১. দ্যা ইন্টারনেট ম্যাপ : আচ্ছা সৌরজগতের মত যদি একটা ওয়েব জগত ও হয় তবে কেমন হবে ? বিষয়টি পরিষ্কারভাবে বলা যাক । আমরা বিজ্ঞান বইতে কিংবা ইন্টারনেটে কিংবা অন্য কোন জায়গায় সৌরজগতের মানচিত্র দেখেছি । যেখানে বড় সব গ্রহকে বড় আকারে দেখানো হয়েছে এবং ছোট গ্রহ গুলো কে ক্রমান্বয়ে ছোট আকারে দেখানো হয়েছে । এমন কি নক্ষত্রপুঞ্জ কে ও দেখানো হয়েছে এদের আকার অনুযায়ী । ঠিক এভাবেই দ্যা ইন্টারনেট ম্যাপ নামক ওয়েব সাইট টিতে পৃথিবীর সব ওয়েবসাইট কে এদের আকার অনুযায়ী ( বড় ওয়েব সাইট কে বড় আকারে, ছোট ওয়েব সাইট কে ছোট আকারে দেখানো হয়েছে ) । এটা মূলত একটা মানচিত্র, যেখানে পৃথিবীর সব ওয়েব সাইট এর অবস্থান দেখানো হয় । ওয়েব সাইট টা দেখলেই মনে হবে গোটা একটা সৌরজগৎ, যেখানে টেক জায়ান্ট দের আধিপত্যে ছোটরা প্রায় ঢাকা পরে গেছে ! ব্যাপারটা বেশ মজার না ? তুমি ও চাইলেই এই ওয়েব সাইট টি থেকে ঘুরে আসতে পারো ।
ওয়েব সাইট লিংক – দ্যা ইন্টারনেট ম্যাপ
২. হাউ সিকিউর ইজ মাই পাসওয়ার্ড : ঠিকই পড়েছেন, আপনি কি আপনার পাসওয়ার্ড নিয়ে চিন্তিত ? আপনারই চিন্তা কমানোর জন্য প্রস্তুত হাউ সিকিউর ইজ মাই পাসওয়ার্ড নামক ওয়েবসাইট কি । এই ওয়েবসাইটটি মুহূর্তের মধ্যেই বলে দিবে আপনার ব্যবহৃত পাসওয়ার্ড কতটা নিরাপদ । না , কতটা নিরাপদ তা সরাসরি বলবে না ! আপনি পাসওয়ার্ডটি টাইপ করবেন, আর সাথে সাথে রেজাল্ট আসবে আপনার পাসওয়ার্ডটি কত সময়ের মধ্যে হ্যাক করা সম্ভব ! আপনি যখন পাসওয়ার্ডটি টাইপ করবেন তখন নিচে ক্রমশই কালার পরিবর্তন হবে এবং কত সময় হ্যাক করা যাবে তা বলে দিবে । আপনি পাসওয়ার্ডটি টাইপ করলে নিচে কালার যতই সবুজের দিকে যাবে ততোধিক শক্তিশালী আপনার পাসওয়ার্ড । আপনার পাসওয়ার্ড টাইপ করার পর নিচের রং অতি সবুজ রং ধারণ করলে আপনার পাসওয়ার্ডটি হ্যাক করার সময় ট্রিলিয়ন বছর পর্যন্ত ও হতে পারে । অবাক লাগছে, না ? আসলে এসব প্রোগ্রামিংয়ের জাদুর ফসল ! নিজেই গিয়ে দেখুন না আপনার পাসওয়ার্ড কতটা শক্তিশালী !
