতে পারে। অনুবাদ হবার পরে শব্দে ভুল থাকলে উল্টা পাল্টা রেজাল্ট আসবে। তখন হিতে বিপরীত হওয়াটা স্বাভাবিক।

এডসেন্স থেকে টাকা কিভাবে পাব?

এডসেন্স ভিন্ন ভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন নিয়মে টাকা প্রদান করে। তবে ১০০ ডলারের নিচে হলে অপেক্ষা করতে হবে। এডসেন্স এ পেমেন্ট ইনফোরমেশন ব্যাঙ্ক ডিটেলস যেটি আপনি সিলেট করে রেখেছেন সেখানে ডাইরেক্টলি ট্রানস্ফার হবে। এছাড়াও চেক পেমেন্ট সিস্টেম রয়েছে যেটি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হয়। এতে একটু সময় লেগে যায়। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে USD ডলার বিভিন্ন কান্ট্রি অনুযায়ী কনভার্ট হয়।

Add Comment

Skip to toolbar