গুগল ক্রোমে বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে

বেশিরভাগ ফোনেই ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ব্যবহার করা হয়। আর সেখান থেকেই কিন্তু বন্ধ করা যায় অহেতুক বিজ্ঞাপন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-

>> প্রথমেই আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি খুলুন।
>> সেখানে মাথার ওপর ডানদিকে তিনটি ডট দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
>> এরপর ‘সেটিংস’ থেকে ‘সাইড সেটিংস’ অপশনটি ক্লিক করুন।
>> সেখানেই পেয়ে যাবেন ‘অ্যাডস অ্যান্ড পপ-আপ অ্যান্ড রিডাইরেক্টস’ অপশন।
>> সেখানে গিয়ে এই দুটি অপশনকেই এনেবল করতে হবে আপনাকে। তাহলেই বন্ধ হয়ে যাবে যখন তখন অহেতুক বিজ্ঞাপনের যন্ত্রণা।

সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

Add Comment