হারানো স্মৃতির স্ট্যাটাস – রোমান্টিক ছন্দ কালেকশন

হারনো স্মৃতির স্ট্যাটাস – রোমান্টিক ছন্দ কালেকশন 2022 

যুগ যুগ ধরে ছন্দ বা শায়েরী লিখার প্রচলন হয়ে আসছে। কবি সাহিত্যিকরা প্রেমের ছন্দ বা ছোট কবিতা লিখে সাহিত্যে অমর হয়ে আছেন। এখন আর কষ্টের বা বিরহের চিঠি লেখা হয় না। সে চিঠি আজ বিলুপ্তির পথে, সেই চিঠি ভালোবাসার মাধ্যম হলে মন্দ হয় না। প্রথম চিঠিতে কত আবেগ, কত রোমাঞ্চ আর ভালোবাসা থাকত। তা হয়তো এই সময়ের প্রেমিক–প্রেমিকারা বুঝবে না। নব্বই এর দশকেও আমরা প্রেমের ও ভালবাসার চিঠি আদান-প্রদান করে মনের মানুষ এর সাথে ভালোবাসার কথা বলত।

মেয়েদের মন জয় করার জন্য প্রেমিকাকে মনের ছন্দ পাঠিয়ে রাগ কষ্ট অভিমান দূর করতে হত। প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিক-প্রেমিকা নোটবুকে তাদের মনের কথা লিখে রাখত। সেই সব অনুভুতির কিছু কথা মিষ্টি প্রেমের গল্প এর মত লাগত। চ্যাটিং করার সময় বিরহ ও কষ্টের বা কাছে আসার এসএমএস পাঠাতে দেখা যায়। প্রথম কাউকে ভালো লাগলে তাকে কিভাবে প্রপোজ করা যায় এবং ফাল্গুনে বা বসন্তের দিনে তাকে নিয়ে ঘুরাঘুরি নিয়ে নানা রকম কল্পনা থাকে। রাত জাগা পাখির মত কখন একটি ইমোশনাল মেসেজ ও এস এম এস আসবে তার অপেক্ষায় থাকা যে কি চাপা কষ্ট ও মিস করার মত তা বলে বোঝানো যাবে না।

ব্যর্থ প্রেমে হঠাৎ করেই তোর সঙ্গে যদি আবার যোগাযোগ হয়ে যায় তাহলে মনে পরে যায় সেই সব পুরোনো দিনের কথা। ফেসবুকে তখন নানা রকম রোমান্টিক, কষ্টের, আবেগি কবিতা বা স্ট্যাটাস লিখে পোষ্ট করে থাকি। যা সময়ের সাথে নিজের না বলা কথা গুলোই চলে আসে।

সেই সব রোমান্টিক সময়ের স্মৃতিচারণ করতেই আমরা নিয়ে এসেছি রোমান্টিক ছন্দ ও প্রেমের নোটবুক – Premer Chondo নামে এই নতুন এপসটি। এখানে আপনি ছবিতে রোমান্টিক ছন্দ গুলো পাবেন।

নতুন কালেকশন যোগ করা হয়েছেঃ
১। প্রেমিকার জন্য রোমান্টিক প্রেমের ছন্দ।
২। প্রেমিকার জন্য রোমান্টিক এস এম এস।
৩। Love sms Bangla.
৪। ভালোবাসার ও রোমান্টিক এস এম এস।
৫। প্রেমে পাগল করার সকল এসএমএস
৬। নতুন নতুন প্রায় ২০০০+ এসএসএস যুক্ত করা হইছে
৭। সকল দরনের এস এম এস
৮। মনের মানুষকে কাছে আনার এসএমএস

সেয়ার ও সেন্ড অপশন রাখা হইছে প্রতিটি এসএমএসে

অ্যাপ্লিকেশনটি ভালো লাগলে আপনার মন্তব্য করুন। ধন্যবাদ।

Add Comment