অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপের ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে গুগল। এর অংশ হিসেবে আগামী ১১ মে থেকে কোনো অ্যাপ ডেভেলপার থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের কল রেকর্ডিংয়ের সুবিধা দিতে পারবে না।
সম্প্রতি গুগল প্লে স্টোরের নীতিমালায় বেশকিছু পরিবর্তন এনেছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা কল রেকর্ডিং অ্যাপ বন্ধ করা। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে কোনো অ্যাপ প্লে স্টোরের অ্যাক্সেসিবিলিটি এপিআই ব্যবহারের মাধ্যমে কল রেকর্ডিংয়ের সুবিধা দিতে পারবে না।
যেসব ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রিবিল্ট কল রেকর্ডিংয়ের সুবিধা নেই, তারা আগামী ১১ মে থেকে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও আর কল রেকর্ড করতে পারবেন না। রেডিট ব্যববহারকারী এনএলএল অ্যাপস প্রথম নীতিমালা পরিবর্তনের বিষয়টি জানতে পারে। তবে যেসব স্মার্টফোনে আগে থেকেই কল রেকর্ডিং ফিচার রয়েছে, সেসব ফোনের ফিচার চলমান থাকবে।
বর্তমানে শাওমি, স্যামসাং ও গুগলের বেশকিছু পিক্সেল ফোন প্রিবিল্ট ফিচার হিসেবে কল রেকর্ডিংয়ের সুবিধা দেয়। কেননা সিস্টেম অ্যাপ স্মার্টফোনের যেকোনো ফিচার ব্যবহারের পারমিশন গ্রহণে সক্ষম। অ্যান্ড্রয়েড ডিভাইসে কল রেকর্ডিং বন্ধে সার্চ ইঞ্জিন জায়ান্টটি দীর্ঘদিন থেকে কাজ করে আসছে।
প্রতিষ্ঠানটি এরই মধ্যে অ্যান্ড্রয়েড ৬ ও তার পরবর্তী ভার্সনে রিয়েলটাইম কল রেকর্ডিং ফিচার এবং অ্যান্ড্রয়েড ১০-এ মাইক্রোফোন ব্যবহার করে রেকর্ড করার সুবিধাও বন্ধ করে দিয়েছে। তবে ১০ ও তার পরবর্তী অপারেটিং সিস্টেমে অ্যাক্সেসিবিলিটি সার্ভিস ব্যবহারের মাধ্যমে কল রেকর্ড করা সম্ভব হচ্ছে।