যেকোন Android ফোনে Google Camera/Gcam ইন্সটল করুন সহজেই

Android ফোনে Google Camera

Google Camera বা Gcam. এই app টি চিনেননা এমন মানুষ খুব কমই আছে। বর্তমানের সবচেয়ে ভাল Camera App হচ্ছে Google Camera App. এটিই একমাত্র Camera App যা দিয়ে আপনি Astrophotography করতে পারবেন। অর্থাৎ এটি দিয়ে আপনি রাতের আকাশের তারা এবং মিল্কি ওয়ে এর ছবি খুব সুন্দর করে তুলতে পারবেন।

আজকের বিষয় হল আপনি কিভাবে আপনার যেকোন এন্ড্রয়েড ফোন এই Gcam ইন্সটল করবেন?

আপনারা চাইলে খুব সহজেই আপনার ফোনে Gcam বা Google Camera ইন্সটল করে নিতে পারেন। এর জন্য অনেক নিয়ম আছে। কিন্তু আমি আপনাদের দেখাব এবচেয়ে সহজ উপায়।

GCam ইন্সটল করার জন্য আপনাকে যেতে হবে আপনার Google Play Store এ এবং সেখানে আপনাকে Gcamator নামে একটা খুজে ডাউনলোড করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি এই Gcamator app এর লিংক নিচে দিয়ে দিলাম। সেখান থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংকঃ Gcamator App for Google Camera

এবার App টি ডাইনলোড করে ইন্সটল করে থাকলে App টি ওপেন করুন এবং বিস্তারিত ভিডিও থেকে দেখে নিন কিভাবে এর মাধ্যমে Google Camrea ডাউনলোড করে ইন্সটল করবেন।

ভিডিও লিংকঃ  https://youtu.be/TsKcfPsg8pQ

One Response

  1. shampi December 2, 2020

Add Comment

Skip to toolbar