কিভাবে ইথারনেট কেবলের মাধ্যমে ডেক্সটপ বা ল্যাপটপের সাথে ইন্টারনেট কানেক্ট করা হয়?

আপনি কী আপনার ওয়াইফাই সিগনাল ভালোভাবে পাচ্ছেন না? হয়ত আপনার রাউটারটি আপনার ডেক্সটপ অথবা ল্যাপটপ থেকে বেশ দূরে অবস্থান করছে বা মাঝখানে কোন বাধার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, আপনার এই সমস্যাটি দূর করার জন্য রয়েছে দারুণ ব্যবস্থা। আসুন জেনে নেই কীভাবে আমরা এই সমস্যা থেকে পরিত্রান পেতে পারি।

কিভাবে ইথারনেট কেবলের মাধ্যমে ডেক্সটপ বা ল্যাপটপের সাথে ইন্টারনেট কানেক্ট করা হয়

আমরা জানি যে আজকালের রাউটারগুলি wireless and ethernet উভয় সাপোর্ট করে। ফলে আপনি যদি wifi সিগনাল ভালোভাবে না পান তাহলে আপনি দুটি উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন।

  • প্রথম পদ্ধতি

প্রথমত, আপনি সরাসরি ইথারনেট ক্যাবলটির একপ্রান্ত রাউটারের পেছেনে সরাসরি ডুকিয়ে দিন এবং অন্য একটি প্রান্ত আপনার কাঙ্ক্ষিত ডেক্সটপ বা ল্যাপটপের সাথে লাগিয়ে দিন। এভাবে সংযুক্ত করলে আপনি সরাসরি router থেকে ভালো স্পিড পেয়ে যাবেন।

কিন্তু আপনার এই সমস্যা যদি একাধিক ডিভাইসে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে বিকল্প চিন্তা হিসাবে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে হবে। কারন একটি রাউটারের পেছনে অনেকগুলি পোর্ট আপনি পাবেন না। হয়ত দুইটা, তিনটা বা চারটা লাইন এভাবে আপনি চালাতে পারবেন। এর বেশি লাইন চালানোর জন্য আসুন আমরা দেখে নেই কীভাবে এটা সম্ভব।

  • দ্বিতীয় পদ্ধতি

দ্বিতীয় পদ্ধতি হিসেবে অনেকগুলো ডিভাইস কানেক্ট করতে পারবেন। তাই আপনাকে বাড়তি একটি যন্ত্র কিনতে হবে। এই যন্ত্রটি হলো Access Point যার অনেকগুলো পোর্ট আছে যেখান থেকে আপনি অনেকগুলো ডিভাইসে নেট কানেক্ট করতে পারবেন। এই নেটওয়ার্ক ডিভাইসটি আপনার রাউটারের সাথে যুক্ত রাখবেন। এবং সেখান থেকে আপনি ইথারনেট ক্যাবলের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ডেক্সটপ বা ল্যাপটপে কানেক্ট করে নিতে পারবেন।

উপরুক্ত এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি আগের তুলনায় ভালো নেট কানেকশন পেতে পারেন। বাসা বাড়ির জন্য একটি রাউটারই যথেষ্ঠ। শুধুমাত্র আপনি ইথারনেট ক্যাবলটি যুক্ত করেই আপনার নেটের গতি বাড়াতে পারেন।

আপনার অতিরিক্ত খরচ করার প্রয়োজন নেই। কিন্তু অফিস আদালতের জন্য বা ছোট ব্যবসার জন্য অবশ্যই আপনাকে এই  Access Point কেনা প্রয়োজন হবে।

তবে আপনি যদি ছোট্ট পরিসরে ব্যবসা করে থাকেন, তাহলে কয়েকটি ডিভাইস wifi এর মাধ্যমে কানেক্ট রাখুন আর খুব বেশি দূরের বা অল্প সিগনাল যুক্ত ডিভাইসগুলিকে এই ইথারনেট ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করতে পারেন। এতে আপনার খরচ বাঁচবে।

আরও একটি বিষয় খেয়াল রাখা উচিৎ সেটা হলো আপনার প্রয়োজন অনুযায়ি আপনার router এর band নির্বাচন করা যাতে ওয়াইফাই সিগনাল সকল জায়গায় ঠিকমত পৌছায়।

Add Comment