ওয়েব সাইট লিংক : হাউ ইজ সিকিউর মাই ওয়েব সাইট
৩. লাস্ট ওয়ার্ড : গত কয়েক বছর ধরে সারা বিশ্বে অনেক বিমান ক্রাশ করেছে । এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ত্রিভুবন বিমানবন্দর ইউএস-বাংলার বিমান ক্রাশ । যা ছিল খুবই মর্মান্তিক । বিমান টির ক্রাশ এর কারণ পাইলটের সাথে বিমানবন্দর কর্তৃপক্ষের ত্রুটিপূর্ণ যোগাযোগ ব্যবস্থা । বিশ্বের যে কয়টি বিমান ক্রাশ ঘটেছে, সেসব ঘটনার আগ মুহূর্তে পাইলটের সাথে বিমানবন্দর কর্তৃপক্ষের কি কথা হয়েছিল যাত্রীদের কি আত্মনাদ হয়েছিল তা আমরা প্রায় সবাই ই জানতে চাই । মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনা গুলো নিয়ে লাস্ট ওয়ার্ড নামক ওয়েব সাইট টি । ওয়েবসাইটের মাধ্যমে প্রতিটি বিমান ক্রাশ এর আগ মুহূর্তের যোগাযোগের চেষ্টা আর্তনাদ জানা যাবে । লাস্ট ওয়ার্ড ওয়েব সাইট টিকে হৃদয়বিদারক মর্মান্তিক স্মৃতির ডায়েরী ও বলা চলে । চাইলেই এসব জানতে ঘুরে আসতে পারেন লাস্ট ওয়ার্ড নামক মর্মান্তিক স্মৃতির ডায়েরীর পাতা থেকে ।
ওয়েব সাইট লিংক : লাস্ট ওয়ার্ড
৪. হাশিমা আইসল্যান্ড : টিভি সিনেমায় ভুতুড়ে বাড়ি, জাহাজ, গাড়ি ইত্যাদি দেখেছেন কিন্তু কোনো ভুতুড়ে ওয়েব সাইট দেখেছেন কি ? জাপানের নাগাসাকি শহর থেকে 15 কিলোমিটার দূরে জনবহুল দ্বীপ হাসিমা আইসল্যান্ড । জনবহুল বললে ভুল হবে, কারণ এটি এক সময় জনবহুল ছিল কিন্তু এখন জনশূন্য ! কেন জনশূন্য, যারা জানেন না তারা নিশ্চয়ই জানতে চান ! জানতে হলে আপনাকে হাসিমা আইসল্যান্ড নামক ওয়েব সাইট টিতে যেতে হবে । দেখবেন আবার যাতে ভয় পেয়ে না যান ! আসলে ওয়েব সাইট টি অ্যানিমেশন ইফেক্ট, সাউন্ড ইত্যাদি দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যে, ওয়েব সাইট টি দেখতে ভুতুড়ে মনে হয় । এবং এটি রোমহর্ষক ওয়েবসাইট ও বটে । তাহলে আর দেরি কেন ঘুরে আসা যাক ভূতুড়ে এক ওয়েব সাইট থেকে, কিংবা ভূতের অনলাইন হোম থেকে । ওয়েব সাইট টি বাস্তব রহস্য নির্ভর কোন এলিয়েন টাইপের কল্প কাহিনী নির্ভর নয় ।
ওয়েব সাইট লিংক : হাসিমা আইসল্যান্ড
৫. ওয়ার্ল্ড পপুলেশন ক্লক : আপনি কি স্মার্ট ঘড়ি, দেয়াল ঘড়ি ইত্যাদির পাশাপাশি জনসংখ্যা ঘড়ি দেখেছেন ? দেখে থাকলে আপনাকে অভিনন্দন । হ্যাঁ আমি জনসংখ্যা ঘড়ির কথা বলছি , যে ঘড়ি তে জনসংখ্যা সম্পর্কে লাইভ তথ্য দেয়া হয় । আজকে কয়জন জন্মগ্রহণ করছেন, কয়জন মারা যাচ্ছেন , সর্বমোট জনসংখ্যা কত হচ্ছে এসব নিয়ে লাইভ রিপোর্ট দিচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ক্লক নামক ওয়েব সাইট টি । ওয়েব সাইট টি থেকে আপনি সহজেই পপুলেশন গ্রোথ সম্পর্কে ধারণা পাবেন । জনসংখ্যা ঘড়ি কে দেখতে চাইলে এখনই ভিজিট করুন ওয়ার্ল্ড পপুলেশন ক্লক নামক ওয়েব সাইটে !
ওয়েব সাইট লিংক : ওয়ার্ল্ড পপুলেশন ক্লক
ভাল লাগলে আমার এই not so অদ্ভুত Movie Blog টি থেকে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে । এবুং বানান ভুল এর জন্যে মাফ করবেন ।
wow nice post