Broadband Internet Sharing system
আপনাদের সবাই কে আবারো শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। এখানে আমি আপনাদের দেখাব কি করে আপনার পিসি তে ব্রডব্যান্ড ইন্টারনেটকে Android মোবাইলে শেয়ার করতে পারবেন। আগেই বলে রাখছি যে এই পদ্ধতিতে আপনাকে Rooted Android ফোন থাকতে হবে।
পিসি থেকে Android এ ইন্টারনেট শেয়ার করার ব্যাপারে হয়তো অনেকে জানেন। তবে আপনারা এই পদ্ধতিতে Skype, Google-Play, Whatsapp, 1-Mobile market ইত্যাদি ইন্টারনেট ভিত্তিক অ্যাপস চালাতে পারেন না।
শুধুমাত্র Browser দিয়ে ইন্টারনেট চালান। এতে ইন্টারনেট চালানো মানে মাছের তেলে মাছ ভাজার মত। যদি ইন্টারনেট শেয়ার করে সবই না পেলাম তো এত ঝামেলা করে শেয়ার করে লাভ কি? যাক আমি আপনাদের সেই ঝামেলার সমাধান দেখিয়ে দিচ্ছি।
পিসি থেকে Android ফোনে দুইভাবে ইন্টারনেট শেয়ার করা যায়।
১. Wi-fi Hotspot তৈরি করে। (ঝামেলা বিহীন)
২. USB Cable দ্বারা Tethering এর মাধ্যমে। (একটু ঝামেলা আছে)
Wi-fi এর মাধ্যমে Android ফোনে সম্পূর্ণ ঝামেলা মুক্ত ভাবে পিসির ইন্টারনেট শেয়ার করা যায়। তাতে কোন অ্যাপস চালাতে ঝামেলা হয়না। কিন্তু ডেস্কটপে ইন্টারনেট শেয়ারের জন্য Wi-Fi Device থাকেনা যা ল্যাপটপে থাকে।
ডেস্কটপের ইন্টারেনেট শেয়ারের জন্য Wi-Fi Device আলাদা কিনতে পাওয়া যায়। কিন্তু একটা Device ৮০০-৫০০০ টাকা পর্যন্ত হয়। তাই অনেকে কিনতে পারেন না। তাই আমার আলোচনার বিষয় এটা না। আমি ২য় পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
পিসির ইন্টারনেট আপনার Android ফোনে শেয়ার করা সেটা USB Cable দিয়ে, এটা একটু ঝামেলারই। অনেকেই মনে করবেন এত ঝামেলার কি দরকার? কিন্তু আপনার এমন সময় এলো যখন ফোনেই আপনার ইন্টারনেট লাগবে, আপনার ডেস্কটপে কোন Wifi Router নেই এবং প্যাকেজ কিনতে পারছেন না। তখন নাই মামার চেয়ে কানা মামা কে অনেক বেশি মনে পড়বে। আর USB tethering ই সেই কানা মামা।
