এসকিউয়েল কমান্ড লেখার জন্য রিলেসনাল ডাটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেম (RDBMS) ডাটাবেজ প্রোগ্রাম (যেমন: MySQL, SQL Server, MS Access, Oracle, Sybase, Informix, PostgreSQL etc) এর মধ্য হতে আমরা MySQL Database ব্যবহার করব। সেজন্য আমাদের Start Menu হতে XAMPP Control Panel এ ক্লিক করার পর যে ইউন্ডো আসবে সেখান হতে Apache ও MySQL এর পাশের Start বাটন ক্লিক করতে হবে।
শর্টলিংক: Start Menu > XAMPP Control Panel > Apache & MySQL > Start.
অতপর: যে কোন একটি ব্রাউজার যেমন: Mozilla Firefox, Google Crome, Opera Mini) ওপেন করে এ্যাড্রেস বারে localhost/phpmyadmin লেখে Enter বাটন ক্লিক করলে একটি ইউন্ডো ওপেন হবে। সেখানে SQL বাটনে ক্লিক করে আমরা SQL কমেন্ড লেখতে পারব।আরও জানতে ভিজিট করুন: