আশা করি সকলউ ভালা আছইন।
আইজকে আমরা সিলেটী ভাষায় কম্পিউটার মাদারবোর্ড এর ব্যাপারে যানমোঃ
(পি এস টু) পোর্ট কিতা?
মাদারবোর্ড এর যে পোর্ট ও পোর্ট পি এস টু আলা ডিভাইস লাগানি অয় অটারে বুজায়।যেমনঃ পি এস টু মাউস-কিবোর্ড।
(ইউ এস বি) পোর্ট কিতা?
মাদারবোর্ড এর যে পোর্ট ও ইউ এস বি আলা ডিভাইস লাগানি অয় অটারে বুজায়।যেমনঃ ইউ এস বি পেন ড্রাইভ-ইউ এস বি মাউস-কিবোর্ড ইত্যাদি।
(ভিজিএ) পোর্ট কিতা?
মাদারবোর্ড এর যে পোর্ট ও এর এক পাসে অউ পোর্ট লাগাইন আর আরক পাস মনিটর ও লাগাইন যা ফলে ডিসপ্লে দেখায় অটারে ভিজিএ বুজায়।
(লেন) পোর্ট কিতা?
মাদারবোর্ড এর যে পোর্ট ও ইন্টারনেট এর লাগি লেন লাইন লাগানি অয় অটারে বুজায়।
(সাউন্ড) পোর্ট কিতা?
মাদারবোর্ড এর যে পোর্ট ও স্পিকার তাকি লাইন লাগানি অয় অটারে বুজায়।
(আই ও) কিতা?
ইনপুট আউটপুট কন্ট্রোলার।যা মাদারবোর্ড এর সুইচ ইং ফ্যান ইত্যাদি কাজ করায়।
(রেম স্লট) কিতা?
মাদারবোর্ড এর যে স্লট ও রেম লাগানি অয় অটারে বুজায়।
আরও ভালা করি জানার লাগি অউ ভিডিও দেখবাঃ