আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা সিরিজ টিউটোরিয়ালের আজ ২ তম ক্লাসে আপনাকে স্বাগতম। আজ এই ভিডিও ক্লাসে আপনি জানবেন এইসটিএমএল এর জন্য কোন টেক্সট ইডিটর ব্যাবহার করবেন, আমরা প্রফেশনালি কোন ব্রাউজারকে ব্যাবহার করে থাকি। সেই সাথে আলোচনা করেছি এইচটিএমএল এর ব্যাসিক ফরম্যাটিং এবং DOCKTYPE কি এবং কেন? এখান থেকে আপনারা জানতে পারবেন এইচটিএমএল এর head এবং body ট্যাগ সম্পর্কে। কোন কোন ট্যাগকে head সেকশান এ ব্যাবহার করা হয়? এইচটিএমএল এর ছয়টি header ট্যাগ সম্পর্কেও আপনি জানতে পারবেন।
কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর করতে সাহাজ্য করবে। আল্লাহ হাফেজ।