বন্ধ হচ্ছে অ্যালেক্সা ওয়েব র‍্যাংকিং সাইট

বন্ধ হচ্ছে অ্যালেক্সা

আগামী বছরের পহেলা মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে অ্যালেক্সা ডটকম। এক ব্লগ পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

ব্লগ পোস্টে অ্যালেক্সা জানিয়েছে, ২৫ বছরের প্রতিষ্ঠানটি আগামী ১ মে বন্ধ করা হবে। দুই দশক ধরে গ্রাহকদের উন্নত সেবা দেয়ার পরও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে অ্যামাজন এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণে অ্যালেক্সার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

ওই পোস্টে আরও বলা হয়, ৮ ডিসেম্বরের পর নতুন করে অ্যালেক্সায় সাবস্ক্রিপশন করা যাবে না। তবে যাদের দীর্ঘমেয়াদী সাবস্ক্রিপশন করা আছে, তারা ১ মে ২০২২ পর্যন্ত সুবিধা পাবেন।

আরও পড়ুন: ফাইভার নাকি আপওয়ার্ক? কোথায় কাজ করবেন জেনে নিন

এদিকে, বন্ধ হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ওয়েবসাইট অ্যানালাইসিসভিত্তিক এই উদ্যোগ ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। ১৯৯৯ সালে এটি অধিগ্রহণ করে অ্যামাজন। ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয় অ্যালেক্সা ডটকম। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোন ওয়েবসাইটের র‍্যাংকিং কতো তাও দেখা যায় অ্যালেক্সায়।

Add Comment