SQL Bangla Tutorial [এসকিউয়েল বাংলা টিউটরিয়াল] পর্ব-০৪ : ডাটাবেজ মুছে ফেলা বা ডিলিট করার পদ্ধতি:

এসকিউয়েল কমান্ড দ্বারা একটি ডাটাবেজ মুছে ফেলা বা ডিলিট করার জন্য আমরা XAMPP Server স্টার্ট থাকা অবস্থায় ব্রাউজারের এ্যাড্রেস বারে localhost/phpmyadmin লেখে Enter বাটন ক্লিক করার পর SQL বাটনে ক্লিক করতে হবে।

সাধারণত একটি সার্ভারের অনেক ডাটাবেজের মধ্য হতে একটি ডাটাবেজ মুছে ফেলতে নিম্নবর্ণিত এসকিউয়েল স্টেটম্যান্টটি লেখতে হবে।

DROP DATABASE database_name;

আমরা যে নামের ডাটাবেজটি মুছতে চাই database_name এর স্থলে সে নাম লেখতে হবে।যেমন: ecommerce নামে ডাটাবেজ মুছতে নিম্নোক্ত এসকিউএল স্টেটম্যান্ট লেখতে হবে।

DROP DATABASE ecommerce;

ইউজার ইন্টারফেজ ব্যবহার করে DATABASE মুছার জন্য আমরা Database সিলেক্ট করে Operations এ ক্লিক করব। অতপর: Drop the database (DROP)এ ক্লিক করলে একটি কনফার্মেশন বার্তা আসবে । আমরা OK বাটন ক্লিক করলে ডাটাবেইজটি ডিলিট হয়ে যাবে বা মুছে যাবে। আরও বিস্তারিত জানতে দেখতে পারেন। http://youtube.com/moneruzzaman

Add Comment