হ্যালো এভরিওয়ান আজকের টিউনের যে টপিকটা সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং।আজকে আমি আপনাদের সাথে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক।
নেটওয়ার্ক মার্কেটিং কি
নেটওয়ার্ক মার্কেটিং হল এমন একটি পদ্ধতি যেখানে কোন সার্ভিস বা প্রডাক্ট সরাসরি সেল করা হয়।
নেটওয়ার্ক মার্কেটিং করে কত টাকা আয় করা সম্ভব
বর্তমানে এমন অনেকেই আছে যারা মাসে 5 লক্ষ টাকা শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং করে ইনকাম করছে।
আমি কি মোবাইল দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করতে পারব
উত্তর হল হ্যাঁ। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার মোবাইল দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করতে পারেন কারণ অধিকাংশ ইউজাররা মোবাইল ব্যবহার করেন।
মোবাইল দিয়ে যেভাবে নেটওয়ার্ক মার্কেটিং করবেন
- মোবাইলে নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য আপনাদের একটি অ্যাপস প্রয়োজন হবে অ্যাপসটির নাম champcash অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এই অ্যাপসটি ইন্ডিয়ান সরকার দ্বারা অনুমোদিত।
- তো আপনাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে এবং সেখান থেকে Chamcash অ্যাপসটি সার্চ করে ইন্সটল করতে হবে
- তারপর অ্যাপস টি ওপেন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার জন্য আপনি গুগোল অপশনে ক্লিক করে আপনার যেকোনো একটি জিমেইল এড্রেস সিলেক্ট করে নেবেন
- এরপর আপনার কাছে একটি কোড চাইবে তখন আপনাকে 22402532 এই কোডটি বসিয়ে সাবমিট করতে হবে
- এরপর আপনার কাছে এগ্রি করার জন্য একটি ফর্ম আসবে সেখানে এগ্রি করে আপনার অ্যাকাউন্টটি তৈরি করে ফেলবেন।
- অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার একাউন্টে যে অফার গুলো থাকবে সে অফার গুলো কমপ্লিট করবেন। যেমন ভিডিও দেখা, অ্যাপ ইন্সটল করা।
যেভাবে অন্যদের জয়েন করাবেন:
এখন আপনাকে আপনার রেফারেল কোডটি কপি করতে হবে এবং আপনার তিনজন বন্ধুকে অ্যাপসটি ইন্সটল করাতে হবে এবং সাইন আপ করার সময় আপনার রেফারেল কোডটি ব্যবহার করে তাদের সাইন আপ করে দেবেন। এবং তাদের বলবেন তারা যেন তাদের তিনজন বন্ধুদের জয়েন কড়ায়। এভাবে জয়েন করালে আপনি যদি শুধুমাত্র তিনজনকে জয়েন করান তাহলে আপনার নেটওয়ার্ক নিচের মত হবে
3
9
27
81
243
729
2187
আর আপনারা প্রত্যেক লেভেল থেকে ইনকাম করতে পারবেন। এখানে 7 লেভেল পর্যন্ত ইনকাম। অর্থাৎ আপনি আপনার বন্ধুদের রেফার করালেন তাদের কাছ থেকে আপনি ইনকাম করবেন আপনার বন্ধুরা যদি অন্যদের রেফার করা তাদের কাছ থেকেও ইনকাম করবেন অন্যরা যদি তাদের বন্ধুদের রেফার করা তাদের কাছ থেকেও আপনি ইনকাম করবেন এভাবে 7 লেভেল পর্যন্ত যাবে। আর আপনি বিশ্বাস করবেন না যে এই অ্যাপস টি থেকে প্রতিমাসে অনেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে বর্তমানে।
আপনারা অনেকেই জয় হো মুভিটি দেখেছেন সালমান খানের। সেখানে শুধু মাত্র তিনজন কে সাহায্য করার মাধ্যমে গোটা একটি নেটওয়ার্ক তৈরি হয়ে যায় এখানেও আপনাদের ক্ষেত্রে এরকম হবে।আর এটা কি নেটওয়ার্ক মার্কেটিং অ্যাপ যেখানে আপনাকে অবশ্যই কারও-না-কারও রেফারে জয়েন হতে হবে। উপরে যে ভাবে আমি বলে দিয়েছি সেভাবে একাউন্ট করবেন। আর ভেবে দেখুন যদি তিনজন বন্ধু কে জয়েন করিয়ে আপনার এত বড় নেটওয়ার্ক হয় তাহলে আপনি মাসে কমপক্ষে 20 হাজার টাকা ইনকাম করবেন। আর যদি আপনি 5 জন বন্ধুকে রেফার করতে পারেন তাহলে আপনার ইনকাম দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ 40000 মাসে শুধুমাত্র মোবাইল দিয়ে। আর দেরি না করে এখনি কাজ শুরু করে দিন।