আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের সেরা কয়েকটি অনলাইন শপিং ওয়েবসাইটের সাথে পরিচপয় করিয়ে দিতে চলে আসলাম। আপনারা যারা অনলাইন এ কেনা কাটা করতে চাচ্ছেন কিন্তু নির্ভর যোগ্য কোনো ইকমার্স ওয়েবসাইট সম্পর্কে ভালো আইডিয়া নেই তাদের জন্যে আমি আপনাদের সাথে এমন কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিবো যার মাধমে আপনি ঘরে বসে অনায়েসেই শপিং করতে পারবেন।
তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আর একটা কথা আপনাদের সাথে বলে রাখি আমি এখানে অনলাইন শপিং ওয়েবসাইট থেকে কোন সুবিধা নিচ্ছি না। আপনাদের সুবিধার জন্যে খুঁজে দেয়ার চেষ্টা করছি।
১. দারাজ ডটকম ডটবিডি
দারাজ এর কথা শুনলে অনেকেই নাক সিটকায় কিন্তু আপনি যদি প্রোডাক্টস কিন্তু সঠিক উপায় জানা থাকে তাহলে আপনি দারাজ থেকে অনেক ভালো মানের mobile phone, ঘড়ি, হেডফোন, আপনার ব্যবহৃত জামা কাপড় সব সবকিছু কিনতে পারবেন এই অনলাইন শপিং সাইট থেকে।
যেহেতু দারাজ হলো একটা ভেন্ডর সিস্টেম তাই সেখানে আমার আপনার মতো হাজারো মানুষ আছে যারা তাদের পণ্য দারাজে এ সেলস করে থাকে। তাই দারাজ থেকে কোনো কিছু কিনলে আপনাকে একটা প্রোডাক্টস এর পরিবর্তে অন্য এর একটা প্রোডাক্ট দিবে সেটাই স্বাভাবিক। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমি কেন দারাজ নিয়ে কথা বলছি।
হা আপনি দারাজের মাধ্যমে কোনো পণ্য কিনলে অবশ্যই সেই পণ্যের রিভিউ দেখে তারপরে আপনি পণ্য কিনবেন। আর একটা উপায় আছে সেটা হলো আপনি পণ্য কিনতে দারাজ মাল থেকে কিনবেন। তাহলে আপনি সেম পণ্য পাবেন যেটা আপনি প্রোডাক্টস পিকচার এ দেখেছিলেন। জেনোনা দারাজ মাল হলো দারাজের নিজেস্ব পণ্য।
২. PriyoShop ডটকম
PriyoShop ডটকম আমার কাছেও অনেক ভালো লেগেছে । PriyoShop অনলাইন শপিং এর জন্যে চমৎকার একটা ওয়েবসাইট। PriyoShop থেকে আপনি অনেক ধরণের পণ্য পাবেন। এই ওয়েবসাইট হলো মূলত ইকমার্স ওয়েবসাইট। তবে এখানে দাম একটু বেশি হলেও আপনি ভালোমানের পণ্য পাবেন এই PriyoShop অনলাইন শপিং সাইট থেকে।
৩. Ponnobd Electronics
Ponnobd Electronics একটি বিশস্থ প্রতিষ্ঠান। আপনি যদি TV Price In Bangladesh লিখে সার্চ করেন তাহলে আপনি Ponnobd এর ওয়েবসাইট পেয়ে যাবেন। Ponnobd Electronics নাম শুনেই বুঝতে পারছেন এখানে আপনি ইলেকট্রনিক্স এর সকল পণ্য এখানে পেয়ে যাবেন। বিশেষ করে এখানে আপনি খুব ভালোমানের টেলিভশন পাবেন একেবারে সুলভ মূল্যে।
আমি নিজেও কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের শোরুমে গিয়ে একটা টিভি কিনেছি তাদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। এবং টিভি অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আপনার টিভি বা ইলেকট্রনিক্স এর কোনো পণ্য কেনার প্রয়োজন হলে এই ওয়েবসাইট এ দেখতে পারেন।
৪. রকমারি ডট কম
যাদের বই পড়তে খুব ভালো লাগে তাদের জন্যে রকমারি বেস্ট বলে আমার মনে হয়। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি যেকনো ইসলামিক বই, গল্পের বই সহ সকল রাইটার এর বই পেয়ে যাবেন।
৫. Foodpanda
ফুডপান্ডা বাংলাদেশের সব থেকে ভালো মানের একটা খাবার এর ওয়েবসাইট। এখন থেকে আপনি আপনার পছন্দের খাবার অর্ডার করতে পারবেন। তাছাড়া এখানে আপনি মাঝে মাঝে অনেক ভালো ডিসকাউন্ট পাবেন খাবারের। তবে ডিসকাউন্ট পেতে আপনাকে নিয়মিত তাদের খাবার এর অর্ডার করতে হবে।
যাই হোক কেমন লাগলো আমাদের আজকের পোস্ট কমেন্টস বাক্স এর মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি যে সমস্ত জায়গা থেকে শপিং করেছি সেই ওয়েবসাইটের কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনাদের কোন সাইট ভালো লাগে সেটা আমাদের জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোন পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ।