যে কারোর ভিডিও থামনেল ডাউনলোড করে নিজের ভিডিওতে লাগান।

আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি তারা অনেকেই জানি যে ইউটিউব ভিডিও তৈরি করতে এবং এডিটিং করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় এরপর যদি আবার নিজেদের থামলেন তৈরি করতে হয় তাহলে আরও 20-30 মিনিট লেগে যায় ভালো মানের একটি থামনেল তৈরি করতে। তো এর সমাধান হল অন্যের ভিডিওর থামনেল ডাউনলোড করে ব্যবহার করা।এক্ষেত্রে ইউটিউব থেকে কোন প্রকার কপিরাইট স্ট্রাইক আসবে না বা অন্য কোন সমস্যা হবে না। কারণ থামনেল ভিডিও কনটেন্ট এর মধ্যে পড়ে না তাই আমরা যে কারোর ভিডিও থেকে থামনেল ডাউনলোড করে আমাদের নিজেদের ভিডিওতে লাগাতে পারি কোন ঝামেলা ছাড়াই।এজন্য আপনাদের যা করতে হবে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপস টি এখান থেকে ডাউনলোড করুন

উপরের লিংকে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন তাহলেই অ্যাপসটি ডাউনলোডের অপশন এসে যাবে এরপর অ্যাপসটি ইন্সটল করুন। এখন আপনি যে ভিডিওর থামনেল ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিংক কপি করুন। এরপর অ্যাপস এ প্রবেশ করে আপনার ভিডিও লিংকটি পেস্ট করে দিন। তাহলেই তিন প্রকারের থামনেল এসে যাবে হাই কোয়ালিটি লো কোয়ালিটি এবং মিডিয়াম কোয়ালিটির তো আপনি যে কোয়ালিটি থামনেল নিতে চান সেই থামনেল এর উপর ক্লিক করবেন। এরপর ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। এরপরে থামনেল এর ওপর ক্লিক করে ধরে থাকবেন। তাহলেই download image এই অপশনটির উপর ক্লিক করলে সাথে সাথে থামনেল টি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন ইউটিউব স্টুডিও থেকে সরাসরি এই থামনেল আপনার ভিডিওতে লাগাতে পারবেন কোন সমস্যা নেই।

Add Comment