নগদ একাউন্টের পিন পরিবর্তন করার নিয়ম

নগদ একাউন্টের পিন কোনো কারণে পরিবর্তন করতে চাইলে বেশ সহজে নগদ একাউন্টের পিন পরিবর্তন করতে পারবেন। আপনার বর্তমান নগদ পিন জানা থাকলে সেক্ষেত্রে বেশ সহজে নগদ মোবাইল মেন্যু ব্যবহার করে নগদ একাউন্টের পিন পরিবর্তন করা যাবে।

এই পোস্টে নগদ একাউন্ট পিন জানা থাকলে নগদ পিন কিভাবে পরিবর্তন করবেন তা জানতে পারবেন। এছাড়া নগদ একাউন্টের পিন ভুলে গেলে সেক্ষেত্রে কিভাবে নগদ একাউন্টের পিন রিসেট করবেন সে সম্পর্কেও জানতে পারবেন।

নগদ একাউন্টের পিন পরিবর্তন করার নিয়ম

নগদ একাউন্টের পিন পরিবর্তন করার নিয়ম

নগদ একাউন্টের পিন পরিবর্তন করা যাবে নগদ মোবাইল মেন্যু কোড, *১৬৭# নাম্বারে ডায়াল করে। নগদ একাউন্টের পিন পরিবর্তন করতেঃ

  • নগদ মোবাইল মেন্যু কোড, *167# নাম্বারে ডায়াল করুন
  • “PIN Reset” অপশন সিলেক্ট করতে “8” লিখে রিপ্লাই করুন
  • এরপর “Change PIN” অপশন সিলেক্ট করতে “2” লিখে রিপ্লাই করুন
  • এরপর আপনার বর্তমান নগদ পিন লিখে রিপ্লাই করুন
  • এরপর নতুন নগদ পিন প্রদান করে রিপ্লাই করুন
  • পুনরায় নতুন নগদ পিন প্রদান করে নতুন পিন কনফার্ম করুন

উল্লেখিত নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করে আপনার নগদ একাউন্টের পিন পরিবর্তন করতে পারবেন। এইতো গেলে নগদ পিন জানা থাকলে নগদ পিন রিসেট করার নিয়ম।

আপনি যদি নগদ একাউন্ট এর পিন ভুলে যান, সেক্ষেত্রে কি করবেন? চলুন জেনে নেওয়া যাক।

নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম

নগদ একাউন্টের পিন ভুলে গেলে সেক্ষেত্রে নগদ একাউন্টের পিন রিসেট করতে হবে। নগদ একাউন্টের পিন রিসেট করতে যে এনআইডি কার্ড দ্বারা নগদ একাউন্ট খোলা হয়েছে সেটি ও গত ৯০দিনের লেনদেন ভেরিফাই করতে হবে। নগদ একাউন্টের পিন ভুলে গেলে পিন রিসেট করতেঃ

  • *167# নাম্বারে ডায়াল করুন
  • এরপর “PIN Reset” অপশন সিলেক্ট করতে “8” লিখে রিপ্লাই করুন
  • পরবর্তী মেন্যু থেকে “Reset PIN” অপশন সিলেক্ট করতে “1” লিখে রিপ্লাই করুন
  • এরপর ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার (এনআইডি নাম্বার) প্রদান করে রিপ্লাই করতে হবে
  • সঠিকভাবে এনআইডি কার্ডের তথ্য প্রদান করলে একটি কনফার্মেশন এসএমএস পাবেন
  • এরপর ব্যবহারকারীর জন্মতারিখ প্রদান করতে যা একাউন্ট খোলার সময় প্রদান করা হয়েছিলো
  • পরবর্তী ধাপে গত ৯০দিনের যেকোনো লেনদেন এর পরিমাণ ও লেনদেনের ধরণ ভেরিফাই করতে বলা হবে

উল্লেখিত নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করে নগদ একাউন্টের পিন রিসেট এর প্রথম ধাপ সম্পন্ন করা যাবে। এর পরের ধাপে নগদ একাউন্টের নতুন পিন সেট করা যাবে।

নগদ একাউন্টের পিন সম্পর্কিত নিয়মাবলি

  • নগদ একাউন্টের পিন হিসেবে শুধুমাত্র চারটি ডিজিটের সংখ্যা ব্যবহার করা যাবে
  • নগদ পিন পরিবর্তন বা রিসেট এর সময় প্রদত্ত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে
  • পিন রিসেট এর ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বার চেষ্টা করা যাবে
  • পরপর ৫ বার পিন রিসেট এর ব্যর্থ চেষ্টা করলে নগদ একাউন্টের পিন রিসেট এর অপশন ৪ ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে
  • পিন রিসেট এর অপশন লক হয়ে গেলে শুধুমাত্র নগদ কাস্টমার কেয়ার সেন্টার থেকে নগদ পিন পরিবর্তন করা যাবে

👉 রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয়

নগদ একাউন্টের পিন পরিবর্তন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

Add Comment