আজকের খেলা লাইভ দেখতে চান?
আপনি এসেছেন সঠিক ওয়েবসাইটে! টানটান উত্তেজনার সাথে আবারো শুরু হল আইসিসি ওয়ার্ল্ড কাপের এবারের আসর।
এ বছর টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ১৬টি দেশের ৪৫টি ম্যাচের টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। চলতি মাসের ১৭ অক্টোবর ওমান-পাপুয়া নিউ গিনির ম্যাচ দিয়ে শুরু হয় টি-২০ বিশ্বকাপ ২০২১।
২০ ওভারের বিশ্বকাপের এই সপ্তম আসর চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। আইসিসি টি-২০ খেলা দলগুলোর র্যাংকিংয়ের মাধ্যমে বিশ্বকাপ টুর্নামেন্টের গ্রুপগুলো তৈরি করেছে। বরাবরের মত এবারো বাংলাদেশের কিছু সম্প্রচার মাধ্যম দর্শকদের জন্য খেলাগুলো সরাসরি দেখার সুযোগ করে দিয়েছে।
চলুন, দেখে নিই কীভাবে বাংলাদেশ থেকে সরাসরি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ খেলা ২০২১ খেলাগুলো উপভোগ করা যাবে।
T20 World Cup 2021 Live Streaming 1
T20 World Cup 2021 Live Streaming 2
এক নজরে টি-২০ বিশ্বকাপ ২০২১
টি-২০ ম্যাচগুলোর জন্য ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম এই চারটি মাঠ নির্ধারণ করা হয়েছে।
সম্পূর্ণ টুর্নামেন্টকে ভাগ করা হয়েছে দুটি রাউন্ডে। এক. বাছাই রাউন্ড ও দুই. সুপার ১২ রাউন্ড।
বাছাই রাউন্ডে বাংলাদেশসহ ৮টি দল দুটি গ্রুপে সমান বিভক্ত হয়ে প্রতিযোগিতা করছে। বাছাই পর্ব থেকে উত্তীর্ণ চারটি দেশ যোগ দেবে ইতোমধ্যে সুপার ১২ তে থাকা টি-২০ খেলা শীর্ষ ৮টি দেশের সঙ্গে।
বাছাই রাউন্ডের দলগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও আছে স্বাগতিক দেশ ওমান, ২০১৪ টি-২০ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নামিবিয়া।
আর সুপার ১২ তে থাকা ৮টি দেশের মধ্যে দুইবার টি-২০ বিশ্বকাপ জয়ী ও বর্তমান টি-২০ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও থাকছে, প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ী ভারত, ২০১০ টি-২০ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড, ২০০৯ টি-২০ বিশ্বকাপ জয়ী পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান।
টি-২০ বিশ্বকাপ ২০২১ সরাসরি দেখার মাধ্যম
সম্প্রচার মাধ্যম
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর পাশাপাশি বাংলাদেশের দুটি বেসরকারী টিভি চ্যানেল গাজী টেলিভিশন (জিটিভি) ও টি স্পোর্টস খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে।
প্রথম রাউন্ডের খেলা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন ২টি করে, যেগুলো বাংলাদেশ সময় বিকাল ৪টা ও রাত ৮টায় লাইভ দেখানো হবে। ২৪ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেখানো হবে সুপার ১২ রাউন্ডের দুর্দান্ত খেলাগুলো। তার মধ্যে ২৫ অক্টোবর, ২৮ অক্টোবর, ১ নভেম্বর, ও ৮ নভেম্বর একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, যার লাইভ সম্প্রচার হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
T20 World Cup 2021 Live Streaming 1
T20 World Cup 2021 Live Streaming 2
অতঃপর ১০ ও ১১ নভেম্বর ২টি সেমিফাইনাল ম্যাচের পর চূড়ান্ত খেলাটি হবে ১৪ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই তিনটি খেলাই রাত ৮টায় সরাসরি দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা।
ডিজিটাল মাধ্যম
২০১৭ সালে যাত্রা শুরু করা বাংলাদেশের স্পোর্ট্স ওটিটি প্ল্যাটফর্ম র্যাবিটহোল টি-২০ বিশ্বকাপ ২০২১ এর সবগুলো ম্যাচ সম্প্রচারের স্বত্ব পেয়েছে। অর্থাৎ র্যাবিটহোলের গ্রাহকরা এবারের টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলো লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ পাচ্ছে ঘরে বসেই।
T20 World Cup 2021 Live Streaming 1
T20 World Cup 2021 Live Streaming 2
র্যাবিটহোল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ তো থাকছেই। পাশাপাশি তারা ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ ও গ্রামীণফোনের ওয়ান-স্টপ সার্ভিস মাইজিপি অ্যাপেও সরাসরি খেলা দেখার ব্যবস্থা করেছে। সম্প্রতি এ মর্মে দেশের জনপ্রিয় টেলি-অপারেটার গ্রামীণ ফোনের সাথে র্যাবিটহোল-এর চুক্তি হয়েছে। নির্দিষ্ট ইন্টারনেট ডাটা কিনে বিকাশ পেমেন্টের মাধ্যমে টান টান উত্তেজনাকর ক্রিকেট ম্যাচগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
শেষাংশ
মহামারি কোভিড-১৯ এর কারণে টি-২০ বিশ্বকাপের এবারের আসরটি সম্ভাবনার দোলাচলে পড়ে বেশ ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছিল। অবশেষে ম্যাচগুলো মাঠে গড়াতে বিশ্ববাসীর দুশ্চিন্তার প্রহরের অবসান ঘটলো। আবারো গ্যালারি থেকে শুরু করে ঘরের টিভি রাখার রুমটা কলোরোলে মুখর হচ্ছে প্রতি বলে ছয় দেখার জন্য। শক্তি, বুদ্ধি ও ভাগ্যের সমন্বয়ে সমৃদ্ধ এই খেলায় আবারো হৈচৈ বাড়ছে- তথাকথিত কোন মারদাঙ্গা দল-ই কি এবার শিরোপা পাবে, নাকি সবাইকে চমকে দিয়ে উঠে আসবে কোন আন্ডারডগ টিম!
Nice information Bhai
Thanks. Stay with techtunes