কিভাবে আপনি আপনার ওয়াইফাই স্পীড নিয়ন্ত্রণ করবেন

আপনার প্রতিবেশি আপনার ওয়াইফাই ব্যবহার করছে কিন্ত আপনি তাকে না বলতে পারছেন না? ফলে, আপনার নেটের স্পিড কমে গিয়েছে আর আপনার কাজে বিঘ্ন ঘটছে? তাহলে আপনি কিছু ট্রিক্স ব্যবহার করে প্রতিবেশীর নেটস্পিড লিমিটেড করে দিন। আসুন জেনে নেই কীভাবে আপনি আপনার ওয়াইফাই ব্যবহারকারীর নেটস্পিড লিমিটেড করে দিবেন। 

এই নেটস্পিড কমে যাওয়া একটা high ping বা lag ইস্যু। এর জন্য আপনাকে আপনার bandwidth নির্দিষ্ট করে দিতে পারেন।  ব্যান্ডউইথ নির্দিষ্ট করা অর্থ হলো তার ইন্টারনেট স্পিড নির্দিষ্ট করে দেয়া অর্থাৎ ঐ ব্যক্তি এর থেকে কম বা বেশি স্পিড পাবে না। এমনভাবে স্পিডটা দিবেন যাতে আপনার কাজের কোন ব্যঘাত না হয়। 

 

আপনি দুইটা পদ্ধতিতে এই কাজটা করতে পারেন।

প্রথম পদ্ধতিঃ

(১) Router এর গিয়ে 192.168.0.1 বা  190.168.1.1 টাইপ করে ইন্টার প্রেস করুন। এখন লক্ষ্য করুন আপনি router setup পেজে চলে এসেছেন। 

(২) এখন bandwidth control এর মেনুতে ক্লিক করুন। 

(৩) এখন bandwidth control configuration ঘরের স্ট্যাটাস এনাবল করে দিন। Rule এর ঘরে upload এবং download স্পিড লিখে দিন। Bandwidth Control Rule Settings এর ঘরে সঠিক  host টি সিলেকশন করুন।এখন IP address  এর ঘরে সঠিক IP address টি লিখুন। এজন্য আপনাকে উক্ত ইউজারের আইপি এড্রেসটি লিখবেন। এর জন্য আপনাকে উক্ত ইউজারের ডিভাইস লাগবে না। আপনি আপনার ডিভাইসের wifi connected page থেকে পেয়ে যাবেন। IP address লেখার পরে restricted bandwidth এর ঘরে তার আপলোড ও ডাউনলোড স্পিডটি লিখে দিন। এখন সেভ করুন। 

দ্বিতীয় পদ্ধতিঃ

প্রথম পদ্ধতিটি যাদের কাছে একটু কঠিন বলে মনে হবে তারা এই দ্বিতীয় পদ্ধতি অনুসরন করতে পারেন। এই পদ্ধতিটি একেবারে সোজা। 

(১) এজন্য আপনাকে একটি অনলাইন টুল ব্যবহার করতে হবে। অনলাইন টুলটির নাম হলো selfishnet। প্রথমে এটা ডাউনলোড করুন। জিপ ফাইল্টি আঞ্জিপ করে নিন। তারপর WinPcrap ফাইলটি ইন্সটল করে নিন।এরপর Selfishnet ফোল্ডারে যান এবং SelfishNetv0.2-beta_vist এর  উপর রাইট বাটন ক্লিক করে Run as Administrator করে ফেলুন। 

(২) এবার প্রথম বক্সে আপনার ডিভাইসটি সিলেক্ট করুন। যদি এটি ethernet  তবে তা ঠিকমত সিলেক্ট করুন। 

(৩) উপরের ছবির প্রথম বাটনে ক্লিক করে আপনার আইপিসহ অন্যান্য সকল ইউজারদের আইপি আপনি এখান থেকে পেতে পারেন। 

(৪) এরপর আপলোড ও ডাউনলোড ঘরে আপনি আপনার খুশিমত স্পিড লিখে দিন। যাকে খুশি তাকে ব্লক করে দিন, আপনার ইচ্ছেমত। 

(৫) এখন উপরের ছবির হলুদ আইকনের মত একটি আইকন আসবে দেখে আপনি সেটার উপর ক্লিক করুন। এখন আপনি সকল ইউজারদের নেটস্পিডটা দেখতে পাবেন। দেখা হয়ে গেলে এই ছবির লাল ক্রস এর মত একটি ক্রস চিহ্ন পাবেন সেই ক্রসের উপর চাপ দিন। ভুল করে আপনি যদি ডানপাশ থেকে টুলটি কেটে দেন তাহলে কন্তু এটি কাজ করা বন্ধ করে দিবে। 

আপনার সবকিছুই থাক আপনার নিয়ন্ত্রনে। আপনার সরক্ষা ও সুস্বাস্থ্য কামনায়। 

Add Comment