আইফোন – এর i আই -এর মানে কী, কেন, কিভাবে

টেকটিউনস এর নতুন টিউনের শুরুতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।

গোটা বিশ্ব যখন আইফোনে মেতে তখন সেটাই আজকের বিষয় করলাম আইফোন, আইফোন – এর i (আই) -এর মানে কী আর আই-ফোনের প্রতিটি বিজ্ঞাপণেই ফোনের ডিসপ্লেতে সময় হিসেবে সকাল ৯.৪১ দেখানো হয় কেন?

আইফোন – এর i (আই) -এর অর্থ কী? কেন i (আই) এলো?

আইফোন - এর i আই -এর মানে কী, কেন, কিভাবে

না। স্টিভ জোবস এত অহঙ্কারি ছিলেন না যে, স্বমহিমা প্রকাশে সর্বত্র ‘i (আই)’ জুড়ে দেবেন। ১৯৯৮ সালে যখন আইম্যাক বাজারে আসে, তখন ইন্টারনেট কলেবরে বাড়ছে। সেই কথা মাথায় রেখে জোবস ইন্টারনেট-কে মাথায় রেখে বলেছিলেন, ‘‘i (আই) হল ইন্টারনেট। ’’ এর পরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে ইন্টারনেট।

জোবস-এর ব্যবসাও বাড়তে থাকে বিভিন্ন দিকে। ফলে সেই i (আই)-এর অর্থেও বিস্তৃতি ঘটান জোবস। বর্তমানে i (আই)-এর অর্থ হল ইনফরমেশন, ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাক্ট, ইনফর্ম এবং ইনস্পায়ার। এই চারটি শব্দের উপরেই দাঁড়িয়ে রয়েছে ‘অ্যাপল’-এর ব্যবসায়িক দর্শন।

আরো পড়ুনঃ আইফোন-১৩ সিরিজ বাজারে আসছে সেপ্টেম্বরে

অ্যাপেলের আই-ফোন বা আই পডের বিজ্ঞাপণ খুঁটিয়ে দেখেছেন?

আইফোন - এর i আই -এর মানে কী, কেন, কিভাবে

যদি দেখে থাকেন, তা হলে খেয়াল করে দেখবেন আই-ফোনের প্রতিটি বিজ্ঞাপণেই ফোনের ডিসপ্লেতে সময় হিসেবে সকাল ৯.৪১ দেখানো হয়। ভাবছেন হঠাৎ সকাল ৯.৪১-কে বেছে নেওয়ার কারণ কী?

আসলে, স্টিভ জোবসের হাত ধরে আই-ফোনের আত্মপ্রকাশের সঙ্গে এই সময়টি জড়িয়ে রয়েছে। ২০০৭ সালে ম্যাক ওয়ার্ল্ড কনফারেন্স এবং এক্সপোতে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আই-ফোন লঞ্চ করেছিলেন জোবস।

আরো পড়ুনঃ নিজস্ব সেলুলার মডেম চিপ তৈরি করছে অ্যাপল

কিন্তু, নিজের নিপুণ সময়জ্ঞানের দৌলতে জোবস অনুমান করতে পেরেছিলেন, যে সময়ে তিনি প্রেজেন্টশনের মাধ্যমে আই-ফোনের আত্মপ্রকাশ করবেন, তখন ঘড়ির কাটায় ৯.৪১ বাজবে। সেই অনুযায়ী, নিজের বিজ্ঞাপণের টিমকে লঞ্চ হতে চলা আই-ফোনের মডেলের ডিসপ্লেতে সময় দেখানোর জায়গায় আগেভাগে ৯.৪১ করে রাখার নির্দেশ দিয়েছিলেন জোবস।

বাস্তবেই আসল সময়ের সঙ্গে জোবসের হিসেব মিলে গিয়েছিল। যখন আই-ফোন লঞ্চ করা হয়েছিল, তখন ঘড়ির কাঁটাতেও সময় ৯.৪১-এর আশেপাশেই ছিল।  তারপর থেকেই ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে সমস্ত বিজ্ঞাপণে আই-ফোন এবং আই-প্যাডের ডিসপ্লেতে সময়ের জায়গায় সকাল ৯.৪১ বাজতে দেখা যায়।

আরো পড়ুনঃ আইফোন বিনামূল্যে সারিয়ে দেবে অ্যাপল

ভালো লাগবে শেয়ার করবেন। কিছু বুঝতে না পারলে টিউমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

Add Comment