বাস্তব জিবনে অনলাইন থেকে টাকা উপার্জন – Earn Money Bangladesh

আজকে আমি আলোচনা করবো যে বাস্তব জিবনে অনলাইন থেকে টাকা উপার্জন সম্পর্কে।

আমি অনলাইন ইনকাম নিয়ে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর দেবো। আশাকরি, অনলাইন এ নতুন এবং পুরাতন সবার উপকার হবে।
বলে নেওয়া ভাল যে, এই টপিক টা লেখার আগে আমি আরু ৭ বছর যাবত অনলাইন আয় সম্পর্কে জানার চেষ্টা করে যাচ্ছি।
তাই আজকে শুধু অভিজ্ঞতা শেয়ার করবো।

অফলাইনে আয় করার কিছু লাভজনক উপায়

Money Dollar Earn Money Internet Network

১/ অনলাইন থেকে টাকা উপার্জন করার কি কি মাধ্যম রয়েছে?

উত্তর:- বেশ কিছু মাধ্যম রয়েছে।  যেমন, ওয়েব সাইট থেকে, মোবাইল Apps থেকে, Blogger থেকে, ইউটিউভ থেকে এবং Apps Develop & Website Develop করে টাকা উপার্জন করা সম্ভব।

উত্তর:- ওয়েব সাইট থেকে ইনকাম করতে অবশ্যই প্রচুর ভিজিটর সাইট এ থাকা লাগে! এবং এতে ভিবিন্ন AdNetwork সাইট ব্যবহার করে আয় করা যায়।

আরেকটি জনপ্রিয় সাইট Blogger যেখানে ফ্রিতে সাইট খুলে লেখা লেখি করে উপার্জন করা যায়। অবশ্যই একটি ডোমেইন কিনে নিতে হবে। যথাযথ পেজ সাইট এ লাগাতে হবে! এবং একটি Domain কিনে Adsence এ আবেদন করে ইনকাম করা যায়।

Blogger এর ক্ষেত্রে আপনার খরচ পড়তে পারে ১৫০০ টাকার মতো। বাংলাদেশে.Com ডোমেইন ৯০০-৯৫০ টাকায় পাওয়া যায়।
আমি সাজেসটেড করবো Alpha নেট থেকে ডোমেইন কিনতে এখানে বিকাশের মাধমে পেমেন্ট করে ডোমেইন কিনতে পারবেন।

Add Comment