বন্ধুরা আপনারা যারা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করেন, তারা একটি মজার গেম তৈরী করতে পারেন। আর সেটা হলো “লাভ ক্যালকুলেটর”।
আমরা অনেকেই Online অথবা Mobile Apps কিংবা কম্পিউটারে এই “লাভ ক্যালকুলেটর” সফটওয়্যারটি ব্যবহার করি। অনেক মজার এই গেমটি আপনি নিজেই তৈরী করতে পারেন আপনার মতো করে। এজন্য আপনাকে মাইক্রোসফট এক্সেল এর কোনো জটিল VBA কোড জানতে হবে না। শুধু সুন্দর একটা Design, আর INDEX-MATCH ফর্মুলা দিয়েই তৈরী করা যায় এই মজার গেমটি। INDEX-MATCH এর পরিবর্তে আপনি VLOOKUP ফর্মুলাও ব্যবহার করতে পারেন। চলুন তাহলে নিচের ভিডিও থেকে টিউটোরিয়াল ভিডিওটি শুরু করি।
আমার এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত আশা করছি।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।