ইন্টারনেট থেকে টাকা আয়ের কয়েকটি কৌশল ইন্টারনেট থেকে আয়

ইন্টারনেট থেকে টাকা আয় নিয়ে অনেক গুঞ্জন শোনা যায়। সত্যি ইন্টারনেট থেকে টাকা আয় করা যায় ? হ্যাঁ যায়, তবে স্বপ্নের মত আয় করা যায় না। অনেক শ্রম দিয়ে আয় করতে হয়। নবাবের অলসের মত শুয়ে শুয়ে ডলার তো দূরের কথা, এক কাপ চা ও আপনাকে কেউ দিবেনা। নিজেকে প্রস্তুত করা একান্ত প্রয়োজন। আপনাকে বেছে নিতে হবে কোন পথে আপনি এগিয়ে যাবেন। ইন্টারনেট থেকে আয়ের অনেক পথ আছে। আবার রয়েছে প্রতারক ফাঁদ।

তাই সাবধানতার সাথে বুঝে শুনে আপনাকে পথ চলতে হবে। বুঝে শুনে কাজ করে ইন্টারনেট থেকে আয় করার পথে নামতে হবে। আর এখানে আপনি ১ ক্লিকে অনেকগুলো টাকা পেয়ে যাবেন না। আপনাকে করতে হবে পরিশ্রম। তাহলে আপনি পাবেন ইন্টারনেট থেকে টাকা। আর এখানে টাকা পাওয়ার অনেকগুলো পথ রয়েছে। এই পথগুলোকে আপনার সামনে সুন্দর ও সাজিয়ে গুছিয়ে তুলে ধরা হলো।

ইন্টারনেট থেকে টাকা আয়ের কয়েকটি উপায় –

ইন্টারনেট থেকে আয়-১

ইন্টারনেট থেকে টাকা আয় নিয়ে অনেক গুঞ্জন শোনা যায় পোস্ট দেখা যায় । সত্যি ইন্টারনেট থেকে টাকা আয় করা যায় ? হ্যাঁ যায় তবে স্বপ্নের মত আয় করা যায়না । অনেক শ্রম করে আয় করতে হয় ।নবাবের অলসের মত শুয়ে শুয়ে ডলার তো দূরের কথা , এক কাপ চা ও আপনাকে কেউ দিবেনা ।

ইন্টারনেট থেকে আয়-২

আপনার সাইটে বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে কি ভাবে আয় করা যেতে পারে । বাস্তবে আমাদের যেমন কষ্ট করে টাকা উপার্জন করতে হয় । নেট থেকেও ঠিক সেভাবে কষ্ট করেই উপার্জন করতে হবে । আপনি যদি আপনার সঠিক গন্তব্যে যেতে চান । আপনাকে লেখাপড়ার পাশাপাশি । বিভিন্ন ধরনের কাজ জানতে হবে ।

ইন্টারনেট থেকে আয়-৩

তালিকায় ফ্রিল্যান্সি রয়েছে ২য় তে । কিন্তু ফ্রিল্যান্সি সকলের জন্য সহজ নয় বিড করে কাজ গ্রহন করতে হয় নিদিষ্ট সময়ের মধ্যে কাজ জমা দিতে হয় । শিক্ষিত বেকার দের জন্য ও চাকুরী জীবীদের ও মেধাবী ছাত্রদের জন্য একটি খোলা জানালা বলতে পারেন । বিষয়টি একটু পরে জানাই।

ইন্টারনেট থেকে আয়-৪

এখন আমরা http://www.bidvertiser.com/ সাইট নিয়ে সম্পর্কে ধারণা নেব । এটিও মুলত গুগল এডসেন্স এর মতই । এড দিয়ে থাকে তাদের বিজ্ঞাপন গুলতে ক্লিক করে ভিজিটররা ভিজিট করলে গুগলের মতই আপনার একাউন্টে টাকা জমা হতে থাকে । নিয়ম নীতি সবকিছুই এডসেন্স এর মতই । যদি আপনি পে পেইল ইউজার হন ।

