AwardSpace থেকে কীভাবে ফ্রী হোস্টিং নিবেন এবং আপনার সাইট ফ্রীতে হোস্টিং করবেন – পার্ট – ১

আসসালামুয়ালাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ফ্রী হোস্টিং নিয়ে । আমি অনেকগুলো ফ্রী হোস্টিং ট্রাই করেছি এবং AwardSpace-ই আমার কাছে ভালো লেগেছে। আসুন জানি AwardSpace এ কি কি আছে।

awardspace quota

AwardSpace এ ডিস্ক স্পেস ১ জিবি, এবং ট্রাফিক পাবেন ৫ জিবি যা নতুন কোনো ওয়েবসাইট এর জন্য অনেক। সাথে পাবেন ডোমেইন পার্ক ১ টি , সাব ডোমেইন ৩ টি , ইমেইল ১ টি।
আসুন জানি কীভাবে ফ্রী হোস্টিং নিবেন।

প্রথমে http://awardspace.com এ যান ।

signup 1
ফ্রী সাইন আপ /FRee sign up এ ক্লিক করুন।

signup 2
আপনার পুরো নাম, ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড

দিন এবং register Now এ ক্লিক করুন।

emailsignup
আপনার ইমেল এ কনফারমেশন লিঙ্ক চলে যাবে সেটি তে কিল্ক করে হোস্টিং এক্টিভেট করতে হবে।

wmail confirm
লিঙ্কে ক্লিক করলে AwardSpace এর সি প্যানেল এ নিয়ে যাবে। আপনার কাজ শেষ।

cp1

 

cp2
তো আজ এই পর্যন্ত। পরের পার্ট এ দেখাবো কীভাবে ফ্রী ডোমেইন এর মাধ্যমে নিজের WordPress সাইট হোস্ট করেবেন।

প্রয়োজনে আমি ঃ http://fb.me/tamim50504

আমার টেক সাইট এ ঘুরে আসবেন আশা করি 🙂 http://tamimbd.cf

 

Add Comment