যেকোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো মাত্র 5 সেকেন্ডে।

যেকোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো মাত্র 5 সেকেন্ডে। শুধু তাই নয় বন্ধুরা। সেই ছবির মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কাজটি হয়ে যাবে। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এর জন্য এরপর সেই ইমেজটি ব্যাকগ্রাউন্ডে  যদি অন্য কোন কালার অথবা পিকচার অ্যাড করতে চান তাহলে Edit এ ক্লিক করলেই  হয়ে যাবে।

চলুন শুরু করি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ। প্রথমে যেকোন একটি ব্রাউজার ওপেন করুন। তারপর এই সাইটটিতে প্রবেশ করুন লিঙ্ক https://www.remove.bg/

এখান থেকে যেকোন একটি ছবি আপলোড করে এডিট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটি ছবি আপলোড করে দেখাচ্ছি । আরো পড়ুন গ্রাফিক্স ডিজাইন কি ? কি ভাবে শিখতে পারি

নিচের ইস্কিন শটটি দেখুনঃ

এডিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটি উইন্ডো চলে আসবে।

ইস্কিন শট টি ফলো করুন এবং এখান থেকে আপনারা এডিট করে যেকোন স্টাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আরো পড়ুন ওয়েব পেইজকে বানিয়ে ফেলুন একটি ইমেজ

আপনাদের এডিট করা ছবিটি এখন ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।

3 Comments

  1. Main Uddin April 21, 2020
  2. shamim sheikh August 6, 2020
  3. Riad Monir August 28, 2023

Add Comment