নিজে নিজেই কম্পিউটারের কনফিগারেশন চেক করা শিখে নিন

প্রিয় বন্ধুরা,
আশাকরি সকলেই ভাল আছেন। আমাদের অনুসন্ধিৎসু মন প্রতিনিয়তই কিছু না কিছু জানতে চায়। আজকে আমরা খুব প্রয়োজনীয় একটা বিষয় সহজে শিখব। সেটি হল কিভাবে একটি কম্পিউটারের কনফিগারেশন নিজে নিজে চেক করা যায়।

নিজে নিজে কনফিগারেশন চেক করার প্রক্রিয়া জানলে, আপনি যদি কম্পিউটার কিনতে চান তাহলে শুধুমাত্র বিক্রেতার কথার উপর বিশ্বাস না করে, নিজেই যাচাই করে নিতে পারবেন আপনার কম্পিউটারটি কোন মানের অর্থাৎ আপনার প্রসেসরের স্পিড কত?, র‍্যাম কত?, হার্ড ডিস্কের সাইজ কত? ইত্যাদি। তাতে আপনার নিজের কনফিডেন্স যেমন বাড়বে আবার নিজের কম্পিউটারের সবকিছু নিজে বুঝে নেবার আনন্দও পাবেন।

যেভাবে কম্পিউটারের কনফিগারেশন চেক করতে হয়ঃ

অন্যদিকে, আপনি যদি কম্পিউটার সংক্রান্ত কোন টেকনিক্যাল সমস্যার পড়েন, তাহলে সর্বপ্রথমে আপনার জানতে হবে আপনার কম্পিউটারের বর্তমান কনফিগারেশন কি অর্থাৎ আপনার প্রসেসরের স্পিড কত?, র‍্যাম কত?, হার্ড ডিস্কের সাইজ কত? ইত্যাদি। অথবা আপনি যদি কোন ইন্টারনেট বিষয়ক সমস্যায় পড়েন তাহলে আপনাকে জানতে হবে আপনার কম্পিউটারের আইপি এড্রেস কত?, ম্যাক এড্রেস কত? ইত্যাদি।

প্রক্রিয়াটি ছোট একটি ভিডিও এর মাধ্যমে ধাপে ধাপে জানতে নিচের ভিডিও দেখে নিতে পারেনঃ

অথবা,

কম্পিউটারের কনফিগারেশন দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরন করতে হবেঃ

১। কম্পিউটারে সাধারন কনফিগারেশন জানতে উইন্ডোজ সার্চে লিখুন system Information এরপর যে লিংকটি দেখাবে সেখান থেকে আপনি সব তথ্য পেয়ে যাবেন।
২। কম্পিউটারে নেটয়ার্ক ইনফরমেশন জানতে উইন্ডোজ কমান্ড প্রম্পটে লিখুন ipconfig /all এরপর কালো স্ক্রীনে আপনি সব তথ্য পেয়ে যাবেন।

ধন্যবাদ

TheTechSenses

Add Comment