ইন্টারনেট থেকে আয়-৫

গ্রাফিক্স ডিজাইন বিক্রয়ের অনেক মার্কেট প্লেস রয়েছে । এগুলতে গ্রাফিক্স ডিজাইন কেনা বেচা হয়ে থাকে । এগুলর মধ্যে http://graphicriver.net http://www.cafepress.com http://www.zazzle.com সাইট গুলো বেশ ভালো ।বিশেষ করে http://graphicriver.net কারন এটি এনভাটর একটি অংশবিশেষ । এনভাটর এর বেশ কিছু সাইট রয়েছে ।যাই হোক http://graphicriver.net এই সাইট কাজ করে বড় বড় সপিং মলের মত করে বিভিন্ন ডিজাইন।

ইন্টারনেট থেকে আয়-৬

ওয়েব টেম্পলেট বিক্রয়ের অনেক মার্কেট প্লেস রয়েছে । সেগুলর মধ্যে একটি হলও http://themeforest.net/ এটিও এনভাটো নেটওয়ার্ক এর একটি সাইট । এনভাটোর কোন একটি সাইটে আপনি সাইন আপ করে থাকলে সেই ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবেন । শুধু কুইজে অংশ নিয়ে কাজ শুরু করতে হবে । এবং কাজ জমা দেবার নির্দেশিকা ভালো করে বুঝতে হবে।

ইন্টারনেট থেকে আয়-৭

আপনি যদি একজন ভালো ফ্ল্যাশ ব্যবহার কারি হয়ে থাকেন । আপনার জন্য রয়েছে ইন্টারনেট থেকে টাকা আয়ের সম্ভাবনা । ফ্লাসের এনিমেশন বাটন , ইত্যাদি তৈরী করে http://flashden.net/ সাইটে জমা দিয়ে । এই সাইটের গ্যালারিতে যদি সুযোগ করে নিতে পারেন । আপনার এনিমেশন যতবার বিক্রি হবে তার উপর আপনি কমিশন পেতে থাকবেন ।

ইন্টারনেট থেকে আয়-৮

আপনি যদি 3d ম্যাক্স , মায়া , আফটার ইফেক্ট ব্যাবহার কারি হয়ে থাকেন ও ভিডিও এডিটিং এর কাজ জানেন । অথবা ভালো ছবি তুলতে বা ভিডিও করতে পারেন । তবু আপনার জন্য ইন্টারনেট থেকে টাকা আয়ের সুজগ রয়েছে । আপনি যদি 3d ম্যাক্স , মায়া , আফটার ইফেক্ট ব্যাবহার কারি হয়ে থাকেন । ভিডিও ফুটেজ-

ইন্টারনেট থেকে আয়-৯

আপনার ওয়েব সাইটে টেক্সট লিংক করেও নেট থেকেও আয় করা যায় । বিভিন্ন ওয়েব সাইড গুলতে এই এড গুলো দেখা যায় । আপনার ওয়েব সাইট বা ব্লগের আর্টিকেল গুলতে আপনি ও টেক্সট লিংক এড করেও আয় করার সুবিধা পেতে পারেন । এই এড এর বড় সুবিধা হলও এতে আপনার জাইগা প্রয়োজন পড়েনা আর্টিকেলের মাঝেই এই কাজ করা যায়।

ইন্টারনেট থেকে আয়-১০

আপনি যদি ভালো আর্টিকেল / রিভিউ লিখতে পারেন । আপনার জন্য আয়ের সম্ভাবনা রয়েছে http://www.reviewme.com থেকে । এই সাইট সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই ।তবে এমন কিছু মানুষের কাছে এই সাইট সম্পর্কে জেনেছি । যারা আপনাকে আমাকে ভুল তথ্য দেবেনা । ইন্টারনেট থেকে টাকা আয়ের অনেক সাইট থাকলেও আপনাদের যে সাইট গুলো দিচ্ছি-

ইন্টারনেট থেকে আয়-Freelancing

টিউনার পেজের পক্ষ থেকে ফ্রিল্যান্সিং টিউনে আপনাদের স্বাগতম । ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে টাকা আয়ের একটি সুন্দর পথ বাংলাদেশীদের জন্য ।কারন বাংলাদেশের টাকার মানের উপর ভিত্তি করে ২০০ ডলার বাংলাদেশীদের জন্য অনেক কিছু । মনে করুন একটি ৫০০ ডলারের কাজ বাংলাদেশীরা ৪০০/৪৫০ ডলারে সহজেই করতে পারবে । আমাদের দেশের সাধারন একটি পরিবার ৩০০ ডলারে ১ মাস চলতে পারে।

Add Comment