যেকোন পণ্য কেনাবেচার নতুন প্লাটফর্ম ‘Komdaame.com’

দেশীয় প্রতিষ্ঠান গুলোর মধ্যে এবার সবার জন্য অনলাইনে বিনামূল্যে পণ্য কেনাবেচার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের জনপ্রিয় মার্কেটপ্লেস ‘কমদামে ডট কম’। ইন্টারনেটে বর্তমান বাজারে পণ্য কেনাবেচা প্রতিষ্ঠান গুলোর মধ্যে এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ভিন্ন। ‘কমদামে ডট কম’ এর উদ্যোগ হচ্ছে অনলাইনের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপনে এক বিশ্বস্ত প্লাটফর্ম তৈরি করা।  এ প্রতিষ্ঠানটি দেশের প্রায় সকল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সবচেয়ে সহজ, নিরাপদ ও সুবিধাজনক ক্রয়-বিক্রয় নিশ্চিত করবে। ব্যবসায়ীরা এখানে বিভিন্ন শ্রেণিতে বিনামূল্যে অ্যাড টিউন দিতে পারবে। যে সমস্ত ব্যবসায়ীরা ‘কমদামে ডট কম’ এর নিয়ম অনুযায়ী চমৎকারভাবে বাস্তব ছবি স্বম্বলিত অ্যাড টিউন করবে তাদেরকে বাছাইয়ের মাধ্যমে পুরস্কৃত করা হবে। আমাদের দেশের ছাত্র-ছাত্রীবৃন্দ ‘কমদামে ডট কম’ এ ‘Affiliate’ মেম্বার হয়ে Affiliate Marketing করে পার্ট-টাইম কাজ করে তাদের চাহিদা মোতাবেক বাড়তি আয় করতে পারবে।
কোন খরচ ছাড়া যে কেউ এখানে অ্যাড টিউন করে তার পণ্য বিক্রি করতে পারবে। দ্রুত বিক্রি করার জন্য রয়েছে অল্প খরচে
টপ অ্যাড দেয়ার ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যে বিড বা নিলামের মাধ্যমে যে কোন ধরনের পণ্য কেনাবেচা করতে পারবে। গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে, ‘কমদামে ডট কম’ -এর এই ই-কমার্স মর্কেটপ্লেস সাফল্যের নিশ্চয়তা প্রদান করবে। ব্যবসায়ী ইউজার হলো বিনামূল্যে প্রোডাক্ট এর মার্কেটিং, ওয়েবসাইট বা ফেইসবুক পেইজ মার্কেটিং এবং লোগো ব্রান্ডিং এর জন্য অন্যতম উপযুক্ত মাধ্যম।
এই বিষয়ে ‘কমদামে ডট কম’ এর কর্ণধার বলেন, যারা প্রতিনিয়ত অনলাইনে কেনাবেচা করে থাকে তাদের একটি বিশ্বাসের জায়গা হবে ‘কমদামে ডট কম’। আমরা দেশের মানুষের অনলাইনে কেনাবেচার উপর আস্তা তৈরি করতে চাই। আর সে লক্ষ্যেই আমাদের এই প্রতিষ্ঠান করা।
তিনি আরও বলেন, ব্যবহারকারীর উপর ফোকাস এবং অন্য সমস্তকিছু অনুসরণ করা হবে এখানে। শুরু থেকেই আমরা কঠোর পরিশ্রম করছি বাংলাদেশে সব ব্যবহারকারীকে বিনামূল্যে ই-কমার্স মার্কেটপ্লেসের সমাধান প্রদান করতে, সবাই যাতে অনলাইন ব্যবসা শুরু করতে পারে কোনো প্রযুক্তিগত লোক ভাড়া করা ছাড়া, ফলে বাংলাদেশের সকল অনলাইন ব্যবহারকারী মাত্র কয়েকটি ক্লিকে সঠিক পণ্য এবং তথ্য পেতে পারেন।

Add Comment