বেশিরভাগ ফোনেই ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ব্যবহার করা হয়। আর সেখান থেকেই কিন্তু বন্ধ করা যায় অহেতুক বিজ্ঞাপন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-
>> প্রথমেই আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি খুলুন।
>> সেখানে মাথার ওপর ডানদিকে তিনটি ডট দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
>> এরপর ‘সেটিংস’ থেকে ‘সাইড সেটিংস’ অপশনটি ক্লিক করুন।
>> সেখানেই পেয়ে যাবেন ‘অ্যাডস অ্যান্ড পপ-আপ অ্যান্ড রিডাইরেক্টস’ অপশন।
>> সেখানে গিয়ে এই দুটি অপশনকেই এনেবল করতে হবে আপনাকে। তাহলেই বন্ধ হয়ে যাবে যখন তখন অহেতুক বিজ্ঞাপনের যন্ত্রণা।
সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি