এই টিউনে হতে যাচ্ছে একটি ফেসবুক ট্রিক সম্বন্ধে। আপনাদের সকলের মোবাইলে হয়তো ফেসবুক অ্যাপ টি রয়েছে। কিংবা কোনো কারণে না থাকলে আপনার ডাউনলোড করে নিয়েছেন।
আপনাদের ফেসবুক অ্যাপ গুলো সাধারণত ডার্ক মোড এ থাকে না অর্থাৎ সেগুলোর থিমটা সাদা কালারের থাকে। কিন্তু অনেকে আবার সৌন্দর্যের খাতিরে এই থিমটাকে কালো করতে চাই অর্থাৎ ডার্ক মোড এ রাখতে চাই।
তো বন্ধুরা যারা ডার্ক মোড এ আপনাদের ফেসবুক অ্যাপ টি রাখতে চান তারা হয়তো বিভিন্ন জায়গায় সার্চ করেও এ সম্বন্ধে স্পষ্টভাবে কোন আর্টিকেল পাননি। কিন্তু আমি আপনাদের এ আর্টিকেলে পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাপ কে ডার্ক মোড এ রাখবেন।
তো বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তার আগেই বলে রাখি সবাই ধৈর্য ধরে পুরো টিউনটি পড়বেন। তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। তখন আমাকে আলতু ফালতু টিউমেন্ট করবেন না।
তাই পুরো টিউনটি ভালভাবে পড়ুন এবং কোথাও কোন বুঝতে সমস্যা হলে তখন আমাকে টিউমেন্ট করবেন আমি অবশ্যই অবশ্যই অবশ্যই আপনাদের প্রতিটি টিউমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা অনেক কথা বলে ফেললাম চলুন শুরু করা যাক।
আশা করা যায় টেকটিউনস এর এই টিউনটি আপনার উপকারে আসবে।
ফেসবুক অ্যাপ কে ডার্ক মোড করার পুরো প্রক্রিয়া
১. প্রথমত আপনি আপনার ফোনের ফেসবুক অ্যাপ টি ওপেন করবেন। আপনি চাইলে ফেসবুক ওয়েবসাইট টি ওপেন করতে পারেন। কিন্তু আমরা যেহেতু বেশিরভাগই ফেসবুক অ্যাপ সম্বন্ধে জানি এবং ফেসবুক অ্যাপ টি ব্যবহার করে থাকি তাই প্রথমত আপনি আপনার ফেসবুক অ্যাপ টি ওপেন করবেন।
২. ফেসবুক অ্যাপ টি ওপেন করার পর আপনার ফেসবুক পেজের উপরে দেখবেন থ্রি ডট অপশন (মেনু বাটন) থাকবে। সেটা মূলত আপনার ফেসবুক পেজের উপরের ডান দিকে থাকবে। সেখানে আপনি প্রথমত ক্লিক করবেন।
৩. তারপর আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি নিচে আসবেন এবং দেখবেন লেখা থাকবে সেটিংস & প্রাইভেসি লেখায় ক্লিক করবেন।
৪. সেখানে ক্লিক করার পর আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি নিচে আসতে থাকবেন এবং দেখবেন লেখা থাকবে ডার্ক মোড। এ ডার্ক মোড লেখায় ক্লিক করবেন।
৫. ডার্ক মোড লেখায় ক্লিক করার পর আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেখানে লিখা থাকবে on এবং তার নিচে লেখা থাকবে off। স্বাভাবিকভাবে আপনার সেখানে অফ লিখাই টিক চিহ্ন দেওয়া থাকবে। আপনি প্রথমত off লেখায় টিক চিহ্নটি অপসারণ করবেন এবং on লিখায় টিক চিহ্নটি দিয়ে দেবেন।
এখন আপনি ইচ্ছা করলে আবার আপনার ফোন থেকে ডার্ক মোড টি সরিয়ে ফেলতে পারবেন।
তো বন্ধুরা আপনারা হয়তো বুঝে গেছেন কিভাবে আপনি আপনার ফোন এর ফেসবুক অ্যাপ কে ডার্ক মোড এ রূপান্তরিত করবেন। তবুও আপনার জন্য যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে টিউমেন্ট করবেন আমি আপনাদের টিউমেন্টের বুঝিয়ে দেব।
তো বন্ধুরা আজকের টিউনে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিউনটিতে একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনসের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।