বর্তমানে বাংলাদেশের নাম্বার ১ ইকমার্স প্লাটফর্রম হচ্ছে দারাজ । ২০১২ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি ২০২১ সালে এসে এখন বাংলাদেশের অনলাইন শপিং এর জন্য নাম্বার ১ ব্রান্ড হিসেবে কাজ করছে , বর্তমানে রয়েছে এর প্রায় ৭০ লক্ষ কাস্টমার ।
আপনি জানলে হয়তো অবাক হবেন , দারাজে যে হাজার হাজার প্রোডাক্ট দেখছেন এগুলো সব দারাজের নয় , খুবি কম একটা অংশ দারাজ সেল করে থাকে আর বাকি সব প্রোডাক্ট ই কোন না কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান দারাজে তাদের প্রোডাক্ট লিস্টিং করে প্রতি মাসে লক্ষ্য টাকারও বেশি আয় করছে ।
আর এর জন্য আপনাকে শুধু দারাজে একাউন্ট ক্রিয়েট করে পন্যের ছবি ও বিস্তারিত লিখে আপলোড করে দিলেই দারাজ আপনার পন্যটিকে সঠিক গ্রাহকের কাছে পৌছে দিবে এবং সেল হলে আপনাকে তারা পেমেন্ট করে দিবে তাদের একটা লভাংশ্য রেখে ।
বিস্তারিত ভিডিওটিতে রয়েছে ।