মোবাইল ফোন হারিয়ে গেলে জরুরি তথ্য লক করে দিতে আগাম যে ব্যবস্থা নিতে পারেন তার নিয়ম

আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালই আছেন। বর্তমান এই প্রযুক্তি নির্ভর যুগে এখন অ্যান্ড্রয়েড প্রায় সকলের কাছেই আছে। কিন্তু আপনার ফোনে এমন অনেক ফিচার রয়েছে যা হয়তো আপনি জানেনই না। মোবাইল ফোন হারিয়ে গেলে জরুরি তথ্য লক করে দিতে আগাম যে ব্যবস্থা নিতে পারেন তার নিয়ম হলো প্রথমে সিকিউরিটি অপশনে গিয়ে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডিভাইস অ্যাডমিনিস্ট্রেরস অন করুন। নিচের পদ্ধতির মাধ্যমে আসুন দেখে নিই-

how to track lost mobile phone after lost it

how to track lost mobile phone after lost it

ফোনের সেটিংস-এ গিয়ে সিকিউরিটি অপশনে যান। এ বার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেরস বলে যে অপশনটি আছে সেটার বাঁ দিকের বক্সে ক্লিক করুন। এই অপশনের বৈশিষ্ট্য হল যদি কোনও কারণে আপনার ফোনটি হারিয়ে যায় তাহলে সেটির অবস্থান আপনি জানতে পারবেন এবং জরুরি তথ্য লক করে দিতে পারবেন। দেরি না করে এখনই আপনার মোবাইল ফোনের ডিভাইস অ্যাডমিনিস্ট্রেরস বলে যে অপশনটি আছে সেটার বাঁ দিকের বক্সে ক্লিক করুন।

সূত্র: ইন্টারনেট

Add Comment