খুব সহজেই আপনার ওয়েবসাইট এ Google adsense approve করে নিন- নিয়মাবলি গুলো জেনে নিন।

Google Adsense হলো গুগলের একটি অনলাইন ভিত্তিক অ্যাড নেটওয়ার্ক প্রতিষ্ঠান। বিশ্বের সবচেয়ে বড় জনপ্রিয় অ্যাড নেটওয়ার্ক সংস্থা গুগল অ্যাডসেন্স।
সহজ কথায়, অ্যাডসেন্স হচ্ছে ব্লগ বা ওয়েবসাইট থেকে ইনকাম করার অন্যতম মাধ্যম। আপনার যদি একটি ভালো মানের ব্লগ বা ওয়েবসাইট থাকে, তাহলে আপনি অ্যাডসেন্স দিয়ে শত শত ডলার ইনকাম করতে পারবেন।

 

গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে অনুমোদন পাবেন?
গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনুমোদন পাওয়ার জন্য কি কি পদক্ষেপগুলি নেওয়া দরকার?

আজ আমি আপনাদের সাথে সেয়ার করতে যাচ্ছি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনুমোদন সম্পর্কে আমার গত দুই বছরের অভিজ্ঞতা, যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনুমোদন পেতে হলে আপনাকে কি পদক্ষেপগুলো নিতে হবে।

Google adsense approve করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুনঃ

১। একটি ওয়েবসাইট এবং information portal তৈরি করুন।

২। একটি ওয়েবসাইট টপ লেভেল Domain লাগবে। যেমন- http://www.exmple.com, http://www.exmple.org, http://www.exmple.net, http://www.exmple.info ইত্যাদি domain দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করুন। কিন্তু.com domain অ্যাডসেন্স এর জন্য সবচেয়ে ভালো হবে।

৩। একটি VPS server wed hosting নিন। আপনি চাইলে Shared server web hosting নিতে পারেন যা VPS সার্ভারের তুলনায় ভালো।

৪। আপনার ওয়েবসাইটের Develop বা design এর জন্য nlight, white background, SEO friendly, black font theme বেছে নিন।

৫। আপনার সাইটে SEO friendly 40-50টি unique content বা ইউনিক টিউন তৈরি করুন এবং প্রতিটি ক্যাটাগরীতে 3-4 টা টিউন রাখুন।

৬। আপনার সাইটের জন্য গুরুত্বপূর্ণ এই পেজগুলো তৈরি করুন- about us, privacy policy, disclaimer, contact us 

৭। port43whoisdomaintools ইত্যাদি ওয়েবসাইট দিয়ে, আপনার ওয়েবসাইটের মালিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য পরীক্ষা করে নিন।

৮। Google Webmaster toolYahoo Submit Your SiteBing webmaster toolAlexa toolbar and Google analytics এ আপনার ওয়েবসাইট সাবমিট দিন এবং রেজিস্টার করুন।

৯। Google Webmaster এ আপনার ওয়েবসাইটের sitemap সাইটম্যাপ সাবমিট করুন।

১০। ​​Google Webmaster এ আপনার ওয়েবসাইট verify করতে ভুলবেন না।

১১। আপনার ওয়েবসাইটের robot.txt file যোগ করুন।

১২। আপনার ওয়েবসাইটের প্রতিদিন 100-500 visitor কিনা তা চেক করে নিন।

১৩। গুগল অ্যাডসেন্স Google AdSense policyterms and conditions অনুসরণ করুন। আপনার ওয়েবসাইটের কনটেন্ট বা টিউনগুলো ইউনিক কিনা তা copyscape.com দিয়ে চেক করুন।

১৫। এরপর, সঠিক তথ্য দিয়ে গুগল অ্যাডসেন্স এর জন্য আবেদন করুন।

তাহলেই আশা করি, আপনার অ্যাকাউন্টটি ৩ দিনের মধ্যে অনুমোদন পেয়ে যাবেন। যদি আপনি আদ্সেন্সে অ্যাকাউন্ট পেয়ে যান, গুগল আপনাকে Congratulation! জানাবে।

 

যদি আপনি ৩ দিনের মধ্যে অ্যাকাউন্ট অনুমোদন না পান, তাহলে উপরের পদক্ষেপগুলি ভালো করে চেক করুন এবং কয়েক দিনের জন্য অপেক্ষা করুন।
কিন্তু অ্যাডসেন্স অনুমোদনের জন্য গুগলের কাছে বার বার আবেদন করবেন না। যদি বার বার অ্যাডসেন্স এর জন্য আবেদন করেন, তাহলে আপনার ওয়েবসাইট URL ব্ল্যাকলিস্টে পাঠাবে।
যার ফলে, পরবর্তিতে অনুমোদন পাওয়া খুব কঠিন।

Google Adsense Policy Violations:

অ্যাডসেন্স এর জন্য আবেদন করার পূর্বে আপনাকে অবশ্যই গুগলের কিছু নীতি জানা উচিত। এই নীতি লঙ্ঘন করা উচিত নয়, যা করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে।

  • আপনার ওয়েবসাইটে কপিরাইট কনটেন্ট ব্যবহার করবেন না। গুগল কখন ও কপি পেষ্টকে সমর্থন করে না।
  • লন্ডিং পেজে অন্য অ্যাডসেন্স অ্যাড গুলো বেশি ব্য বহার করবেন না।
  • আপনি যে ওয়েবসাইটের মালিক তা ভেরিফাই করুন।
  • ৩ টি ইউনিট অ্যাড এর বেশি ব্যবহার করবেন না।
    আপনি নিজে আপনার নিজের বিজ্ঞাপনগুলি ক্লিক করুন না।
  • আপনার অ্যাড এর উপর ক্লিক করতে, আপনার বন্ধুদের কখনও ইনভাইট করবেন না।

কোন বিষয়ে বুঝতে সমস্যা হলে বা আরো কিছু জানার থাকলে, আপনি আমার ওয়েব সাইটে প্রশ্ন করে জানাতে পারেন।

ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক টিউনস -এর সাথে থাকবেন।

One Response

  1. Sumi Hasan February 26, 2020

Add Comment

Skip to toolbar