ফোন স্লো হলে করণীয় কি?

আমাদের ফোন স্লো হলে করণীয় কি?, তখন আমাদের কি করা উচিত?

আমরা যখন একটি নতুন ফোন কিনে আনি তখন ফোনটা একটি পুরাতন ফোনের তুলনায় নতুন ফোনটি প্রচুর ফাষ্ট থাকে।

এছাড়াও নতুন ফোনটি দিয়ে আপনি যখন বিভিন্ন রকমের গেমস খেলবেন, নানা ধরনের কাজ কর্ম করবেন, তখন আপনি ফোনটিতে বেশ চমৎকার একটি performance পাবেন।

কিন্তু যতই দিন যাবে, ততই আপনার মনে হবে যে, কেন জানি, আপনার ফোনটি আর আগের মতো কাজ করছে না। দেখবেন যে কোন একসময়ে গিয়ে আপনার ফোনটি হ্যাং করছে।

আগের মত আর কাজ করছে না। কেন এমন হয়। এটার কারণ কি?, আমরা তখন বলি যে ফোনটি স্লো হয় গেছে।

ফোন স্লো হলে করণীয় কি?, এই বিষয়টি জানুন

ফোন রিবুট সম্পর্কে

আবার যখন একটি ফোন রিবুট করা হয়, তখন ফোনটির ভিতরের system এ কিছু পরিবর্তন অবশ্যই হয় । এরপর মনে হয় যে ফোনটি একটু ফাষ্ট হয়ে গেছে।

আসলে ফোনের পাওয়া বাটন টিপে ধরে থাকলে ফোনের স্ক্রিনে রিবুট নামের একটি লেখা দেখায় সেটিতে ক্লিক করলেই ফোনটি একবার অটোমেটিক ভাবে অফ হয় আবার এক থেকে দুই সেকেন্ডের মাথায় অটোমেটিক ফোনটি অন হয়। এটাকেই রিবুট বলা হয়।

ফোন রিবুট করা কি ফোনের জন্য খারাপ? ফোন রিবুট করলে ফোনের কি কোনো ক্ষতি হয়? নাকি ফোন রিবুট করলে ফোনের কোন উপকার হয়?

এই বিষয়ে জানুন: ফোন রিবুট করলে ফোনের কি হয়?

ফোন রিসেট সম্পর্কে

এবার ফোন রিসেটের বিষয়টিতে আসি। যদি একটি ফোন রিসেট বা factory reset করা হয় তখন ফোনের ভিতরে অনেক রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। এটার ফলে ফোনটি অবশ্যই পূর্বের তুলনায় ফাষ্ট হয়, কিন্তু একটি ফোন রিসেট করার ফলে কি ফোনের কোন ক্ষতি হয়?, আর ফোন রিসেটের ফলে সত্যিই যদি ফোনের উপকার হয়, তাহলে কতদিন পর পর ফোন রিসেট করা ভালো?,

অনেকেই আছে যে, ফোন রিসেট করলে ফোন যেহেতু ফাষ্ট হয় তাই সে বারবার ফোন রিসেট করে।

এটার ফলে ফোনের মধ্যে খারাপ কিছু কি লক্ষ্য করা যায়?, আর যদি এটার ফলে ফোনের কোনো খারাপ হয়, তাহলে সেটা কি?,

ফোনের মধ্যে যদি কোন ভাইরাস আক্রমণ করে তখন আমাদের ফোনের মধ্যে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত?, তখন আমাদের কি কি করলে আমাদের ফোনটি ভাইরাস মুক্ত হবে।

আসলে মোবাইল কোম্পানি গুলো আমাদের এই অবস্থায় কি করতে পরামর্শ দেয়। যেটা করলে সে সময় আমারা আমাদের ফোনটিকে ভাইরাস থেকে মুক্ত রাখতে পারব?,

এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানুন, যে ফোন রিসেট করলে কি হয়?, 

মোবাইল ফোন রিসেট আর রিবুটের মধ্যে আসল পার্থক্য কি?

ফোন রিবুট আর রিসেট একই নয়‌ । আপনি একটি ফোন রিবুট করলে আপনার ফোনটি মধ্যে তেমন পরিবর্তন হবে না। কিন্তু আপনি যখন একটি ফোন রিসেট করবেন তখন আপনার ফোনটির মধ্যে আপনার যত রকমের তথ্য ছিল, যা আগে সেভ করা ছিল সব একে বারে মুছে যাবে।

এটাই মূলত রিসেট বা factory reset. মানে মোবাইল কোম্পানি গুলো যখন আপনার ফোনটি তৈরি করেছিল, তখন তারা আপনার ফোনটি যে অবস্থায় তৈরি করেছিল, আপনার ফোনটি ঠিক সে রকম হয়ে যাবে।

অনেকেই আছে যে যারা ফোন রিসেট করা আর রিবুট করা এই দুই বিষয়টিকে একই মনে করেন। আসলে এটা এক নয়‌।

আপনার ফোনটিকে ঠিক রাখতে এবং ফোনের কার্যকারিতা ঠিক রাখতে আপনার অবশ্যই ফোনটিকে রিসেট বা রিসেস্টার করা উচিত।

কিন্তু আপনার এর একটি নির্দিষ্ট মাত্রা আছে। যদি কেউ অতিরিক্ত মাত্রায় ফোন রিসেট করে তাহলে ফোনের কিছু ক্ষতি হয়।

এই বিষয়ে আরো বিস্তারিত জানুন: 

Add Comment