বন্ধুরা সবায় কেমন আছেন। আশা করি সবায় আল্লাহ রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে আলোচনা করব BULK SMS কি? BULK SMS কেন ও কি ভাবে করবেন? BULK SMS কোথাই পাবেন? এই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিও সহ!
BULK SMS কি?
বেশির ভাগ বন্ধুরা আমাকে ফোন করে বলে “BULK SMS আশাকরি আমার এখানের সব বন্ধুরা মোবাইল ব্যবহার করেন। মোবাইল ব্যবহার করেন মানে আপনি হয়তো GP, Banglalink, Airtel, Robi, Teletalk, Citycell যে কোন একটা কোম্পানির সিম ব্যবহার করেন। আপনার মাঝে মাঝে GP, Banglalink, Airtel, Robi, Teletalk, Citycell নামে কোন নাম্বার ছাড়া এস এম এস আসে না? একটু খেয়াল করে দেখেন।
আপনার কিন্তু GP, Banglalink, Airtel, Robi, Teletalk, Citycell এই সব নাম মোবাইল এ save করা নায় কিন্তু তবুও GP, Banglalink, Airtel, Robi, Teletalk, Citycell নাম থেকে আপনার কাছে এস এম এস আশাকরি আমি আমার বন্ধুদের সহজ ভাষায় বুজাতে পেরেছি।
কিভাবে পাঠাবেন বাল্ক এসএমএস?
আপনি ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল ও একটা সফটওয়্যার দিয়ে username and password দিয়ে লগিন করে অথাবা সফটওয়্যার এ username and password দিয়ে লগিন করে এস এম এস পাঠাতে পারবেন।
এছাড়া আপনি মোবাইল Apps ব্যবহার করেও এস.এম.এস পাঠাতে পারেন।
- Number: আগে ৮৮ লিখে যাকে পাঠাবেন তার নাম্বার লিখুন।
- Sender Id তে আপনি যেনাম বা নাম্বার থেকে পাঠাতে চান তা লিখুন।
- Message Type এ আপনি আপনার Message Type দিন। ধরেন আপনি Text করতে চাইলে Text দিন। বাংলা মেসেজ করতে চাইলে unicode দিন। ইত্যাদি।
- Message: আপনার কাংখিত বার্তা লিখুন।
- Schedule এ তে আপনি ইচ্ছা করলে time date select করে এস এম পাঠাতে পারেন। আর যদি সাথে সাথে পাঠাতে চান তাহলে Schedule এ টিক দেওয়ার দরকার নাই।
BULK SMS এর উপকারিতা কি?
BULK SMS এর মাধ্যমে আপনি আপনার কোম্পানির নামে অথবা আপনার নিজের নামে এস এম এস আপনার গ্রাহক অথাবা বন্ধুদের কাছে পাঠাতে পারেন। আপনি ইচ্ছা করলে একবারে ১লাখ অথবা আপনার যত ইচ্ছা তত নাম্বার একই মেসেজ বার বার না লিখে একবার লিখে পাঠাতে পারেন। এটাই BULK SMS এর সব চেয়ে বড় সুবিধা। আপনি ইচ্ছা করে গ্রুপ করে Address Book এ আপনার বন্ধুদের নাম্বার সেভ করে রাখতে পারেন তাতে বার বার নাম্বার লিখা থেকে মুক্তি পাবেন। এই Address Book নাম্বার থেকে আপনি গ্রুপ করে একবারে ওই গ্রুপ এর সব নাম্বার এ একসাথে পাঠাতে পারেন। ইত্যাদি।
– Contact Us-
! বুঝতে সমস্য হলে যোগাযোগ করতে পারেন!
Help line Number
01724 -130972 / 01856075031 / 01672 – 430381
skype : msb-support
আপনাদের বুজার জন্য নিচে ভিডিও দেওয়া হলো –