কিভাবে ভালো দামে মোবাইল ফোন কিনবেন

বর্তমানে বাংলাদেশের বাজারে দেশি বিদেশি অনেক মোবাইল কোম্পানি তাদের হ‍্যান্ডসেট বিক্রি করছে। এদের মধ্যে অনেক কোম্পানি পুরনো আবার অনেকে নতুন এসেছে। তাই তাদের সেটগুলোর মানের ক্ষেত্রেও তফাত দেখা যায়। এদেশে মোবাইল ফোনের ক্রেতাও দিন দিন বাড়ছে। সেট এর ক্ষেত্রে আমাদের একেকজনের চাহিদা একেকরকম। কোন কোম্পানি অথবা কোন ধরনের ফিচার সমৃদ্ধ ফোন আমরা কিনব সে সম্পর্কে সবার সমান ধারণা থাকেনা। নিচে এই লেখায় ভালো মানের মোবাইল ফোন কেনার জন্য দরকারি সব তথ্য দেয়া হলো।

ভালো মোবাইল কেনার জন্য বিবেচ্য বিষয়গুলো:

প্রথমে জোর দিবেন মোবাইল অপারেটিং সিস্টেমের উপর। চেষ্টা করবেন এন্ড্রয়েড ৯ অথবা ১০ অপারেটিং সিস্টেমের মোবাইলগুলো কিনতে। কারন পুরোনো ভার্সনের অপারেটিং সিস্টেমগুলোতে অনেক বাগ থাকে তাই এগুলো হাই রেজুলেশনের ভিডিও দেখতে, নতুন গেমস গুলো খেলতে এবং লেটেস্ট অ‍্যাপসগুলো চালাতে সমস‍্যা করে। ডিসপ্লের ক্ষেত্রে উচ্চ রেজুলেশন, বড় স্ক্রিন সাইজ, গরিলা গ্লাস সুরক্ষিত উচ্চ এসপেক্ট রেসিও, উচ্চ স্ক্রিন টু বডি রেসিও সাপোর্ট করে এমন মোবাইল বেছে নিবেন। সাধারন রেজুলেশন এর চেয়ে এফ এইচডি প্লাস রেজুলেশন এর ডিসপ্লের মান অনেক উন্নত।

ক‍্যামেরার ক্ষেত্রে অবশ্যই ডুয়াল ক‍্যামেরার চেয়ে ট্রিপল অথবা কোয়াড ক‍্যা্মেরার ফোন কিনবেন। ক‍্যামেরার রেজুলেশনও ভালো হতে হবে। আরো দেখবেন এটি প‍্যানোরমা, এইচডিআর, অটোফোকাস ইত্যাদি সাপোর্ট করে কিনা। ব‍্যাটারির পারফরম্যান্স ও একটি মূখ্য বিষয়। ভালোভাবে অ‍্যাপস চালাতে ও গেমস খেলতে চাইলে অবশ্যই ৩০০০ এমএএইচ
এর অধিক ক্ষমতা সম্পন্ন ব‍্যাটারির মোবাইল কিনবেন।

বর্তমানে মোবাইল ফোনগুলো কমবেশী সব ধরনের সেন্সর সাপোর্ট করে। তবে ভালো পারফরমেন্স ও অধিক নিরাপত্তার জন্য লাইট সেন্সর, জাইরোমিটার, প্রক্সিমিটি, থ্রিডি গ্রেভিটি সেন্সর, এক্সিলারোমিটার ইত্যাদি সেন্সর আছে এমন মোবাইল ফোন খুঁজে দেখুন। তবে সবার আগে দেখবেন এটি ফেস আনলক সুবিধা দেয় কিনা কারণ এটির সাথে আপনার সেটের নিরাপত্তার বিষয় জড়িত। আপনি যদি নিরাপদে ইলেকট্রনিক লেনদেন করতে চান তাহলে অবশ্যই এনএফসি ফিচার সমৃদ্ধ সেট কিনবেন। এফ এম রেডিও সুবিধা আছে এমন মোবাইল কিনবেন।

কানেক্টিভিটি সুবিধার ক্ষেত্রে যাচাই করে দেখুন আপনার মোবাইল এ ইউএসবি লেটেস্ট ভার্সন সাপোর্ট করে কিনা। ব্লুটুথ এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একটু বেশি দাম দিয়ে হলেও পানি প্রতিরোধী হ‍্যান্ডসেট কিনতে চেষ্টা করবেন কারন এই ধরনের সেট আপনার মূল্যবান ফাইলগুলো হঠাৎ নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করে।

নেটওয়ার্ক সাপোর্ট এর ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ফোনটি ফোরজি এবং ফাইভজি সাপোর্ট করে কিনা। অনেক কালার ভ‍্যারিয়ান্ট আছে এমন ফোন খুঁজে দেখুন। এক্ষেত্রে আপনার পছন্দের রঙের সেট বেছে নিতে সুবিধা হবে।

কিভাবে অনলাইনে মোবাইলের সঠিক দাম জানবেন:

আজকের দিনে ইন্টারনেটের কল্যাণে মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স পণ্যের দাম বিভিন্ন ওয়েব সাইট থেকে জানা যায়। বাংলাদেশেও এরকম মোবাইল ফোনের মূল্য যাচাই এর বেশকিছু ওয়েব সাইট আছে। যেগুলোর মধ্যে অন্যতম হলো মোবাইলবাজারবিডি.অনলাইনবিডিস্টল.কমগোমোবাইলপ্রাইস.কম.বিডি
ইত্যাদি। এই ওয়েব সাইটগুলোতে ভিজিট করে আপনি ব্রান্ড ও ফিচার অনুসারে বিভিন্ন মোবাইল ফোনের স্পেসিফিকেশন জানতে পারবেন এবং বর্তমান বাংলাদেশের বাজারে এই ফোনগুলো কোথায় কত দামে পাওয়া যাচ্ছে তাও জানতে পারবেন। এই মূল‍্য যাচাইয়ের ওয়েব সাইটগুলোতে বিভিন্ন মোবাইল সেটের তথ্য ব্রান্ড, দাম ও ফিচার অনুসারে সাজানো থাকে এবং অনলাইন শপগুলোতে কোনটা কত দামে বিক্রি হচ্ছে এবং ডিসকাউন্ট কত দিচ্ছে সে তথ‍্যও বিস্তারিত দেয়া থাকে তাই আপনি আপনার বাজেট অনুযায়ী পছন্দের মোবাইল ফোন এখানে থেকে বেছে নিতে পারবেন। অনেক সময় অনেক মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি তাদের হ‍্যান্ডসেটগুলো ই এম আই সুবিধা দিয়ে বিক্রি করে। এই ধরনের কোনো অফার থাকলে তাও আপনি এই ওয়েব সাইটগুলোতে ভিজিট করে জেনে নিতে পারেন। এক কথায় বলা যায় আপনি এই সময়ে এই সময়ে উল্লিখিত ধরনের ওয়েব সাইটের সাহায্য নিয়ে আপনার কাঙ্খিত মোবাইল ফোনটির সর্বশেষ এবং সঠিক দামটা জেনে নিতে পারবেন।

Add Comment