টেকটিউনস এর নতুন টিউনের শুরুতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।
গোটা বিশ্ব যখন আইফোনে মেতে তখন সেটাই আজকের বিষয় করলাম আইফোন, আইফোন – এর i (আই) -এর মানে কী আর আই-ফোনের প্রতিটি বিজ্ঞাপণেই ফোনের ডিসপ্লেতে সময় হিসেবে সকাল ৯.৪১ দেখানো হয় কেন?
আইফোন – এর i (আই) -এর অর্থ কী? কেন i (আই) এলো?
না। স্টিভ জোবস এত অহঙ্কারি ছিলেন না যে, স্বমহিমা প্রকাশে সর্বত্র ‘i (আই)’ জুড়ে দেবেন। ১৯৯৮ সালে যখন আইম্যাক বাজারে আসে, তখন ইন্টারনেট কলেবরে বাড়ছে। সেই কথা মাথায় রেখে জোবস ইন্টারনেট-কে মাথায় রেখে বলেছিলেন, ‘‘i (আই) হল ইন্টারনেট। ’’ এর পরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে ইন্টারনেট।
জোবস-এর ব্যবসাও বাড়তে থাকে বিভিন্ন দিকে। ফলে সেই i (আই)-এর অর্থেও বিস্তৃতি ঘটান জোবস। বর্তমানে i (আই)-এর অর্থ হল ইনফরমেশন, ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাক্ট, ইনফর্ম এবং ইনস্পায়ার। এই চারটি শব্দের উপরেই দাঁড়িয়ে রয়েছে ‘অ্যাপল’-এর ব্যবসায়িক দর্শন।
আরো পড়ুনঃ আইফোন-১৩ সিরিজ বাজারে আসছে সেপ্টেম্বরে
অ্যাপেলের আই-ফোন বা আই পডের বিজ্ঞাপণ খুঁটিয়ে দেখেছেন?
যদি দেখে থাকেন, তা হলে খেয়াল করে দেখবেন আই-ফোনের প্রতিটি বিজ্ঞাপণেই ফোনের ডিসপ্লেতে সময় হিসেবে সকাল ৯.৪১ দেখানো হয়। ভাবছেন হঠাৎ সকাল ৯.৪১-কে বেছে নেওয়ার কারণ কী?
আসলে, স্টিভ জোবসের হাত ধরে আই-ফোনের আত্মপ্রকাশের সঙ্গে এই সময়টি জড়িয়ে রয়েছে। ২০০৭ সালে ম্যাক ওয়ার্ল্ড কনফারেন্স এবং এক্সপোতে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আই-ফোন লঞ্চ করেছিলেন জোবস।
আরো পড়ুনঃ নিজস্ব সেলুলার মডেম চিপ তৈরি করছে অ্যাপল
কিন্তু, নিজের নিপুণ সময়জ্ঞানের দৌলতে জোবস অনুমান করতে পেরেছিলেন, যে সময়ে তিনি প্রেজেন্টশনের মাধ্যমে আই-ফোনের আত্মপ্রকাশ করবেন, তখন ঘড়ির কাটায় ৯.৪১ বাজবে। সেই অনুযায়ী, নিজের বিজ্ঞাপণের টিমকে লঞ্চ হতে চলা আই-ফোনের মডেলের ডিসপ্লেতে সময় দেখানোর জায়গায় আগেভাগে ৯.৪১ করে রাখার নির্দেশ দিয়েছিলেন জোবস।
বাস্তবেই আসল সময়ের সঙ্গে জোবসের হিসেব মিলে গিয়েছিল। যখন আই-ফোন লঞ্চ করা হয়েছিল, তখন ঘড়ির কাঁটাতেও সময় ৯.৪১-এর আশেপাশেই ছিল। তারপর থেকেই ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে সমস্ত বিজ্ঞাপণে আই-ফোন এবং আই-প্যাডের ডিসপ্লেতে সময়ের জায়গায় সকাল ৯.৪১ বাজতে দেখা যায়।
আরো পড়ুনঃ আইফোন বিনামূল্যে সারিয়ে দেবে অ্যাপল
ভালো লাগবে শেয়ার করবেন। কিছু বুঝতে না পারলে টিউমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
No Responses