অ্যান্ড্রয়েড ফোনে যেসব অ্যাপস বিপজ্জনক

করোনাভাইরাস আতঙ্কে বেশিরভাগ মানুষ ঘরবন্দী জীবনযাপন করছেন। ঘরে বসে বসে বিরক্ত অনেকে সময় কাটাতে ফোনে নানা ধরনের অ্যাপস ডাউনলোড করছেন। কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপনার ফোনে কী কী অ্যাপ ইনস্টল করছেন, সে ব্যাপরে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

চেক পয়েন্ট-এর বিশেষজ্ঞরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ৫৬টি বিপজ্জনক অ্যাপস সম্পর্কে সতর্ক করেছেন, যেগুলো ফোনে ‘টেকইয়া’ নামক ম্যালওয়্যার ছড়াতে পারে। উদ্বেগের ব্যাপার হলো, এর মধ্যে ২৪টি অ্যাপস শিশুদের জন্য আর বাকি ৩২টি ইউটিলিটি অ্যাপস- কুকিং অ্যাপস, ট্রান্সলেটর, ক্যালকুলেটর প্রভৃতি।

বিষয়টি জানার পর গুগল অবশ্য প্লে স্টোর থেকে বিপজ্জনক ওই অ্যাপগুলো মুছে দিয়েছে। তবে অ্যাপগুলো যেহেতু ইতিমধ্যে অনেকেই ডাউনলোড করেছেন, তাই আপনার ফোনে নিচে উল্লেখিত ৫৬টি অ্যাপের মধ্যে কোনোটি ইনস্টল করা থাকলে তা দ্রুত মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

চেক পয়েন্টের বিশেষজ্ঞরা বলেন, ‘গুগল প্লে স্টোরে লাখ লাখ অ্যাপস রয়েছে এবং প্রতিদিন শত শত অ্যাপস আপলোড করা হচ্ছে। ফলে প্রত্যেকটি অ্যাপ নিরাপদ কিনা তা পরীক্ষা করার বিষয়টি কঠিন। তাই ডিভাইসের নিরাপত্তা নিশ্চিতে কেবল গুগল প্লে’র সিকিউরিটি সিস্টেমের ওপর নির্ভর করাটা উচিত নয়।’

বিপজ্জনক ৫৬টি অ্যাপস হচ্ছে- রেসিনস্পেস অ্যাস্ট্রোনট, কুকিং, লেটমিগো, বিস্কুটেন্ট, অ্যাকোয়াওয়্যার, ড্রেসআপ, ট্রান্সলেটর, ট্র্যাভেল ম্যাপ, উইথইউ ট্রান্সলেট, ২৪এইচ ট্রান্সলেট, স্টিকম্যান রানার পার্কুর, বেস্ট ট্রান্সলেট টুল, লিটনফার্ম, বেস্টক্যালকুলেট মাল্টিফাংশন, ফোল্ডিং ব্লকস অরিগামি মান্ডালা, গোল্ডেনক্যাট হিলরেসিং, হেক্সডম, ইচিনিয়ান ফ্যাশন, মেজর কুকিংস্টার, মেজর জম্বি, ফাস্টডাউনলোডার, কার্সটিনি, স্টিকম্যান ওয়ারিয়র, বিস্কুট, স্প্ল্যাশিও, ট্রান্সলেট, আনব্লক কার পাজল, ডেলিসিয়াস রেসিপিস, মাল্টি ট্রান্সলেট থ্রিইনওয়ান, প্রো ট্রান্সলেটর, স্ন্যাপ ট্রান্সলেট, স্মার্ট ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট, বেস্ট ট্রান্সলেট, জুয়েল ব্লক পাজল২০১৯, ম্যাজিক ক্যাবল ব্লাস্ট পাজল, আইএমজিডাউনলোডার, ইন্সট্যান্ট ট্রান্সলেট, বেস্টট্রান্সলেট, ব্রেকটাওয়ার, স্পেসশিপ, মিচিমোচো ভিডিও ডাউনলোডার, ফরচুনটেলার ট্যারোট্রেডিং হিরো, টাইটান ব্লক ফ্লিপ, এমসিএমসি ইবুক রিডার, সুইফট জঙ্গল ট্রান্সলেট, হ্যাপিকুকিং, এমসিএমসিক্যালকুলেটর ফ্রি, ট্যাপসমোর চ্যালেঞ্জ, ইয়ামলি হেলদি রেসিপিস, হেস্কামাস্টার, টিডব্লিউমিডিয়া ডাউনলোডার, বার্নিংম্যান, অ্যামাইজিংকিচেন, উইগো ট্রান্সলেট, এআরপ্ল্যানার স্কেচপ্ল্যান, এআর স্কেচ কুইকপ্ল্যান, লাইভট্রান্সলেট, ক্যালকুলেটপ্রো, স্মার্ট টুলস প্রো, টাইটানিয়ান ইগসেভার, ডিজিভ ওয়েদার রাডার, টাইটান ট্রান্সলেটর, এআরটেক হেল্পফুল এবং এআরমেজার ট্রান্সলেট।

Add Comment