আশা করি সবাই ভালো আছেন! সম্পূর্ণ পোস্টটি ভালো করে পড়বেন। নাহয় কিছুই বুঝবেন না!
আমি আমার আগের একটি পোস্ট এ দেখিয়েছিলাম কিভাবে আপনি শুধু মাত্র ব্লগ পড়েই আয় করতে পারেন মাসে ৫০$! যদি আপনি পোস্টটি না পড়ে থাকেন, তাহলে এখানে ক্লিক করে আমার আগের পোস্টটি থেকে জেনে আসুন কিভাবে ব্লগ পড়ে আয় করবেন মাসে ৫০ ডলার!
অথবা আপনি পোস্ট না পড়তে চাইলে এখানে ক্লিক করে ওই সাইটটিতে একাউন্ট খুলে আসতে পারেন! মনে রাখবেন সাইটটি থেকে ভালো EARNING করতে হলে নিয়মিত সাইটটিতে এক্টিভ থাকবেন!!! একদিন ও মিস দিবেন না!
ওই পোস্ট এ অনেকেই জানতে চেয়েছেন কিভাবে টাকা উইথড্র করা যায় সাইটটি থেকে! এই পোস্টে সেটাই বলবো!
আপনি যদি উইথড্র কে ঝামেলা মনে করেন, তাহলে আপনার earning এর প্রয়োজন নাই!! আপনাকে কেউ হাত ধরে খাইয়ে দিবে না, নিজের কষ্ট করতে হবেই!!!!
সাইটটিতে Cryptocurrency তে pay করা হয়। তাই আগে ওইগুলো আপনার Cryptocurrency wallet এ নিতে হবে, তারপর wallet থেকে আপনি Bkash বা অন্য কোথাও নিতে পারবেন।
তো এই সাইটটিতে তিন ধরনের currency তে pay করা হয়। কারেন্সি গুলো হলো: BAT, DAI, LRC. প্রতিটি currency এর জন্য মিনিমাম উইথড্র লিমিট বিভিন্ন।
BAT এর মিনিমাম উইথড্র লিমিট: 2.5 BAT (0.50$)
DAI এর মিনিমাম উইথড্র লিমিট: 0.50 DAI (0.50$)
LRC এর মিনিমাম উইথড্র লিমিট: 12 LRC (0.50$)
অর্থাৎ আপনার ব্যালান্স এতো হলে উইথড্র দিতে পারবেন!
আমি কেবল একটি কারেন্সি এর ক্ষেত্রে উইথড্র প্রসেস দেখাবো, বাকি গুলো একই ভাবে আপনারা নিজেরাই করতে পারবেন! আর সমস্যা হলে কমেন্টে জানাবেন!! আমি হেল্প করবো!
আমি এখানে কেবল BAT এর উইথড্র প্রসেস দেখাচ্ছি!
১. প্রথমে wallet download করতে হবে। তার জন্য playstore এ গিয়ে search দিতে হবে, “Trust Wallet”. এই নামে একটি অ্যাপ খুঁজে পাবেন সেটি ইনস্টল করবেন ও অ্যাপটিতে একটি একাউন্ট খুলবেন।একাউন্ট খোলার পর উপরে ডান পাশে প্লাস আইকন এ ঢুকে search দিন ‘BAT’, BAT নামক অপশনটিতে প্রবেশ করুন। একটি Copy আইকন দেখতে পাবেন, ঐটায় চাপ দিন, address copy হয়ে যাবে।
২. তারপর চলে যান ব্রাউজার এ। Publish0x এ ঢুকে আপনার একাউন্ট লগইন করুন। উপরে ডান কিনারায় মেনু অপশন দেখবেন (তিনটি bar), সেখানে চাপ দিলে settings অপশনটিতে দখবেন। Settings অপশনটিতে প্রবেশ করুন।
৩. তারপর উপরে Wallet অপশনটিতে ঢুকেন। সেখানে তিনটি বক্স দেখবেন, DAI, BAT, LRC. এই তিনটি box।
৪. BAT এর box এ চাপ দিয়ে ধরে থাকুন, Paste option আসবে, Paste করে দিন। Save এ চাপ দিন, একটি মেইল যাবে, মেইল থেকে এক্টিভেট করে দিন।
৫. এবার আপনর Publish0x এর Dashboard এ ঢুকুন উপরে Payments অপশনটিতে ঢুকুন।
৬. Withdraw অপশনটিতে চাপ দিয়ে উইথড্র দিয়ে দিন! আপনার Trust Wallet একাউন্টে ব্যালান্স জমা হলে যাবে!!
এবার যদি Trust Wallet থেকে বিকাশ এ নিতে চান, তবে আপনার কোনো exchanger এর সাথে যোগাযোগ করতে হবে, যে কিনা আপনার Cryptocurrency টাকায় কনভার্ট করে আপনার বিকাশ এ পৌঁছে দিবে!
এখন প্রশ্ন হলো exchnager কোথায় পাবেন?! ফেইসবুক এ গিয়ে “Bitcoin Bangladesh” লিখে সার্চ দিলে অনেকগুলো গ্রুপ পাবেন। কোনো একটি ফেমাস গ্রুপ এর এডমিন এর সাথে যোগাযোগ করলেই তারা আপনার Cryptocurrency গুলো নিয়ে বিনিময়ে আপনার বিকাশ একাউন্ট এ সমপরিমাণ টাকা পৌঁছে দিবে!!
ধন্যবাদ! পোস্টটি share করবেন!