লকডাউনে ব্যবসার চাকা সচল রাখতে বেছে নিন ই – কমার্স

গেল বছর লকডাউনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ির সংখ্যা অযুত । বিশেষ করে যারা ঈদ কেন্দ্রিক ব্যবসা করে থাকেন তাদের অবস্থা ছিল খুবই ভয়াবহ । দেশের এসএমই ব্যবসার সঙ্গে জড়িত অনেক ব্যবসায়ি বৈশাখ এবং ঈদের ব্যবসা করতে পারেননি গেল বছর । এই বছর তারা আশায় বুক বেধে ছিলেন । কিন্তু হায় ! কে জানে কী আছে তাদের ভাগ্যে । হাজার হাজার কোটি টাকার ব্যবসা । যদি লক ডাউন দীর্ঘ হয়, কী হবে তবে !

চিন্তার কারণ নেই। আল্লাহ তায়ালা আমাদেরকে সমস্যার মধ্যে ফেলেন এবং সেখান থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা রেখেছেন। গতবছর অমর এক পরিচিত ভাইয়ের কথা বলছি। তার অনেক টাকার ব্যবসা ছিল। ঈদকে কেন্দ্র করে দোকানে নতুন জিনিস তুলছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস কয়দিন পরেই লকডাউনে সব বেস্তে গেল। একদিন এই সবকিছুই নিয়েই মেসেঞ্জার কথা হচ্ছিল। ভাইয়াকে তখন পরামর্শ দেই যে সব কিছু বন্ধ হলেও অনলাইন তো বন্ধ নেই। তারপর থেকে সে চিন্তা করল অনলাইনে তার ব্যবসাটা নতুন করে শুরু করবে। আমি যেহেতু এইসব নিয়ে কাজ করি এবং আমাদের

Best SEO Company in Bangladesh – bestseo.com.bd

ই-কমার্সের সেবা দিয়ে থাকে ভাইয়া আমাদের সরণাপর্ন হল। ওয়েবসাইট থেকে শুরু করে যা যা করনীয় সব কিছু আমরা করে দেই।

যেমন :
১। ই – কমার্স ওয়েবসাইট তৈরি করা
২। SEO (on page and off page)
৩। মার্কেটিং ইত্যাদি।
বিস্তারিত জানতে ভিজিট করুন : https://www.bestseo.com.bd/

Add Comment