জনপ্রিয কিছু ওয়ারলেস ইয়ারবাডস কেনার আগে জেনে নিন

কেমন আসেন সবাই। বর্তমান যুগে বহুল ব্যাবহার করা টেক প্রোডাক্ট হচ্ছে ইয়ারবাড। আর এখন ওয়ারলেস ইয়ারবাড জনপ্রিয়তা এতটাই বেশি সবাই ব্যাবহার করছে যা নিয়ে একটু আলোচনা না করে থাকতে পারলাম না। আসলে কন্টেন্ট লেখাটা আমার একটা হবি আমি অনেক আগে লেখালেখি করতাম কিন্তু রিসেন্টলি কোন পোস্ট করা হয়নি সময় পেলাম তাই সময়টাকে একটু কাজে লাগাই।

এই পোস্ট আমি কিছু জনপ্রিয় ইয়ারবাড এর ইনফরমেশন শেয়ার করব সেগুলো দামের দিক থেকে একটু বেশি কিন্তু লেটেস্ট টেকনোলজি সম্পর্কে আপনার জেনে রাখা উচিত কারণ এতে ভবিষ্যতে আপনি যখনই কোন ইয়ারবাড কিনতে যাবেন আপনার কোন কোন জিনিস গুলো খেয়াল রাখতে হবে এবং কি কি জিনিস দেখে কিনবেন সেটা আপনাকে আগে থেকেই জেনে রাখতে হবে যাতে আপনি একটি ভালো প্রোডাক্ট কিনতে পারেন।

প্রথমেই কিছু জনপ্রিয় প্রোডাক্ট এর লিস্ট দিচ্ছি এবং এর বৈশিষ্ট্য গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং পোস্টের শেষে কি কি জিনিস দেখে একটা এয়ার বাস কেনা উচিত বা কেনই বা আপনি একটা ইয়াবার কিনবেন সে সম্পর্কে যাবতীয় ইনফরমেশন শেয়ার করব পোস্টটা একটু বড় হতে পারে ধৈর্য ধরে একটু পড়বেন এতে আপনারই উপকার হবে।

তাহলে বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।

Sony WF-1000XM4

কোন ওয়ারলেস ইয়ারবাডই পারফেক্ট না কিন্তু আপনি এমন একটি প্রোডাক্ট কিনবেন যেটা আপনি ইউজ করে অবশ্যই কমফোর্টেবল ফিল করবেন, ভালবেসে যত্ন সহকারে রাখবেন Sony WF-1000XM4 এমন একটি প্রোডাক্ট যেটা আপনাকে এই জিনিসটার প্রতি ভালোবাসা সৃষ্টি করবে। এটা দেখতে অসাধারণ, এটার সাউন্ড কোয়ালিটি ক্যাপাসিটি অনবদ্য, নয়েস ক্যান্সিলেশনও অনেক ভালো কাজ করে, ব্যাটারি লাইফ অসাধারণ এক টানা ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন।

Earfun Air Pro SV

ইয়ারফোন নামের সাথে কাজের অনেকটা মিল আছে এয়ারফান ইয়ারবাড  প্রাইস টা একটু বেশি কিন্তু সাউন্ড কোয়ালিটি আপনাকে চমকে দিবে ফুল ভলিউমে অসাধারণ সাউন্ড, পরেও খুবই হালকা আপনি অনেক কম্ফোর্টেবল লাগবে, এটা ডিজাইন কিছুটা iphone pro বাড এর মত এর আরো একটা সুবিধা হচ্ছে এটা ওয়ারলেস চার্জিং, আর একটানা আপনি ছয় ঘন্টা থেকে সাত ঘণ্টা ইউজ করতে পারবেন। এটা অ্যান্ড্রয়েড ফোনের সাথে ব্যবহার করতে পারবেন আর এটা সবচাইতে ভালো কাজ করে যখন আপনি কারো সাথে কথা বলবেন কারণ এটার মধ্যে আছে ছয় রকমের মাইক সিস্টেম কথা বলার সময় অসাধারণ এক্সপেরিয়েন্স পাবেন যা অন্য কোন ইয়ারবাডছে এতটা ভালো পাবেন না।

Beats Fit Pro

২০১৪ সালে এপল যখন ব্রিজ কোম্পানিকে কিনে নেয় তারপর থেকে এদের ইয়ারবাড গুলোতে অ্যাপলের কিছু সিমিলারিটিজ পাওয়া যায় এবং Beats Fit Pro অ্যাপোলর ইয়ারবাড চিপ দিয়ে তৈরি আপনি এটাতে এপল একটা মিল পাবেন কারণ এটা অ্যাপলের এইচ১১ চিফ দিয়ে তৈরি যা অ্যাপলের ইয়ারবাড মতই কোয়ালিটি এটা নয়েস ক্যান্সেলেশন অনেক ভালো কাজ করে বেসিক্যালি এটা স্পোর্টসম্যানদের জন্য অনেক কাজে দেবে এক্সারসাইজের সময় এটা কোন প্রবলেম করবে না।

Samsung Galaxy Buds 2 Pro

Samsung এর প্রোডাক্ট গুলো সব সময় একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হয়ে থাকে এবং Samsung galaxy buds 2 pro এর মধ্যে ঠিক সেম জিনিসটাই বিদ্যমান। নয়েস ক্যান্সলেশন খুবই ভালো ভয়েস কলিংয়ে খুব ভালো এবং ওয়ারলেস অডিও স্ট্রিমিং কোয়ালিটি অসাধারণ এটা খুবই লাইট ওয়েট এবং খুবই ছোট। যা কানে পড়তে খুবই আরামদায়ক আপনার যদি একটা স্যামসাং ডিভাইস থাকে এর জন্যই আসলে তৈরি কারণ স্যামসাং ডিভাইস ছাড়া অন্য ডিভাইসে ইউজ করতে গেলে অনেক ফিচারে কাজ করে না samsung ইউজাররা অনেক ভালো এক্সপেরিয়েন্স পাবেন এবং এটা রিসেন্ট আপডেটের প্রোডাক্ট স্যামসাং এর অনেক চিন্তা ভাবনা করেই প্রোডাক্ট গুলি বানায়। এখানেও তারা পিছিয়ে নেই অন্যান্য কোম্পানির প্রোডাক্ট থেকে।

Google Pixel Buds Pro

Google Pixel ইয়ারবাড অ্যাডভান্স কিছু অসাধারণ ফিউচার আছে তার মধ্যে রেগুলার Pixel এর মধ্যে আছে একটিভ নয়েস ক্যান্সিলেশন যা আপনার আশেপাশের সাউন্ডের সাথে সে মানিয়ে নেবে ব্যাটারি চার্জ আপ টু সিক্স আওয়ার্স এন্ড মোর। ভয়েস কলিং এর ফেসিলিটি অনেক ভালো এর মত আলাদা একটি ইকুলাইজারের মাধ্যমে সাউন্ড কোয়ালিটির চেঞ্জ করে নিতে পারেন এবং এটা ২০২২ এর ওয়ান অফ দা বেস্ট প্রোডাক্ট এর মধ্যে একটা যেহেতু google এর মাদার কোম্পানি তো আপনি কিছু এক্সট্রা ফিচার পাবেন এর থেকে।

OPPO EarBuds

কম দামের মধ্যে OPPO EarBuds অনেক জনপ্রিয় এবং এরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট করে যার ফলে আপনি প্রতিনিয়ত ওয়ারলেস ইয়ারবাড নতুন আপডেট পাবেন যা আপনাকে আলাদা ধরনের এক্সপেরিয়েন্স দিবে। বর্তমানে খুবই জনপ্রিয় হচ্ছে OPPO Enco Buds Bluetooth True Wireless in Earbuds, Huawei smart watch এটা চার্জ থাকে ছয় ঘন্টা। সাউন্ড কোয়ালিটি বেশ ভালো এবং বিল্ট কোয়ালিটি অনেক ভালো অনেকদিন ব্যবহার করতে পারবেন।

Realme Earbuds

এশিয়া মার্কেটে রিয়ালমি ইয়ারবাড খুব জনপ্রিয় এর কারন হছে রিয়ালমি প্রোডাক্ট এর দামেরচে প্রোডাক্ট এর মানের কোয়ালিটি অনেক ভালো এবং কাস্টমার রিভিউ অনেক ভালো। এটা নিচে তাদের প্রোডাক্ট এর লিস্ট দেখলেই বুঝতে পারবেন। এরা প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আনে আর কাস্টমার চাহিদা অনুযায়ী প্রোডাক্টের দাম নির্ধারণ করে সে অনুযায়ি প্রোডাক্ট তৈরি করে।

  • Realme Buds Air 3
  • Realme Earbuds Air 2
  • Realme Buds Air 3 Neo
  • Realme Buds Q2s
  • Realme Buds Q2
  • Realme Buds Air 2 Neo
  • Realme Buds Air Pro

এই পোস্ট আমি কিছু এক্সপেন্সিভ প্রোডাক্ট এর রিভিউ করলাম এবং এর পরের পোস্ট এ কিছু মানসম্মত কম দামি এবং ভালো কোয়ালিটির ওয়ারলেস ইয়ারবাড রিভিউ করব যার মাধ্যমে আপনারা শিধান্ত নিতে পারবেন কিভাবে আপনারা ভালো একটি প্রোডাক্ট কিনতে পারেন এবং ভালো ইউজার এক্সপেরিয়েন্স নিতে পারেন।

Add Comment