USB Tethering জন্য আপনার যা যা প্রয়োজন হবেঃ
১. Android Rooted Phone
২. ইন্টারনেট কানেকশন যুক্ত কম্পিউটার
৩. Reverse Tethering Software.
৪. USB Cable
আপনার পিসি তে উইন্ডোজ এর OS রাখবেন। MAC, Linux এর মত OS এ চলতে নাও পারে। এবার আমার দেয়া Reverse Tethering টা ডাউনলোড করে নিন। এবার Zip ফাইল টা unzip করে নিন। সেখানে Android Tool.exe Application টা চালু করুন।
এবার আপনার Android ফোন কে ডাটা কেবল দিয়ে লাগান। এবং “USB Debugging” চালু করুন।
“Select a device” এ যেইসব হাবিজাবি দেখছেন তা আপনার Device Id. আপনাদেরও এরকম কিছু নাম্বার আসবে। এবার Tools এ যান। ওখানে দেখবেন লেখা Install Hack। ওটাতে ক্লিক করুন। এদিকে আপনার ফোনের দিকে তাকান আপনার ফোনে Root Access চাইবে। সাথে সাথে Grant করে দিন। সাথে আরো ২টা Software Install হবে।
একটা হল “Xposed Installer” পরে Automatic ভাবে আপনাকে তার ভেতর নিয়ে যাবে। আপনি এখানে “Modules” এ ক্লিক করে দেখবেন “Hack Connectivity Service” কে টিক দিন। এবার ব্যাকে এসে ক্লিক করুন “Install Update”। এরপর দেখবেন আপনাকে “reboot” করতে বলবে। আপনি ওখান থেকে Reboot দিন। একটু পর দেখবেন ফোন চালু হবে। মেনু থেকে আপনি “Hack Connectivity Service” কে Select করুন। সেখানে “Hack” ও “Trace” কে Activate করে দিন।
এবার আপনার কাজ হলো ফোনের Data Connection চালু করা। MB কিনতে হবে না। টাকাও রাখতে হবে না। শুধু Data Connection চালু রাখতে হবে। এটার একটা বিশেষ কারণ আছে। সেটা পরে বলছি। এবার আপনার পিসিতে যেইটা চালু আছে ওইটাতে দেখবেন বাম পাশে “Connect” লেখা আছে। ওইটাতে ক্লিক করে দিন।
এটা গায়েব হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এসময়ে আপনার ফোনে “USB Tunnel” নামে একটা Application Install হবে। Root access চাইলে দিয়ে দিন।
দেখছেননি কারবার? লাল রঙের ওইতান কি? ওইগুলা আপনার ফোনের ধারণকৃত Download Speed. এবার আপনার যা মনে চায় চালান। পিসির ইন্টারনেট দিয়ে। আর কোন সমস্যা হবেনা। তবে হ্যাঁ Disconnect করার পর চেক করবেন ফোনের Usb Tunnel টা বন্ধ হয়েছে কিনা। যদি না হয় তবে বন্ধ করবেন। এতে পরবর্তীতে Connection পেতে ঝামেলা হবে না।
এবার বলি আপনাকে ডাটা কানেকশন কেন অন রাখতে হবে। আপনার ফোনকে কোন খান থেকে Bandwidth আনার মাধ্যম দরকার। কিন্তু USB Cable সেই মাধ্যম হতে পারেনা। তাই আপনি USB Cable কে Hack করে তাকে Fake Wifi Connection বানাচ্ছেন। কিন্তু একে আপনার ফোনে ঢুকতে Connection লাগবে।
এই Data Connection ই হলো আপনার সেই Connection। এর ফলে আপনার বোকা ফোন ধরতে পারবে না আপনি আসলে Bandwidth কোথা থেকে পাচ্ছেন। ফলে Google Play, Skype, Chrome, GPS সহ সব Browser চালাতে পারবেন। যদি Data Connection না On করেন তবে আপনি শুধু Opera, UC browser ইত্যাদি চালাতে পারবেন। আর কিছু চলবেনা।
আশা করি আমার দেয়া টিপস আপনাদের কাজে লাগবে। কাজে লাগলে আমাকে ধন্যবাদ দিতে আশা করি ভুলবেন না। অনেক ধন্যবাদ।
ডাউনলোড লিঙ্কঃ-এখানে টোকা দিন
বিঃদ্রঃ- এই অ্যাপটি আপনারা শুধুমাত্র দরকারে কাজে লাগাবেন। কারণ, USB CABLE পিসিতে সংযোগ দিলে ফোন চার্জে থাকা শুরু হয়। সারাদিন ফোন চার্জে থাকলে আপনার ফোনের ব্যাটারীর ১২টা বেজে যাবে। তাই যার লাগবে তিনি নিজ দায়িত্বে কাজটি করবেন। পরে আমাকে দোষ দিবেন না। আর হ্যাঁ আমাকে টিউমেন্ট করতে ভুলবেন না।